ওর প্রতিবেশি বলেছে_
যে, আজ ও, তা বেশ অসুস্থ ;
শোনা মাত্র আমি দুঃখ প্রকাশ করেছি,
ওকে দেখতে যাব, বলে দিয়েছি তাকে।
সময়ের অস্থির ব্যস্ততায় ভুলে গিয়েছিলুম ধুপ করে,
কিন্তু রাতে, তার পাড়াতেই আমার আগমন ;
আরেক বন্ধুর জন্মদিনের দাওয়াতে বারোটায়,
পার্টি শেষে ফেরার জন্যে দলগত তাড়াহুড়ো।
নিশ্চিত তুমি বন্ধু সুস্থ হবার জন্য প্রভুকে ডাকছো ;
বিস্তারিত»