[ একটি বুমেরাং ছড়া ]
বন্ধু আমার বড্ড ব্যস্ত,
ফোন ধরতে পারে না।
মাউস ক্লিকও জমিয়ে রাখে,
অপচয় করে না।
চাষার ছেলে ছিলো আছে
এখনও যে অভাবী।
ফোন ধরতে বয়েই গেছে
করবে বুঝি ধার দাবী।
ছিল বেটা অসামাজিক
বেজায় রকম বিরক্তিকর।
বইয়ের পোকা ছিল বটে
হবে নাকি জ্ঞানধর !
পাঁচটি মোটে নাম্বার আছে
এসিআরে সততায়।
যুগের সাথে তাল মিলা হে
কেমন করে বুঝাবি তায় !
ভাবতে বড় অবাক লাগে
গাঁউয়া ভূতটা ক্যাডেটে,
ছয়টা বছর কেটেছিলো
পদ্মা নদীর ধারেতে।
বেশি কথা ভাল নয়,
অযথাই শক্তি ক্ষয়।
এসএমএসও ভাল নয়,
কি প্যাড নষ্ট হয়।
অপচয়কারী শয়তানের ভাই,
তা কে হতে চায় বল ?
পিকনিক আর গেট টুগেদার,
লেট হয়ে গেল জলদি চল।
বাড়ির কাছে বিয়ালো গাই
ডাক দিয়ে বলে খালাতো ভাই।
একই ক্লাসে পড়লে বল
বন্ধু কি হয় সবাই ?
মন খারাপ করা অভিজ্ঞতা 🙁
Truth is beauty, beauty is truth.
🙁 বিষন্নতা চলছেই মজিদ ।
পুরাদস্তুর বাঙ্গাল
মন খারাপ করে দিলেন ভাই। 🙁
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
তাহলে তো মন ভালো করার ব্যবস্থা করতে হয় সামিউল । ভার্চুয়াল :party: হয়ে যাক।
পুরাদস্তুর বাঙ্গাল
ভালো ছিলো। কিন্তু তারপরও :((
চা চা চা ... :teacup:
ভালো থাকা অনেক সহজ।
:hatsoff: :hatsoff:
:teacup: :teacup: :teacup: নাও সাদাত কামাল।
পুরাদস্তুর বাঙ্গাল
🙂
Truth is beauty, beauty is truth.
:gulti:
পুরাদস্তুর বাঙ্গাল
🙁 🙁
🙁
পুরাদস্তুর বাঙ্গাল
মন খারাপ হচ্ছে না। বরং প্রতি ব্যাচেই এরকম কেউ না কেউ থাকে এই ধারণাটা আবার প্রমাণিত হলো!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মন খারাপ না করাই ভালো ;;;
গ্রামের গরীব ঘর থেকে ক্যাডেট হবার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে :-B
ক্যাডেটকুলে এই সংখ্যালঘুরা লুপ্তপ্রায় :ahem:
তথ্য উপাত্ত কিন্তু দিতে পারলাম না মোকা 🙂
তাই আমার ধারণাটা প্রশ্নসাপেক্ষ বটে 😛
পুরাদস্তুর বাঙ্গাল
বাস্তবতা 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হ্যাঁ, কঠিন বাস্তব । আমার পোষ্টটা প্রকাশ করার সময় দেখলাম সাদাত কামালের পোষ্ট- কেমন আমি। ওটা ক্যাডেট বন্ধুর অন্য পাশের লেখা ধরা যেতে পারে।
পুরাদস্তুর বাঙ্গাল
ভাইয়া,
ঠিকই বলেছেন যে, সকলেই বন্ধু হয়না। তবে কিছু কিছু জায়গায় প্রকাশটা ভালো লাগেনি। যেমন-
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ, প্রথমেই তোমাকে ::salute:: অকপটে মন্তব্য করার জন্য। এবার আমার কৈফিয়ত-
১। শুরুতেই বলেছি বুমেরাং ছড়া। কারও গায়ে না লাগলে আমার নিজের গায়ে লাগবেই 😛
২। চাষার ছেলে এবং গাঁউয়া ভূত আমি নিজেই। অন্য কেউ নয়। আত্মজীবনী :-B
৩। ছড়াটির কিছু নিজে বলছি আর কিছু অন্যের আয়নায় দেখার চেষ্টা করেছি ।
৪। বন্ধুরা যদি ফোন না ধরে বা পোষ্ট কমেন্ট দিয়ে যাচ্ছে অথচ অথচ অন্তত একটা লাইক বা ইমো দিয়ে রেসপন্স না করে তা হলে কেমন লাগে বল ?
৫। লেট অল অফ আস প্রসপার টুগেদার এই মটো নিয়ে অরকার যাত্রা শুরু হলেও পিকনিক গেটটুগেদার ইত্যাদি নির্ভর কার্যক্রমকে চড়ুইভাতি বন্ধুত্ব বা পিকনিক ফ্রেন্ডশিপ বলা যেতে পারে।
দুঃখিত, একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতি অভিজ্ঞতা থেকে লেখাটা এখানে প্রকাশ করার জন্য।এতে কেউ কষ্ট পেয়ে থাকলে সমস্ত ইটের পাঁজা আমার মাথার উপরে নিলাম
:brick: :brick: :brick: :bash: (সম্পাদিত)
পুরাদস্তুর বাঙ্গাল
@ MAHMUD এটা বুমেরাংI MISS YOU HIT
পুরাদস্তুর বাঙ্গাল
মাহমুদকে আবার বলছি,
এটা সত্যি।
দৃষ্টিনন্দন বা সুখপাঠ্য করতে না পারাটা আমার অক্ষমতা 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
সত্য কথা !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল