হৃদয়ে শাহবাগ
তোরাই খাঁটি বাংলাদেশী
তোরাই আসল বাঙ্গাল।
আমরাতো সব বকধার্মিক
আবর্জনা জঞ্জাল!
আমরা হলাম ঘাটের মড়া
নইতো কারো বি-টিম !
কাদা আটকা হাতির মত
পরিস্থিতির ভিকটিম।
মসনদী খাব সত্য হতে
পেয়ারা সখার মান রাখতে
আখ্যা দিলাম দালাল এবং নাস্তিক !
গরল ঢাকা আছে মধু
অন্তর্যামী জানে শুধু !
জোর কদমে যা এগিয়ে
চিরসবুজ দেশপ্রেমিক।
শ্যাম কাকা পাকি বাবা
চাণক্য বা ম্যান্ডারিন।
পালিয়ে যাবে তোদের ভয়ে
আসবে জানি নতুন দিন।
অর্গানিক ফুড
আমরা খাই ফরমালিন
তোমরা দাও প্রিজারভেটিভ।
তোমাদেরই ভাল কীটনাশক
ফেলে চাও কেন অর্গানিক ?
ছেড়ে দে
কম দামে বেচা
বেশী দামে কেনা
সোনা !
অতলস্পর্শী চাহিদা
আর পারি না,
ছেড়ে দে কেঁদে বাঁচি
সাঁতার জানি না।
এসিডিটি
অস্ট্রেলিয়ান আপেল
মাগনা ফরমালিন
পাকি সেমাই ভারতীয় চিনি
সত্যি বলছি ভেজাল দেইনি।
সরিষার তেল, একটু লবণ
গাজর শশা বিলাতি বেগুন
পেঁয়াজ মরিচ কুচিকুচি
লাফ দিয়ে বেড়ে গেলো রুচি।
প্রতারকের মত কবেই
পালিয়েছে নীতি মরালিটি
রয়ে গেলো শুধু কুত্তার মত
বেহায়া এসিডিটি।
Wake Up
Unholy alliance in a deadly race
For the crown.
Creating fatal violence
Killing people of their own.
I have an strange feeling
In my heart.
Explosion of innocent hearts
Like a sleeping volcano burst.
Demolish peoples enemy, all.
They are just waiting
For the wake up call.
১ম :awesome: :awesome:
The Bond Cadet
গোপন সূত্রে খবর পাওয়া সত্বেও ধরতে পারলাম না! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
গোপন সূত্রে জানা গেছে মোকার ল্যাপুতে ব্লগ অ্যালার্ট দেয়া আছে 😉 কিন্তু নিশাচর এই গবেষক দিনের বেলা কুম্ভকর্ণের মত ঘুমায় 😛 ঘুম ভেংগে রিপ ভ্যান উইংকেল-এর মত দেখে অনেক সময় পেরিয়ে গেছে :-B
বটমলাইনঃ বিলাতে গিয়েও পাংচুয়ালিটি রপ্ত করতে ব্যর্থ 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
অভিনন্দন শাহীন । তোমার পুরস্কার :awesome: এর লাফোনো কলা ২টা।
পুরাদস্তুর বাঙ্গাল
মজা পাইলাম খাইয়া।
The Bond Cadet
:))
পুরাদস্তুর বাঙ্গাল
জব্বর হয়েছে মোস্তাফিজ ভাই।
তোমার মন্তব্যে জোশ বেড়ে গেল নূপুর :party: এবার যশ বাড়ে নাকি দেখি 😀 হসপিটালে মিষ্টি রাখছি 🙂 সিক রিপোর্ট করে খেয়ে নাও 😛
পুরাদস্তুর বাঙ্গাল
দারুন :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ :party: হসপিটালে মিষ্টি রাখছি 🙂 সিক রিপোর্ট করে খেয়ে নাও 😛
পুরাদস্তুর বাঙ্গাল
ভাল হয়েছে ভাই।
হসপিটালে মিষ্টি রাখছি 🙂 সিক রিপোর্ট করে খেয়ে নাও 😛
পুরাদস্তুর বাঙ্গাল
ভাল্লাগছে ভচ!!
পরচোন্ডো ব্যস্ত আছি কয়েকদিন যাবত, তাই ব্লগে আসতে লেট হল। 🙁
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ সামি মোকা শাহীন গঘঙ
পুরাদস্তুর বাঙ্গাল
অনেক ধন্যবাদ ভাইয়া । মনের কথা গুলো আপনার কবিতায় পেলাম। এই দুর্মূল্যের বাজারেও আপনি যে সময় ও সুযোগ কাজে লাগিয়ে অবিরাম লিখে যাচ্ছেন এর জন্য
::salute:: ::salute:: ::salute::
Truth is beauty, beauty is truth.
::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
ভীষণ ভাল লাগলো ভাইয়া !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
অনেক ধন্যবাদ শবনম। :teacup: নাও
পুরাদস্তুর বাঙ্গাল