আরে ভাই, ১.৫ সপ্তাহ ধইরা রুমে নেট আছিলোনা। সিসিবিরে বড় মিস করতেছিলাম। ~x( আজকে যখন কানেকশন ঠিক হইলো, ঝাঁপাইয়া পড়লাম সিসিবির বুকে, ইচ্ছা চর্ব-চোষ্য-পেয়-লেহ্য সব ছিড়াবিড়া খাইয়া ফেলমু। 😕
কোথায় কি, একখান লেখা পইড়াই মাথামুথা খারাপ হইয়া গেল। :-B
আমার বন্ধুবর মাসরুফকে নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। নিচে আছে একগাদা সরস মন্তব্যের ঝুড়ি, বলা যায় কলম-যুদ্ধ, একদিকে জিহাদ-মাসরুফ-রিমঝিম অন্যদিকে আমরা সবাই। এমন একটা মজাদার+উদ্দীপক+বিনোদনমূলক সংলাপে জয়েন করতে না-পারাটা ভালো লাগলো না। 😉 তাই কেবল নিচে নামতে লাগলাম, মন্তব্য করতে চাই। 😛
কিন্তু না, মন্তব্য করবার পারলাম না। সিসিবির উর্ধাঙ্গ বাইয়া যতোই নিচে যাইতেছিলাম, উল্লাসে গা কাঁইপ্যা উঠতেছিলো, মাগার তৃপ্তিতে মাইত্যা যখন নিচে জায়গামত পৌঁছাইলাম, গর্ত পাইলাম না। ;;) কমেন্ট বক্স বন্ধ কইরা দিসে। :dreamy: এখন? আমার উত্তেজনা পুরা হইব কেমনে? আমি যে ‘সক্ষমতার পরীক্ষা’ দিতে চাইসিলাম!! :bash:
যাউক, ব্যাপার না। এইখানে কমেন্ট লিখিঃ
“বন্ধু মাসফু, এমন পোজ দেয়া ছবি জীবনেত কম দেখি নাই। এইটা আমার দেখা শ্রেষ্ঠ পোজ বলতে পারি। :clap: কারো বিশ্বাস না-হয় ‘আফামনির’ ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু খেয়াল করেন। না-বলা কতো কথা তার সেই চাহনিতে! ;)) আমিতো নিষ্পলক তাকিয়ে ছিলাম ছবিটার দিকে। Welldone dude.” :gulti:
(বাকি ভাইদের উদ্দেশ্যেঃ উপরের লেখায় কোনো অশ্লীল বা বেফাঁস কথা mean হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)
পুরান জিনিস আবার মনে করাইয়া দিলেন। আবার তো এইখানে কমেন্ট শুরু হইয়া জাইবে 😉 😉 😉
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কোনো একসময় হাদীসে পড়সিলামঃ "পরস্ত্রীর দিকে চোখ পড়লে প্রথম দৃষ্টি তোমার নিজের, কিন্তু দ্বিতীয়বার তাকালে সেটা শয়তানের দৃষ্টি।"
এইজন্য আমি ছবির আফামনির দিকে একদৃষ্টিতে তাকাইয়া নিসি, প্রথম দৃষ্টিটাই ছিল continuous ৫-১০ মিনিটের।
কী যে যাদু মাখা ছিলো ছবিটায়!
;)) ami porsi......
😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
আলম দ্যাখছস??তোর আফামনিও তোর কুকীর্তি দেখা ফ্যা;লছে-তুই যে নজর দিছিলি সেইটা সে জানে 😛
:clap: :clap:
ঝিকিঝিকি পমপম,
ঝিকিপম ঝিকিপম
পমপমা পমপম
মিকিঝিকি পমপম 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাসফু ভাই আপনে কই। লজ্জা পাইয়া চুপ মাইরা থাইকেন না। :grr: :grr:
আলম, চরম একটা মিস করলা সময়মত কমেন্ট করতে না পাইরা।
নাহ! এখনো কিছু শিখতে পারলাম না। যাই, মাসরুফের কাছ থেকে শিখে আসি! 😛
আমি আগেই বলছিলাম আবার শুরু হইয়া যাইবে। ঠিক তাই হইছে :-B
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
x-( যান গেরামিনে রুবাবা আন্টির সাথে কাবাডি খেলেন , উনি নিজেই সব শিখাই দিবো-ক্যাডেট হওয়ার সুবাদে মারাত্মক স্ট্যামিনা হইল পেলাস পয়েন্ট 😛
আমার ২৮ তারিখ পরীক্ষা কিছু পারিনা আর তুই এর মইধ্যেও শান্তিতে থাকতে দিলিনা।সুখ নাই রে পাগল! 🙁
দোস্ত, খুব ভয়ে ভয়ে এই লেখাটা পোস্ট করসি। তোরে ডিস্টার্ব করতে চাইনা, তয় মজা লাগে আরকি। তুই কি আমগোর মজা লাগা চাস না?
অফ টপিক- তুই যত ইচ্ছা তাকাইতে পারস কারণ ভদ্রমহিলা আমার স্ত্রী না,"যাস্ট ফ্রেন্ড" x-(
:grr: :grr:
পাকিস্তানে বইসা তা কি আর তুমি বাদ রাখছ মামু?আমার সুপারভাইসার ফ্যাকাল্টি মেম্বার আধা পাকিস্তানি ,উনার কাছ থিকা শুঞ্ছি পাকিস্তানি মাইয়াগুলা বাঙ্গালি পোলাগো বড়ই "ভালা" পায় :))
কিন্তু আমরা ওদের ভালা পাই না। 😛 বাংলাদেশি মেয়েদের সাথে ওদের তুলনাই চলেনা।
কি কস বেটা আমার কিসু পাকিস্তানি "কলিগ" আছে নসুতে তাদের বর্ণনা দিলে তাঁবু বানাই ফেলবি(তাঁবু বানানো রূপকার্থে নিতে হবে-অশ্লীল কিছু ভাবা বারণ)।
আমি পাকিস্তানি রমনী দেখপো :((
আইহাই এইডা কি কইলি??????ছি ছি ছি এইসব কি কস???নাউজুবিল্লাহ!!
:goragori: :goragori: :goragori:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
=)) :)) :goragori: :khekz: :grr:
সত্যিই কি কমেন্ট করার উপায় নাই নাকি 😛 ?
যাই তো দেইখা আসি।
Life is Mad.
নাই ভাই, আমার আরও কতো ইমো দেয়ার চিলো
হ, সকল গর্ত বন্ধ ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
হায় রে গর্ত বন্দ হইলে কাইয়ুম ভাইয়ের কি হইবো,রবিন ভাই ই বা কই "পিরা" যাইবো?
একটা 'জাস্ট গর্ত' দরকার, কি কস মাস্ফু 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 নাহ, এই ব্লগটা ছুডু পুলাপাইন, বিশেষ কইরা আমার মত ইনোসেন্ট,বেভুলা,নান্না মুন্না পুলাগো জুন্য ক দিয়া নাম শুরু হওয়া এবং দেশের সর্বপ্রথম ক্যাডেট কলেজে অধ্যয়ন করা কতিপয় প্রাক্তন ক্যাডেটের কারণে দূষিত হয়া যাইতেছে।এডু স্যারকে যথাযথ ব্যবস্থা নেবার দাবী জানাই।
:grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার আমার ৩২ আর্টিকেল বারায়া গেল 😀 😀 ।
Life is Mad.
@সায়েদ ভাই, সিও আহসান ভাই আসুক উনারে দিয়া আপনেরে পাঙ্গা "লাগানোর" ব্যবস্থা করতাছি খাড়ান।
অফ টপিক-আমার নেট আউট অফ বাউন্ড কইরা রাইখা গেছিলেম উনি, ভুলেও মনে করাই দিয়েন না তাইলে আমাকেও পাঙ্গা "লাগাবে" 🙁
ক্যানরে বাপ,,,,,,আমার উপরে খামোশ হইছিস ক্যান 😛 😛 ??
আঁই কি কইচ্চি 😛 ??
Life is Mad.
না না আন্নে কি কইরবেন আন্নে তো নান্না মুন্না ভুলা ভালা সুনার চান পিতলা ঘুঘু x-(
পেয়ার কিয়া তো ডারনা কিয়া
মাসরুফ ভাই শরম খান কেলা...
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওই এইডা কোন রকিব?কানাডা প্রবাসী?খাড়া তোরে সাইজ দিতাছি x-(
আমার এই বাজে লেখাটায় এতো কমেন্ট!! সব ক্রেডিট মাসফু'র। :boss: "ভদ্রমহিলা" ভাবীর ছবি দিয়া কী যাদু দেখাইলা মামু! :grr:
খিকয্
আবার সুরু অইচে ... 😛
মাসরুফ ভাই tension নেন কেন!!! O:-) O:-)
শুনছি গোবরে নাকি পদ্মফুল ফোটে, আর আমরা তো মহীরুহ,তো একখানা ফুল আপনার মনের শাখা-প্রশাখায় ফুটিতেই পারে...তাই না। লজ্জা পাবার কিছু নেই,ঐটা রিমঝিম আপুর কাছেই থাকুক।আ্পনি বরং আমারে এ্কটা টিপস্ দেন যাতে আমারো ২-৪ জন just friend কপালে জোটে। আর কতকাল যে ফুলহীন বৃক্ষ রইব... :bash: :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( খাড়া তোর টিপ্স বাইর কর্তাছি-গোড়াশুদ্ধা কাইটা দিমু।
অফ টপিক-এখানে গাছ কাটার কথা বলা হচ্ছে।
😉
আলম,
সময় পেলে তোমার ফেইসবুকের ইনবক্স চেক কইরো।
www.tareqnurulhasan.com
মেনি মেনি থ্যাংকস ভাই। আপনি একজন জনহিতৈষি মানুষ মনে হচ্ছে। 😛
আমি প্রথমে ভদ্র মহিলারে চিন্তে পারিনাই কিন্তু পরে মনে পড়লো রাসেল ভাই(Defense guide) এই রকম একটা ছবি দেখাইসিলো।কইল তোদের public speaking এর ক্লাস নেয় যেই ছেলেটা ওর কী যেন 😕
মাসরুফ ভাই 😉
x-( চাপা *দানোর অপরাধে তোরে নাসির স্টাফ(আমাগো নভিসাসের সবচেয়ে খাইশটা স্টাফ)এর হাতে ছাইড়া দেওয়া হইল পাঙ্গা খাবার লিগ্যা।
অফ টপিক-নাসির স্টাফ আমাদের ওইখান থিকা নাকি পরে পিসিসিতে বদলি হইছিলেন 😀
ডিফেন্স গাইডের রাসেল ভাইয়ের রেফারেন্সটা বহুত ইন্টারেস্টিং মনে হচ্ছে :-B ।
Life is Mad.
abar amake niye???????? ami jani mashfu tui ki chao..jaaan shobar kach theke shotti ta keno lukaccho???
:dreamy: :dreamy: ;;) ;;) 😡 😡
😮 😮 😮 ওরে না রে না আবার না।ম্যাডাম আপনে কমেন্ট কর্ছেন ভালো কথা কিন্তু এইটা কি কইলেন????? আমার অন্য যাস্ট ফেরেন্ডরা এইটা দেখলে কি ভাববে? 😛
অফ টপিক @রাজীব ভাই-আফনে দিল ভিল পেয়ার ভেয়ার মার্কা ইমো দেওয়া বন্ধ কইরা "**ষা" ম্যাডামরে নিয়া সুখে শান্তিতে ঘর করেন x-(
মাস্ফু তো জাস্ট এমনি লুকাইতেছে
~x( ~x( ~x(
...বরিশাল বরিশাল সেন্ট পাওয়া যায় 😛 :gulti: ।
Life is Mad.
মাস্ফু ভাই, দেখছেন রিমঝিম আপু কত্তো ভাল। আ্পনি বারবার জাস্ট লজ্জাবতী গা্ছের মত লজ্জা পেয়ে মিছা কথা বলার পরো উনি আপনাকে জান বলেই যাচ্ছেন,এক নিমিষেই আপনার সব দুষ ক্ষমা করে
দিচ্ছেন। একেই বোধহয় just friendship বলে। :salute: :salute: :salute:
এত নিষ্ঠুর হয়েন না ভাই, গাছেরও প্রান আছে, আর রিমঝিম আপু তো একজন মানুষ... ;;) ;;) ;;)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:grr: :grr: :grr: :grr:
ভাবী ভাবীকে ব্লগে স্বাগতম। আপনার চয়েজটা খুবই ভাল হইসে, ছেলেটা দারুন মিষ্টি আছে।
😮 ওই হালা তুই কি পিসিসি নাকি এইগুলা কি কস?আমি টক না মিষ্টি এইডা তুই কেম্নে জানলি?
x-( আর উনি তোর ভাবী হইলো কেম্নে এখনো তো বিয়া শাদি করেনাই।উনি কাউরে বিয়া করনের পর অবশ্য আমারো ভাবী হয়া যাইবো-সায়েদ ভাইয়ের টুশকি-১৩ এর নাম্বার ১ এর মত 😛
'যাস্ট ফেরেন্ড' ভাবী? :((
এরপর তুই ভাবীর লগে ফোনালাপ করবি? 😕
পোলাপান কোনো কথা ছাড়ে না
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
মাস্ফু মাইন্ড না খাইলে আমিও ১ টা ছবি দিতে চাই
মাস্ফু ভাই মাইন্ড খান না,Just এট্টু লজ্জা পান... :shy: :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..