লিমোসিনের পালকি

ঘোমটা মাথায় গয়না গলায়
বধূ সাজে বসে
ফেলে আসা বছর কুড়ি
সুদূর দেশের বাসা বাড়ি
গোপাল ভাড়ের গল্প ঝুড়ি
মনে তাহার আসে।

সেদিন ছিলো ছোট্ট খুকী
পুতুল পুতুল চোখ
হাঁড়ি পাতিল রান্না বাটি
বাঁশ বাগানে চড়ুই ভাতি
দীঘির জলে ঝাঁপাঝাঁপি
খেলায় খেলায় ঝোক।

আজকে মুখে মেঘলা হাসি
আঁখি কোনে জল
বকবে না মা হলে দেরি
ভাই বোনেদের মারামারি
রিমোট নিয়ে কাড়াকাড়ি
পাবে কোথায় বল।

ঘোমটা মাথায় গয়না গলায়
রাঙা বধূ যায়
বাবা মায়ের বাড়ি ছেড়ে
লিমোসিনের পালকি চড়ে
হৃদয় ভরা স্বপ্ন নিয়ে
শ্বশুর বাড়ি যায়।

২,১৭৫ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “লিমোসিনের পালকি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।