বন্ধু কী খবর বল!

তানভীরটা কেমন যেন অনিয়মিত হয়ে যাচ্ছে। আগে সারাদিন সিসিবিতে বসে বসে ‘দিনের সর্বোচ্চ মন্তব্যকারী’ হবার জন্যে কম্পিটিশন করতো আমার আর টিটো’র সাথে। এখন কালে ভদ্রে দেখা যায়। মাউস টিপে ইমো দিয়ে চলে যায়। ফোনে জিজ্ঞেস করলে বলে, ‘অফিসে এতো কাজের চাপ রে দোস্ত …… সময় পাই না।’ আমি সারাদিন অন প্যারেডে বসে বসে ভাবি তানভীর কবে আবার অফিসের কাজের চাপ থেকে ফ্রি হবে ! কবে আমরা আবার পোস্ট ভর্তি কমেন্ট করবো !!

**
টিটোরেও খুব মিস করি আজকাল। নতুন চাকরিতে যোগ দিয়ে বলেছিলো, ‘এখন থেকে বেশি বেশি সিসিবিতে থাকবো, এখন কোন অসুবিধেই নেই।’ কিন্তু সাধে কি আর সুনীল বলেছিলেন ‘কেউ কথা রাখেনি’ !!
সুনীল নিশ্চয়ই টিটোর প্রিয় কবি।

**
তারেকের বিরুদ্ধে আমার কোন অভিযোগই নেই। ফয়েজ ভাই ঠিকই বলেছেন- বড় লেখকরা আসলেই একটু খেয়ালী হয়। এতোটাই খেয়ালী , ভুলেও একবার বন্ধুদের কথা মনে করে না। কখন প্যারেডে আসে, কখন যায়, আদৌ আসে কিনা, কিচ্ছু টের পাই না।
**
যতদিন লাইবেরিয়াতে ছিলো ততোদিন বেশ নিয়মত ছিলো সিরাজ। কিন্তু দেশে আসার পর ওর টিকির সন্ধান নেই। ফোন করে জিজ্ঞেস করলাম- যশোরে ইন্টারনেট আছে, সিরাজের রুমে পিসি আছে, সেখানে ইন্টারনেটের লাইনও আছে। শুধু সিসিবিতে সিরাজ নেই।
**
একসময় জুনার সাথে মজার মজার কমেন্টে পাল্লা দেয়ার মতো একজনই ছিলো, পলাশ। এখনকার অনেকে চিনবেন না, কিন্তু একটু আগে থেকে যারা সিসিবিতে আছেন তারা জানেন, পলাশের কমেন্ট পড়ে হাসতে হাসতে পিরা মিরা যান নাই , এমন ক্যাডেট সিসিবিতে কম। পলাশ, তুই কই দোস্ত?
**
ক’দিন একাই সিসিবি মাতিয়ে রেখেছিলো সুব্রত। তারেক লিখে না, রবিন সেলোগ্রাফী দেয় না, টিটো লিখে না, যেন সিসিবিতে ৯৪’ব্যাচের কেউ নেই। সেই অভাব পূরণ করে দিয়েছিলো সুব্রত। কিন্তু এখন আবার শীতনিদ্রায়। আবার কবে গা ঝাড়া দিবি দোস্ত?
**
পলাশের মতো আরো একজন সবার অলক্ষ্যে হারিয়ে গেছে। শোয়েব। প্রতিদিন দেখা হয়, কথা হয় । নিয়মিত সিসিবি পড়ে এটাও জানি, কিন্তু লগ ইন করে ভুলেও একটা কমেন্ট করে না। শেষ একটা গল্প লিখেছিলো, ‘অপেক্ষা।’ তারপর থেকেই আমাদের অপেক্ষার শুরু…..। জানিনা কবে শেষ হবে !
**
বহুদিন নীরব পাঠক থেকে অবশেষে লেখা শুরু করেছিলো শহীদ। কিন্তু হাটুবাহিনীর সেটা সহ্য হবে কেন? এমন জায়গায় পোস্টিং দিয়ে দিলো যাতে সিসিবির ত্রি-সীমানায় আসতে না পারে।
শহীদ দোস্ত, চলে আয় সিসিবিতে, যেভাবে পারিস।
**
সিসিবির ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বেশি হিট হয়েছিলো সাইফের একটি লেখায়। বলতে দ্বিধা নেই, সেই লেখা পড়ে আমি কেঁদেছিলাম। আমার ধারণা আরো অনেকেই কেঁদেছিলেন। কাঁদার মতোই লেখা ছিলো সেটা। সেই সাইফ কেন জানি হঠাৎ চুপচাপ হয়ে গেলো। কেন রে দোস্ত? তোর কি ভুলেও আমাদের মনে পড়ে না?
**

আহমেদ প্রতিদিন নিয়ম করে সিসিবি পড়ে, এটা টের পাই। আগে তাও টুকটাক কমেন্ট করতো, এখন পড়ে চলে যায়। দোস্ত , এখনো তুই বাংলা লেখা আয়ত্ব করিস নাই? কবে করবি?
**
সবার মাঝে ব্যাতিক্রম এক রবিন। ঝড় হোক বা বৃষ্টি , গরম হোক বা ঠান্ডা, রবিন ছিলো। ভালোবাসার বন্ধুত্বে, দাঁত ব্যাথার সাময়িক পোস্টে বা জাস্ট সেলোগ্রাফীতে। সুখে দুঃখে সব সময়। এভাবেই থাকিস দোস্ত, সব সময়।

**

আচ্ছা , আজ হঠাৎ সব কিছু বাদ দিয়ে নিজের বন্ধুদের এতো মিস করা শুরু করলাম কেন?
জানেন না বুঝি ! আজ আমাদের সবার জন্মদিন! ৯৪’ব্যাচের বর্ষপূর্তি ।

আজ ১২ই মে , তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল।

17. Hatath Rastai….

* *

৬৪ টি মন্তব্য : “বন্ধু কী খবর বল!”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    বন্ধুরা আর সিসিবিকে নিয়ে কি সুন্দর একটা লেখা! :hatsoff: :hatsoff:

    ভাইয়া আপনাদেরকে অভিনন্দন :clap: :clap: :clap:

    অফ টপঃ ট্যাগ থেকে একটা কলেজের নাম বাদ পড়ছে মনে হয় 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আজ আমাদেরও জন্মদিন '০১ ব্যাচের.
    শুভ জন্মদিন ৯৪ এর সব ভাইয়াদের এবং ০১ এর সব bandorder অভিনন্দন. :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)

      শুভ জন্মদিন ১৯৯৪-২০০০ ব্যাচ বইলা খুশিতে মাটিতে গড়াগড়ি খাইতেছো কেনো? সিনিয়রের সাথে মস্করা করো?
      স্টার্ট :frontroll: ।

      এই ওরে রগড়া তো কেউ দোস্ত। আমি ঘুমাইতে গেলাম। :grr:


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    আসলেই অফিসে খুব দৌড়ের উপর আছি রে দোস্ত। ভালো লাগে না আর। খুব টায়ার্ড হয়ে গেছি। 🙁
    সিসিবিতে তো সারাক্ষণই কমেন্টাইতে মন চায়! কিন্তু, কি করব বল? কবে যে আবার সেই নানান রঙ্গের দিনগুলা পাব? :dreamy:
    আমাগো সুন্দর কইরা পোলাটা, আদনানের কথা কইলি না যে? ;;; ;;;

    যাই হোক, আমাদের ব্যাচের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। সাথে '০১-'০৭ ব্যাচের সবাইকেও।

    জবাব দিন
  4. সামি হক (৯০-৯৬)

    আগেতো খেয়াল করি নাই ৯৪ এর পোলাপানরাই তো দেখি এই ব্লগে সবসময় কোপায়... আশা করি সবাই ফিরবে লেখা নিয়ে। তোমাদের সবাইকে শুভেচ্ছা...

    একটা গান দিলাম শুনে দেখো...

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    কামরুল চামে ঠিকই চাইপ্পা গেছে যে মাঝখানের কয়েকদিন সে নিজেও ডুব মারছিলো। :grr:

    এনিওয়ে, জুনিয়র্স, হেপি বাড্ডে তোমাদের, চা-নাস্তা খাও আরকি। 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।