ডিসক্লেইমারঃ দয়া করে সিনেমাবোদ্ধারা দূরে থাকুন। এইটা কোন চিন্তাশীল রিভিউ না
দয়া করে কেউ মনপুরা দেখতে যায়েন না। পরিচালককে খামচি দিতে ইচ্ছা করবে। 😡
ফাল্গুনের প্রথম দিনে আমরা অনেক মজা করি, আমাদের ডিপার্টমেন্টের রেওয়াজ এইটা। আর কিছু না হলে, অন্তত হলুদ কমলা ছড়াছড়ি থাকে ক্যাম্পাসে। জুটিরা পাশাপাশি বসে ফিসফাস করে… এটা ওদের মজা, আমরা দূর থেকে ওদের গালাগালি করি… এটা আমাদের মজা।
এবার কোন এক কুজাত ক্লাসমেট মনপুরা দেখার রোল তুলল, বলা বাহুল্য আমরা বাকি বেজাতেরা তাতে সায়ও দিলাম। সায় দেয়ার আরেকটা কারণ, আমরা জানতাম সিনেপ্লেক্সের টিকেট আড়াইশ টাকা, ফাহিম বলে এই টিকেটের দাম বলে একশ বিশ। আমার মত যারা সিনেমা দেখাকে পড়াশোনার চেয়েও বেশি ভয় করে, তারো হইহই করে উঠলাম। টিকিট কাটা নিয়ে হইচই হলো, ঝগড়া ঝাটি হলো, শেষ মেশ টিকেট কেনা হয়ে আমরা মনপুরা দেখতেও গেলাম, তারপর আরাম করে দেখা শুরু করলাম।
প্রথম দিকের কাহিনী গুলোর মাঝে কোন কন্টিনিউটি নাই, মনে হলো প্রেমের জন্য একটা সিকোয়েন্স বানাইছে, পয়গাম পাঠানোর একটা সিকোয়েন্স বানাইছে, উলটাপালটা হয়ে যাওয়ার একটা সিকোয়েন্স বানাইছে, তারপর সবগুলা একসাথে পরপর জোড়া দিছে। ধুম করে এক সিনের মাঝে প্রেম হলো, ধাম করে নায়িকা নায়ককে দেখতে চলে আসলো। প্রতিটা সিকোয়েন্স ইটসেলফ চুইঙ্গাম, কিন্তু এক সিকোয়েন্স থেকে আরেক সিকোয়েন্স এ ধুমধাম চলে যাওয়া হয়েছে।
শেষের দিকে এই সমস্যা ছিল না। কাহিনী নিজস্ব গতিতে এগিয়েছে, কন্টিনিউ করে গেছে শেষ পর্যন্ত। শেষে নায়িকাকে কবরে নেয়ার সময় ‘হায় হায় সোনাই’ গানটা বুকের মাঝে বাজতে থাকে। আমার মনে হলো একমাত্র এই গানটাই জায়গামত বসেছে। অন্য গানগুলোকে যেন ধরে ধরে চরিত্রের মুখে বসিয়ে দেয়া হয়েছে।
শটগুলা নিয়ে ক্লাসমেটরা অনেক আহাউহু করলো, আমি আবার বুঝি একটু কম, আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয়নি। =(( তবে আশা ছিল ভাল লাগবে।
এই সিনেমায় দেখার মত একটাই জিনিস আছে, সেটা হলো চঞ্চল চৌধুরীর অভিনয়। অসম্ভব অসম্ভব সাবলীল। আমাকে গ্রেডিং করতে দিলে আমি একশতে দুইশ ঊনিশ দিতাম। চঞ্চল চৌধুরী যেইরকম সুন্দর অভিনয় করছে, মেয়েটা ঠিক সেইরকম খারাপ অভিনয় অভিনয় করছে। মেয়েটার আমি চরম ফ্যান, এত্ত সুন্দর এত্ত সুন্দর, কিন্তু এইরকম অভিনয় করে কেন?? শিমুলের অভিনয়ও ভালই।
যাই হোক, সিনেমা দেখে মুখ চুন করে বেড়িয়ে আসলাম আমরা বিশ জন। শিরোনামহীনের মোড়ক উন্মোচন ছিল বসুন্ধরা সিটিতে, তাই কয়েকজন থেকে গেল। আমরা বাকিরা চারুকলাতে আড্ডা দিলাম অনেক অনেকক্ষণ। মাঝখানে আমার দুই বন্ধুর সাথে দেখা হলো, এক পিচ্চা ও এক পিচ্চি (দুই পাখি, যাদের দেখে হিংসায় আমি জ্বলেপুড়ে যাই)। পিচ্চা আবার এই ব্লগে লেখেও।
তারপর আম্মার বকার ভয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরে দেখি আম্মা কিছুই বলে না। :awesome:
আজকে পরীক্ষা শেষ হলো, যাই ঘুমাইতে যাই। :guitar:
:dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কপিরাইট তাইফুর ভাই 😕
আর ফার্স্ট হইতে পারব কিনা শিওর ছিলাম না বলে এই ইমো... :dreamy:
তাইফুর ভাই, সামিয়াদি...ঠিক করছি না??? 😀
(দুই পোস্ট মিলাইয়া কমেন্ট করলাম...)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জালিম জুনা আমার ভাত মারছিস ... x-(
পইরা কমেন্টাইয়া ফাস্ট হইতে পাল্লাম না। :bash:
জাজেস টু নোট পিলিজ :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😛 😛 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাইয়ের ব্যাঞ্চাই :awesome: :awesome: :awesome:
দিলা তো মনপুরা'র মনডা পুইরা ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:-B
ডিস্ক্লেইমারডা কি মুহাম্মদের জন্য দিলা নিকি ?? :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এহসান ভাই মাসুম ভাইয়ের জন্যও :grr:
উনাদের রিভিউ পোস্ট থেকে আমি শতহস্ত দূরে থাকি :no: কিছুই বুঝি না
আমার জন্যেও... :-B
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
;)) :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি আর কি কমু কও, মাসুম ভাই, মুহাম্মদ আর কামরুল আমারে ধুইয়া দিছে, কইছে আমার পছন্দের কুনু বেল নাইক্যা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:grr: :grr:
🙁 :(( x-(
এহসান ভাই মাইন্ড খাইয়েন না। আপনার রিভিউগুলা খুবই সুন্দর হয়।
:grr: :grr: এহসান ভাইয়ের ভাত মেরে দিসি
আপনাকে দূরে থাকতে বলসি বলে শুধু তিনটা ইমো দিলেন?? x-( x-( x-( এইটা হইল কিছু?? x-( দেন দুইটা আইসক্রীম দেন
৩য় 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
এখন আইসক্রীম খাওয়াও
আগের বার না পইড়াই থার্ড হইছিলাম 😉 এখন পড়ে দেখি আমার কিছু টাকা বাচাইয়া দিছ 😀 তাই যাও ক্যান্টিন থেকে আইসক্রিম খেয়ে নাও (খাওয়া দাওয়ার ইমো কই x-( )
মানুষ তার স্বপ্নের সমান বড়
যাক- সামিয়া লেখা দিছে! 😀 😀
মনপুরা যদি দেখি তাহলে চঞ্চল চৌধুরীর জন্যই দেখব। :dreamy:
:no:
আমি কিন্তু অনিয়মিত না, গ্যাপটা একটু বেশি এই যা :shy:
ঠিক আছে দেখুম না । সাঢান করার জন্য ধন্যবাদ ভইন । 😀
সাবধান পরুন 😀
'পরুন'কে'পড়ুন' পড়ুন...!!! :-B ;;; =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
আদনান দেখি রকিবের পোষ্ট থিকা সে যে শুরু করছে ... আর শেষ করে না ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জুনা 😡 পরা আর পড়া বানান দুইটই ঠিক ।
মাথা তো আউলায়া দিলেন দেখি... 🙁
পড়ে তো পড়াকে পরা ধরে কনফুশনে পরে যাব... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে মনে হয় দুইটাই আর দুইটই বানান দুইটাও ঠিক ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হাহা কেমনে কি সব আউলাইয়া যাইতাসে যাই ঘুমাই 😀
:khekz: :khekz: :khekz:
:)) :)) :))
ধুর, এই ছবি দেখবই না... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খালি গান গুলা শুনিস ... গাঙ্গুলা খ্রাপ না
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অর্ণবের "সোনার ময়না পাখি" গানটা মন খুব উদাস কইরা দেয়! :dreamy: :dreamy:
যাও পাখি :just: বল তারে......... 😡 😡
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সে যেন :just: ভুলে না মোরে 😀 😀
পাখিরে দিয়া কথা বলানোর জন্য টিটো ভাইএর ব্যান চাই... 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ 😀 😀
পাখিরে তুই দূরে থাকলে......কিছুই আমার :just: ভাল লাগে না :no: :no: :no:
এই গানটা এই সিনেমায় না থাকায় এই সিনেমার ব্যঞ্চাই 😡
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ময়না, :just: কথা কেন কয়না- এই গান না দেয়ায় পরিচালক শুদ্ধা টিটোর ব্যান চাই। 😡 😡
ও :just: আমার ময়না গো....... এই গানটা না থাকায় তানভীর, কুনায়েদ সহ পরিচালকের ব্যঞ্চাই 😡 😡 😡 😡
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নিথুয়া পাথারে গানটা হওয়ার সময় আমরা সাবধান হয়ে দাঁড়ায় যাইতে চাইছিলাম
গানটা শুনতে শুনতে শুনতে শুনতে মানুষজন এটাকে জাতীয় সংগীত বানায় ফেলছে :no:
=)) =)) :goragori: :goragori:
চিকন ধূতি পরার পদ্ধতি জনিত গানটিও কিন্তু বেশ ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই গানটাই :just: চিকন শাড়ি হইলে দেখতাম ;;; ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অকারণে "যাস্ট" ইমো দেওয়ার অফ্রাধে আপনাদের দুইজনের ভ্যাঞ্চাই x-( x-( x-(
মনপৃরার গানগুলার দৃশ্যায়ন আগে দেখছিলাম ভাল লাগে নাই x-( ~x(
থ্যাংকস সামিয়া ১০০ টাকা বাচাইলা ....২০ টাকার আইসক্রিম তোমার 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমি বহুতদিন সিনেমা হলে যাইনা, কিন্তু যত্তো খারাপ হোক বউ, পোলা লইয়া দেখমুই দেখমু। :grr: :grr: :grr:
আগে থেইক্কা মন খারাপ কইরা দেওয়ার লাইগ্যা সামিয়াপুর ভ্যাঞ্চাই। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বউ পোলা নিয়া যাওয়াটাই ইস্যু হইলে যান বস..সিনেমায় ইন্টারেস্ট না পাইয়া ব্যপক একটা পারিবারিক সময় কাটাইতে পারবেন ;;; ;;; ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই, থ্যাংকু ভাই, ২০ টাকা মেইল করে পাঠায় দিয়েন? ;;)
লাবলু ভাই, যায়েন, একটু ঘুরে আসা যাবে। 🙂
মেইল করে না, ফ্লেক্সি লোড করে পাঠায়ে দিতে বলেন :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
টাকা কেমনে মেইল করে :-/ :-/
কি জানি, দেখার প্ল্যান নাই, তয় যদি দেখি তার কারন হইব, একটা সুস্থ ছবি বানাইছে এই জন্য দেখতাছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঘুরে আইসেন একটু। 🙂
এইটা কেমন নাম্বারিং দিলা......দুইশ ঊনিশ 😮 😮 😮
সিরাজ ভাই, অনেক দিন পর, কেমন আছেন? ব্যস্ত খুব?
প্রশ্নের উত্তর দিস নাই কেন? :gulli2: :gulli2:
মজার ব্যাপার হচ্ছে পহেলা ফাল্গুনে আমাদের ব্যাচের ১৬ জন একসাথে সিনেপ্লেক্সে মনপুরা দেখেছি।
সরাসরি প্রতিক্রিয়া হচ্ছে 'মন পুরে নাই মনপুরায়।' ভালো লাগেনি।
একঘন্টার গল্প যদি কেউ টেনে টুনে আড়াই ঘন্টায় বলে আর যদি সে গল্পটা গুছানো কিছু না হয় তাহলে ভালো না লাগাই স্বাভাবিক। কাহিনীতে আমার অনেক খটকা থেকে গেছে। শুরুতেই শিমুল কাজের মেয়েটাকে কেন খুন করলো ছবি শেষ করার পরও আমার কাছে পরিষ্কার না। পাগল বলে? কিন্তু মিলি'র সাথে বিয়ের পর ওর আচরন দেখে ওকে মোটেই ওরকম মনে হয়নি।
খুনের ব্যপারটা ধামাচাপা দেয়ার সময়ও গোঁজামিল দেয়া হয়েছে বলে মনে হয়েছে। 'মনপুরা' দ্বীপে চঞ্চলের খোঁজে বারবার পুলিশের আসার দৃশ্যগুলিও হাস্যকর লেগেছে। প্রথম দেখাতেই মিলি যেভাবে চঞ্চলের প্রেমে পড়েছে তাতে মনে হয়েছে পরিচালক প্রেমে পড়তে বলছে তাই পড়ছি।
এমনকি চঞ্চলের অভিনয়েও নতুনত্ব কিছু নেই। শিমুল অভিনয় পারেই না। ফজলুর রহমান বাবু ভালো অভিনয় করে সব সময়, কিন্তু পরিচালক উনাকে দিয়ে আরো করিয়ে নিতে পারতেন। মামুনুর রশীদের অভিনয় জঘন্য হয়েছে। এমনকি ইংরেজি, প্রমিত বাংলা আর গ্রামের কথ্য ভাষা মিলিয়ে উনি গুব্লেট করে ফেলেছেন।
ফারহানা মিলি দেখতে কেমন সেটা সামিয়ার পোস্ট বলে আর বললাম না। 😛 কিন্তু গ্রামের পথে ওকে হাঁটতে দেখে মাঝে মাঝে আমার মনে হয়েছে বুঝি র্যাম্পে হাটছে। 🙁
গানগুলি মনে হয়েছে বুঝি হঠাৎ শুরু হয়ে গেছে। আরোপিত। চোখ বন্ধ করে শুনলে অবশ্য দারুন লাগে।
সবচেয়ে দারুন যেটা সেটা হচ্ছে, লোকেশন। যতদূর জানি শুটিং হয়েছে বগুড়ার ধুনটে। অসাধারন জায়গা। দেখে মুগ্ধ হয়েছি। আর ক্যামেরাম্যান খসরু 'র কাজ চমৎকার।
হুম খসরু ভাল কাজ করে
এই মুহূর্তে সে , মাসুম, মানিক বেশ ভাল দেখাচ্ছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এরা বেশ ভাল কি দেখাচ্ছে ??
চিকন সূতি ধূতি পরার খেল ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইস ব্লগটা সামিয়ার...পরান খুইলা কথা কওন যাইতাছে না ~x( ~x(
ওইগুলা তো আছেই বাট ক্যামেরার কাজও ভাল করতাছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুরুতেই শিমুল কাজের মেয়েটাকে কেন করলো ছবি শেষ করার পরও আমার কাছে পরিষ্কার না।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
'খুন'
ভুল হইয়া গেছিলো। ঠিক কইরা ফেলাইছি 😀
তাই কন, এদিকে আমি শিমুল 'কি কি করতে পারে' চিন্তা কইরা যাইতেছিলাম... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:goragori: :goragori:
কামরুল ভাই, আপনারে না বললাম দূরে থাকতে? 😡 তাও কমেন্ট যখন করেই ফেলাইছেন, কি আর করা, একটা আইসক্রীম দেন।
:thumbup: :thumbup:
শিমুলের অভিনয় দেখে আমরা খুবই মজা পাইছি কারণ তার হাসি, হাঁটাচলা পুরা আমাদের এক পাগলা ক্লাসমেটের মতন 😛
আমার কথা তো বলো নাই। আমি ভাবছিলাম মাসুম ভাই, এহসান ভাই আর মুহাম্মদ রে নিষিদ্ধ করছো। তাছাড়া সিসিবিতে আমি এখনো কোন ফিল্ম রিভিউ লেখি নাই তো। খালি অন্যরা সিনেমা নিয়া আলোচনা করলে সেখানে একটু পার্টিসিপেট করি। 😀
শীতের দিন আইস্ক্রীম খাওয়া ঠিক না। পরে ঠান্ডা লাগলে ঔষধের বিল দিয়া লাবলু ভাই ফকির হইয়া যাবে। :grr:
আপু আপনার হাসি, হাঁটাচলা পুরা মিলির মতো না তো???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্টার্ট :frontroll:
:just: :dreamy: :dreamy: :dreamy:
:party: :party:
সিনেমার ঘটনা সব বইলা দেওনের জইন্য কামরুলের মহা ভ্যান চাই। আর ধুনটে শুটিং জাইনা খুবই চমৎকৃত হইলাম। মোর বাড়ি ধুনট 😀
সামিয়া আপু ,ভালো করছেন কাহিনী জানায় দিয়ে...আর না দেখলেও চলবে... 🙂
😮 😮 ~x(
কনক ভাই, এতদিন পরীক্ষা নিয়ে বিজি ছিলেন মনে হয়??
=)) =)) =))
ধুর্ সামি... এইডা একটা কাম করলা?? 😐 কাহিনী কয়া দিলা!!! আমি ভাবসিলাম একটু দেখুম ছবিডা... :no: ধুর্ ধুর্ ধুর্ !!!!!!! ~x( x-( :((
😀 :awesome:
স্যাম, তুইওতো ভাল রিভিউ করিস। আর আমাদের পিচ্চিটারে অনেকদিন দেখি না।
কইলাম না এইটা রিভিউ না?? ব্লগর ব্লগর 😡
পিচ্চাটারে আমি এই ফার্স্ট দেখলাম। পিচ্চা পিচ্চি দুইটাই পুরা একরকম, কথাবার্তা, চেহারাসুরৎ :no:
একদম ঠিক কইছস :)) :))
নারে হাইটে পার্থক্য প্রকট 😀
রঙ নাম্বার। তুই ভুল ভাবছিস। 😛 😛
মনপুরা দেখব না :no: । আগে থেকে সাবধান করার জন্য থ্যাংকস্ :thumbup:
ঘুম কম, লেখ বেশি করে 😡
:salute:
এই উইকেন্ডে একজনের সাথে বসুন্ধরাতে মনপুরা দেখার অফার ছিল। এই ব্লগ পড়ার পর ভাবতেসি যাবোনা O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
কার সাথে যাওয়ার প্ল্যান আছিল??? :grr: :grr: :grr:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
তোর আা .... র লগে :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
দেখি আমার জানে খুব দেখতে লইয়া যাইতে কইতাছে.........বুঝতাছি না যামু কি না
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
dost eta ki likhli tui!!!! vabsilam deshe giyei amar 1st kaaj hobe monpura dekha!!! x-( ekhane amar class e 'jao pakhi' r 'shonar moynapakhi' gaan shuina to shada pola-maiya ra bohot tarif korse. koy, "Ohhh god! ur songs touched our hearts, its sooo damn emotional man!" vaggish ora film ta dekhte chayni :))
আগে যে ক্যাম্নে পড়া হয়নাই?
লেখা আর মন্তব্য পড়তে পড়তে :just: পিরা গেলাম। :khekz:
টিটো ভাই, মাম্মা, দাদা এরা সব কোথায় গেলো? :dreamy:
পুরাই ফাঁকিবাজ হইয়া গেসে সবাই :no:
মনে হয় ভাইস প্রিন্সুর কাছেই ফাঁকিবাজির ট্রেনিং হইছে। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..