: কিরে কাকে ফোন দিচ্ছিস?
: আমার গার্ল ফ্রেন্ডরে।
: গার্লফ্রেন্ড? কোন গার্লফ্রেন্ড?
: মনে আছে সেই ১৯৯৬ সালে মেসে আমি আমার এক গার্লফ্রেন্ডরে নিয়ে এসে খাওয়াইছিলাম? সেই গার্লফ্রেন্ড।
আমার দুই কলিগের (অনেক সিনিয়র) এহেন কথোপকথনে কান খাড়া না করে উপায় ছিল না। তার উপর অফিসটা আমার, ফোনটা আমার টেবিলেই। সেখান থেকে চাইলেও ভেগে যেতে পারছিলাম না। লাইবেরিয়া থেকে বাংলাদেশে গার্লফ্রেন্ডের (!) সাথে একদিকের ফোনালাপটা শুনতেই হলো।
হ্যালো….
হ্যালোওওও….
শুনতে পাচ্ছেন?
আমিতো আপনাকে পরিস্কার শুনতে পাচ্ছি।
কেমন আছেন?
ব্যস্ত নাকি? কি করছেন?
ও আচ্ছা।
তা আপনার যে ম্যারেজ ডে টা গিয়েছে সেটা কি টের পেয়েছেন?
হুম…আচ্ছা….
শোনেন, এই উপলক্ষ্যে আমি আপনাকে এই পর্যন্ত মেসেজ পাঠিয়েছি চারটা।
পান নাই? পাইছেন?
চারটাই পাইছেন? আইচ্ছা….
মেসেজ রিপ্লাইও করেছেন?
তাই নাকি? আমিতো পাই নাই।
কবে রিপ্লাই পাঠাইছেন?
ও গতকাল?
তাইলে চিন্তা নাই, ওইটা আমার কাছে এসে পৌঁছাবে আগামীকাল।
বাংলাদেশ থেকে লাইবেরিয়া অনেক দূর তো, সময় তো একটু বেশি লাগবেই।
কি আর করবেন, এই আফ্রিকায় মানুষ তো মানুষ, মেসেজও আসতে চায় না।
হায়রে, ম্যারেজ ডে তো গেছে গত পরশুদিন….।
আচ্ছা আচ্ছা….।
তা আপনার ছেলেদুটা কই?
ঐ যে একটার বয়স আট বছর আর আরেকটার সাড়ে পাঁচ?
উনাদের কি খাওয়া দাওয়া করাইছেন?
হুম….
বড়টা কি স্কুলে গেছিল?
এখন কই ওই দুইজন? ফোনে একটু দেয়া যাবে?
ও… আচ্ছা আচ্ছা…। থাক তাইলে।
বইলেন ওদের বাপজান ফোন দিছিল।
আপনার আম্মাজান ক্যামন আছেন?
ডাক্তার ঔষধ বদলায়ে দিতে চাইছিলো, বদলাইছে?
কবে বদলাবে?
ও…
আইচ্ছা, তাহলে ভালো থাইকেন।
আপনার হাজব্যান্ডরে আমার শুভেচ্ছা জানাইয়েন।
উনারে একটু ফোন টোন দিয়েন। বেচারা লাইবেরিয়ার জঙ্গলে থাকে।
একটু ফোন পাইলেও মনটা ভালো থাকে।
রাখি তাহলে?
খোদা হাফেজ।
:goragori: :goragori:
জটিল প্রেমালাপ মামা 😡 😡
আহারে কবে যে এরম কথা কওয়ার সুযোগ পামু :bash:
সিসিবিতে বেশ রোমান্টিক হাওয়া বইতাছে ইদানিং। ভালাই লাগে দ্যাখতে ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
এখনই যে কন না ক্যাম্নে বুঝুম? আমাদের তো আর সায়েদ ভাইয়ের মতো টেবিলে ফোন লইয়া কান খাড়া কইরা বইসা থাকার সুযোগ আসে না। 😉 😉
B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাংকস বন্ধু।
ঠিক এইরকম প্রেমালাপের সুযোগের জন্য বিয়ে করতে হবে, দুই দুইটা পোলার বাপ হইতে হবে এবং বিয়ের ১২ বছর পর বিদেশ যাইতে হবে :)) 😀 😛 ।
Life is Mad.
জাস্ট বিয়া - একটা
জাস্ট পোলা - দুইডা
জাস্ট টাইম - বার বছর
জাস্ট প্লেস - বিদেশ 😮 😮
নারে মামা, মনে হয় পারফেক্ট হইলো জাস্ট ব্যাচেলর :hug: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলে জাস্ট ফুনালাপের কি গতি হইবেক :-/ ?
Life is Mad.
সেইটাই চিন্তাইতাছিরে :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
সায়েদ ভাই, এই যাস্ট শব্দটা এজায়গায় বেজায়গায় ব্যবহার করলে আমি কইলাম বনবাসী হমু x-(
মাসরুফ, এত মন খারাপ করার কি আছে??? :-B
এগুলো তো 'জাস্ট' ফান... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে পাগলা এইটা তো একটা "জাস্ট শব্দ" 😛 ।
Life is Mad.
আমি কইলাম "যাস্ট আত্মহত্যা" করুম :((
আত্মহত্যা করার আগে জাস্ট একটা নোটস রাইখা যাইস।
"আমার মৃত্যুর জন্যে জাস্ট আমিই দায়ী" 😉 😉
১০০% ভাগ খাঁটি কথা ফৌজি ভাই।
থ্যাংকু থ্যাংকু আহসান :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
অন্যের ফোনালাপ শোনা পাপ বত্স, তাও আবার গার্লফ্রেন্ডের লগে ফোনালাপ? এইটা তো মহাপাপ!! :frontroll:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এমন আলাপ শুন্তেও মজা লাগে 😉 😉
ভদ্রলোকের কয়টা ছিল???? 😕
আমার এক্টাও নাই 🙁
কারো বেশি থাকলে ছোট ভাই কে এ্কটা দিয়েন 🙁
ইসসিরে .... 🙁 🙁 ।
আমারও নাই 😛 😛 ।
Life is Mad.
আমিও গার্লফ্রেন্ড নিপো :((
কয়টা লাগে।একটায় পোষায় না??? :chup: :gulti:
আর কয়টা চাই মাসফু ভাই। আপনার সব update কিন্তু আমার কাছে চলে আসে, তাই জিগাইতাসিলাম আর কি।
:clap:
আমিও ফুনালাপ করপো :((
ওই, তোমার না এইখানে আসা নিষেধ :chup: 😉 ?
Life is Mad.
:dreamy: :dreamy: ~x( ;;) =(( 🙁
মজা পাইলাম 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুস্তাকীম তোর গুলা নিয়া এক্টা ব্লগ লেখ 😀
হা হা হা :))
আমার গুলা মানে??? x-( x-( x-(
খাইছি তোরে :duel: :duel: :duel:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
x-( x-( এত সাহস x-( x-(
সবাইরে বইলা দেই সেটাই ভাল হবে x-(
বিয়ার বারো বছর পরেও গার্ল ফ্রেন্ড,
গুরু গুরু :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সেই রকম। :clap: :clap:
মজা পিলাম। 😀
www.tareqnurulhasan.com
:gulli: :gulli: :gulli: :clap: