তানভীরটা কেমন যেন অনিয়মিত হয়ে যাচ্ছে। আগে সারাদিন সিসিবিতে বসে বসে ‘দিনের সর্বোচ্চ মন্তব্যকারী’ হবার জন্যে কম্পিটিশন করতো আমার আর টিটো’র সাথে। এখন কালে ভদ্রে দেখা যায়। মাউস টিপে ইমো দিয়ে চলে যায়। ফোনে জিজ্ঞেস করলে বলে, ‘অফিসে এতো কাজের চাপ রে দোস্ত …… সময় পাই না।’ আমি সারাদিন অন প্যারেডে বসে বসে ভাবি তানভীর কবে আবার অফিসের কাজের চাপ থেকে ফ্রি হবে ! কবে আমরা আবার পোস্ট ভর্তি কমেন্ট করবো !!
**
টিটোরেও খুব মিস করি আজকাল। নতুন চাকরিতে যোগ দিয়ে বলেছিলো, ‘এখন থেকে বেশি বেশি সিসিবিতে থাকবো, এখন কোন অসুবিধেই নেই।’ কিন্তু সাধে কি আর সুনীল বলেছিলেন ‘কেউ কথা রাখেনি’ !!
সুনীল নিশ্চয়ই টিটোর প্রিয় কবি।
**
তারেকের বিরুদ্ধে আমার কোন অভিযোগই নেই। ফয়েজ ভাই ঠিকই বলেছেন- বড় লেখকরা আসলেই একটু খেয়ালী হয়। এতোটাই খেয়ালী , ভুলেও একবার বন্ধুদের কথা মনে করে না। কখন প্যারেডে আসে, কখন যায়, আদৌ আসে কিনা, কিচ্ছু টের পাই না।
**
যতদিন লাইবেরিয়াতে ছিলো ততোদিন বেশ নিয়মত ছিলো সিরাজ। কিন্তু দেশে আসার পর ওর টিকির সন্ধান নেই। ফোন করে জিজ্ঞেস করলাম- যশোরে ইন্টারনেট আছে, সিরাজের রুমে পিসি আছে, সেখানে ইন্টারনেটের লাইনও আছে। শুধু সিসিবিতে সিরাজ নেই।
**
একসময় জুনার সাথে মজার মজার কমেন্টে পাল্লা দেয়ার মতো একজনই ছিলো, পলাশ। এখনকার অনেকে চিনবেন না, কিন্তু একটু আগে থেকে যারা সিসিবিতে আছেন তারা জানেন, পলাশের কমেন্ট পড়ে হাসতে হাসতে পিরা মিরা যান নাই , এমন ক্যাডেট সিসিবিতে কম। পলাশ, তুই কই দোস্ত?
**
ক’দিন একাই সিসিবি মাতিয়ে রেখেছিলো সুব্রত। তারেক লিখে না, রবিন সেলোগ্রাফী দেয় না, টিটো লিখে না, যেন সিসিবিতে ৯৪’ব্যাচের কেউ নেই। সেই অভাব পূরণ করে দিয়েছিলো সুব্রত। কিন্তু এখন আবার শীতনিদ্রায়। আবার কবে গা ঝাড়া দিবি দোস্ত?
**
পলাশের মতো আরো একজন সবার অলক্ষ্যে হারিয়ে গেছে। শোয়েব। প্রতিদিন দেখা হয়, কথা হয় । নিয়মিত সিসিবি পড়ে এটাও জানি, কিন্তু লগ ইন করে ভুলেও একটা কমেন্ট করে না। শেষ একটা গল্প লিখেছিলো, ‘অপেক্ষা।’ তারপর থেকেই আমাদের অপেক্ষার শুরু…..। জানিনা কবে শেষ হবে !
**
বহুদিন নীরব পাঠক থেকে অবশেষে লেখা শুরু করেছিলো শহীদ। কিন্তু হাটুবাহিনীর সেটা সহ্য হবে কেন? এমন জায়গায় পোস্টিং দিয়ে দিলো যাতে সিসিবির ত্রি-সীমানায় আসতে না পারে।
শহীদ দোস্ত, চলে আয় সিসিবিতে, যেভাবে পারিস।
**
সিসিবির ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বেশি হিট হয়েছিলো সাইফের একটি লেখায়। বলতে দ্বিধা নেই, সেই লেখা পড়ে আমি কেঁদেছিলাম। আমার ধারণা আরো অনেকেই কেঁদেছিলেন। কাঁদার মতোই লেখা ছিলো সেটা। সেই সাইফ কেন জানি হঠাৎ চুপচাপ হয়ে গেলো। কেন রে দোস্ত? তোর কি ভুলেও আমাদের মনে পড়ে না?
**
আহমেদ প্রতিদিন নিয়ম করে সিসিবি পড়ে, এটা টের পাই। আগে তাও টুকটাক কমেন্ট করতো, এখন পড়ে চলে যায়। দোস্ত , এখনো তুই বাংলা লেখা আয়ত্ব করিস নাই? কবে করবি?
**
সবার মাঝে ব্যাতিক্রম এক রবিন। ঝড় হোক বা বৃষ্টি , গরম হোক বা ঠান্ডা, রবিন ছিলো। ভালোবাসার বন্ধুত্বে, দাঁত ব্যাথার সাময়িক পোস্টে বা জাস্ট সেলোগ্রাফীতে। সুখে দুঃখে সব সময়। এভাবেই থাকিস দোস্ত, সব সময়।
**
আচ্ছা , আজ হঠাৎ সব কিছু বাদ দিয়ে নিজের বন্ধুদের এতো মিস করা শুরু করলাম কেন?
জানেন না বুঝি ! আজ আমাদের সবার জন্মদিন! ৯৪’ব্যাচের বর্ষপূর্তি ।
আজ ১২ই মে , তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল।
17. Hatath Rastai…. |
* *
:hatsoff: :hatsoff: :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
২য় 😀
তোর আগে আরও ৫ জন কমেন্টাইছে 😡
বেদ্দপ পুলা 😡 লাগা :frontroll:
:frontroll:
1st :awesome: :awesome:
x-( x-( x-( :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
বন্ধুরা আর সিসিবিকে নিয়ে কি সুন্দর একটা লেখা! :hatsoff: :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
৯৪ এর পোলাপাইনকে অভিনন্দন। যে যেখানেই থাকুক, ভালো এবং সুস্থ থাকুক সবাই। :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আর মাইয়াপাইন গুলিরে ? :grr:
যাক, আপনার কমেন্ট পইড়া নওরীনের কথাও মনে পড়লো। এক সময় নিয়মিত লিখতো, এখন বাত্তি দিয়া খুঁইজাও পাওয়া যায় না।
মানুষ ক্যাম্নে সবাইরে এতো পর কইরা দেয় !
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাইয়া আপনাদেরকে অভিনন্দন :clap: :clap: :clap:
অফ টপঃ ট্যাগ থেকে একটা কলেজের নাম বাদ পড়ছে মনে হয় 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কই ঠিক আছে তো !! 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
৯৪ এর ভাইয়াদেরকে অভিনন্দন। যে যেখানেই থাকুক, ভালো এবং সুস্থ থাকুন সবাই।
:party: :party: :party:
ভাই শুভ জন্মদিন :party:
হগগোলরে আম্নের বাসায় দাওয়াত দিলাম ;;;
বেলাডি, লিচুর সিজন কিন্তু আইয়া পড়ছে। আমি কিন্তু ভুলি নাই। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও ভুলি নাই....কিন্তু লিচগুলা এখনও সবুজ , লাল হয় নাই 😛
আজ আমাদেরও জন্মদিন '০১ ব্যাচের.
শুভ জন্মদিন ৯৪ এর সব ভাইয়াদের এবং ০১ এর সব bandorder অভিনন্দন. :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
০১ এর পোলাপাইনরেও শুভেচ্ছা 🙂 :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
‘০১ ব্যাচের সবাইরে শুভেচ্ছা।
রকিব এই উপলক্ষ্যে স্পেশাল চা লাগা।
আইজকা সারাদিনের চায়ের বিল তানভীর দিবে। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
০১ এর ভাইয়াদের ও জন্মদিনের শুভেচ্ছা :party:
😮 😮 কয় কি??
ভাইয়া, এখন পর্যন্ত ৮,৯১৯ টাকা হয়েছে, আপনার জন্য ডিসকাউন্ট ১৯ টাকা :grr: :grr: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন ১৯৯৪-২০০০ ব্যাচ......।।
:goragori: :goragori:
শুভ জন্মদিন ২০০১-২০০৭ ব্যাচ......।।
:duel: :duel:
শুভ জন্মদিন ১৯৯৪-২০০০ ব্যাচ বইলা খুশিতে মাটিতে গড়াগড়ি খাইতেছো কেনো? সিনিয়রের সাথে মস্করা করো?
স্টার্ট :frontroll: ।
এই ওরে রগড়া তো কেউ দোস্ত। আমি ঘুমাইতে গেলাম। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ জন্মদিন দোস্তরা...
অসাধারণ একটা লেখা...
তুই আছিস ক্যামন মামা ?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
৯৪-০০ এর সবাইকে জন্মদিনের শুভেচ্ছা ............ :party: :party: :party: :party: :party:
সবাই ভালো থাকো .........
আসলেই অফিসে খুব দৌড়ের উপর আছি রে দোস্ত। ভালো লাগে না আর। খুব টায়ার্ড হয়ে গেছি। 🙁
সিসিবিতে তো সারাক্ষণই কমেন্টাইতে মন চায়! কিন্তু, কি করব বল? কবে যে আবার সেই নানান রঙ্গের দিনগুলা পাব? :dreamy:
আমাগো সুন্দর কইরা পোলাটা, আদনানের কথা কইলি না যে? ;;; ;;;
যাই হোক, আমাদের ব্যাচের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। সাথে '০১-'০৭ ব্যাচের সবাইকেও।
আমাগো সুন্দর কইরা পোলাটা, আদনানের কথা কইলি না যে?
হাউ মাউ খাউ,পিসিসির গন্ধ পাউ :-B
বিলাডি মাসরুফ স্টার্ট ফ্রন্টরোল 😡
কেয়ামট পর্যন্ট ছলবে ।
দে আদনান, জামাইরে ঠাডাইয়া একটা থাবড় দে :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুই আমার কতা কস নাই ক্যা??
মাস্রুফরে নিচা কইরা ধর, :-B
হাউ মাউ খাউ
পিসিসির গন্ধ পাও
:frontroll: :frontroll: :frontroll:
আগেতো খেয়াল করি নাই ৯৪ এর পোলাপানরাই তো দেখি এই ব্লগে সবসময় কোপায়... আশা করি সবাই ফিরবে লেখা নিয়ে। তোমাদের সবাইকে শুভেচ্ছা...
একটা গান দিলাম শুনে দেখো...
হুমম আগের বার লিংক গেলো না কেন যেন
গানটার জন্যে অনেক ধন্যবাদ সামি ভাই।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ জন্মদিন দোস্ত!!! :hug: :hug: :hug:
জানোস ই তো আমি মহা অলস 🙁 তাই নিয়মিত সিসিবি তে আসলে ও, কমেন্ট করা হয় না 😕
ফেকস্, এখানে তোর একটা ফটুক দিয়া দে। 😀
আহমেদ ভাই, আপনের **ষা ম্যাডাম ক্যামন আছেন? 😉
তোর সব কুকীর্তি তোর *ষা মেডাম রে জানানো হইসে। সামারে দেশে আসতেসে। জামাই (মঞ্জুর)রে দিয়ে তোরে বেপক ধোলাই দিবো বলল 😀
আমাদের ইনটেক (৯৪-০০) এবং '০১-০৭' এর সবাইকে জন্মদিন এর শুভেচ্ছা :party: :party: :party:
কামরুল চামে ঠিকই চাইপ্পা গেছে যে মাঝখানের কয়েকদিন সে নিজেও ডুব মারছিলো। :grr:
এনিওয়ে, জুনিয়র্স, হেপি বাড্ডে তোমাদের, চা-নাস্তা খাও আরকি। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঐ 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বুঝেনই তো আমি চাপাচাপি পছন্দ করি 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ জন্মদিন দোস্তরা.....................
শুভ জন্মদিন '০১ ব্যাচ ...........................
:party:
:salute:
চলো বহুদুর.........
আইহাই এইডা দেখি দুধের পিচ্ছি!এ-ও এই ব্লগের খোঁজ পায়া গ্যাছে? 😮 😮
আর আপনে কি ?
ঘি'এর বুড়া ??? 😛 :khekz:
:no: :no: :no: ও :just: দুধের বুড়া........... :awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:)) :)) :khekz: :khekz: =)) =)) :goragori: :goragori: :pira: :pira:
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ৯৪ ও ০১ ব্যাচ এর সব্বাইকে.............. :party:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুভ জন্মদিন দোস্তরা যে যেখানে আছিস অনেক ভাল থাকিস । আর ০১-০৭ পোলাপান অনেক শুভেচ্ছা ।
Dost ra, sobaike onek suvecha. Vabsilam 1 ta post dimu. Kintu mobile dia deya possible na. Dekhi kalke basai giyai dimu. Onekdin likhi na(ha ha, ccb amare koto boro lekhok banaise,na likhle valo lage na). R 01 er sobaike happy birthday . Rokib sobaire cha de toder. Bill ami dimu
জন্মদিনে তোমাদের দুই ব্যাচের সবার জন্য শুভেচ্ছা। ভালো থেকো, মনে-প্রানে সজীব থেকো সবসময়। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাঙ্ক ইউ ভাইয়া।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:hatsoff: :hatsoff: :hatsoff:
লেট করে ফেললাম রে, দৌড়ের ওপর ছিলাম। 🙁
শুভেচ্ছা সবার জন্যে। ভাল থাকিস সবাই।
www.tareqnurulhasan.com
বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে...বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে...বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে...
শুভ জন্মদিন।
কামরুল ভাই লেখাটা খুব সুন্দর হইছে। আপনার ব্লক কাইটা যাচ্ছে নাকি? 😉
অসাধারণ একটা পোস্ট ।
সাথে অসাধারণ একটা গান ।
kotha hobe pothe,
kotha hobe bipothe,
kotha hobe,
nirojone......................
" পুরানো সেই দিনের কথা, ভুলবি কিরে হায় " 🙁