ও ক্যাপ্টেন…..মাই ক্যাপ্টেন

২০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মাজহার শেষবারের মতোন ফেসবুক প্রোফাইল আপডেট করেছে এইভাবে, “Mazharul is back from tour”. ভাবীকে নিয়ে ট্যুরটা ওর জন্য কাজের ব্যস্ততার মধ্যে একটা রিলিফ হয়ে এসেছিল। ২১, ২২, ২৩ এই তিনদিন ওকে অনেকটা ইনএ্যাকটিভ দেখে ২৪ তারিখে তাসফিক জিজ্ঞেস করেছিল, “কিরে অবস্থা কি? গায়েব কেন? বৌয়ের সাথে নাকি? দ্যাট উইল এক্সপ্লেইন ইট…হাহ হা”।

এরপরই ২৫ ফেব্রুয়ারিতে ভয়ঙ্কর সব সম্ভাবনায় উদ্ধিগ্ন শুভাকাঙ্ক্ষীরা লিখেছে:
“ভাইয়া, উই আর প্রেইং ফর ইউ”।
“প্লিজ মাজহার স্পিক আউট। উই আর টেনসড ডিয়ার”!

২৬ ফেব্রুয়ারিতে দারুণ এক সম্ভাবনা বুকে জাগিয়ে উচ্ছাসভরে সৈয়দ মুফরাদ লিখেছেন,
“মাজহার ভাই, হবে নাকি? কি বলেন হয়ে যাক!! কাম ব্যাক কুইকলি এন্ড রাইট অন মাই ওয়াল”।

ঠিক তার পরপরই বাঁধভাঙ্গা স্রোতের মতোন অসংখ্য ওয়াল পোস্টই বলে “সব আশা শেষ”:

১. স্যালুট ফ্রেন্ড…লাস্ট স্যালুট ফর ইউ….অলমাইটি আল্লাহ ব্লেস ইউ।
২. রেস্ট ইন পিস ডিয়ার ফ্রেন্ড। প্রেইং ফর ইওর ইটারনাল ব্লিস। দেখা হবে একদিন….।
৩. ভালো থেক বন্ধু…তোমার শেষ অনুরোধটা রাখার সময়ই তো দিলা না…গেট টুগেদার করব? তোমাকে ছাড়া?? নট পসিবল…বাট ডোন্ট ওরি…ওয়ান ডে, উই উইল গেট টুগেদার ইন এ্যানাদার ওয়ার্ল্ড।
৪. স্যার, রিয়েলি উইল ইউ বি ব্যাক।
৫. মিস ইউ লট দুলাভাই…রেস্ট ইন পিস….ইউ অল লাভ ইউ….।
৬. দেখা হবে বন্ধু
কারণে আর অকারণে
হয়তো অন্য কোন ভূবনে।

৭. দুলাভাইইইইই!!! ইউ অল মিস ইউ সো মাচ… রিমেমবার দ্যা লাস্বট টাইম উই মেট?? ইউ ওয়্যার সাপোজ টু ভিজিট আওয়ার হাউস…এ্যান্ড আই ওয়াজ গোয়িং টু মেক ইউ সাম কোল্ড কফি…. এ্যান্ড উই হ্যাড সো মেনি প্ল্যানস!! আই নো দো ইউ আর গন..ইউ আর অফ টু এ বেটার প্লেস…. এ্যান্ড উই অল লাভ….স্পেশিয়ালি আপু!!!! রেস্ট ইন পিস।

৮. ভালো থাকিস দোস্ত…যেখানে চলে গেলি…সেখানে।
৯. দোস্ত ভালো থাকিস!! খুব কষ্ট পাচ্ছি, ৪৩ লং কোর্স সারা জীবন মনে রাখবে তোকে। উই অল লাভ ইউ।
১০. দোস্ত…তোর ওই ডান সাইডটাই দেখতে পেলাম না। দোস্ত…মাফ করে দিস। আমি অনেক ছোট অফিসার। তোর জন্য…ভাবীর জন্য…কিছুই করতে পারলাম না।
১১. ভাইয়া: ইউ আর প্রেইং ফর ইওর ইটারনাল পিস। ইউ উইল অলওয়েজ রিমেমবারড অ্যামাং আস – দ্যা এক্স-ক্যাডেটস অফ সিসিসি।
১২. ক্যানট বিলিভ হোয়াট হ্যাপেনড টু ইউ! উই ওয়্যার প্ল্যানিং টু ভিজিট ইউ এ্যান্ড ইওর ওয়াইফ দিস ডিসেম্বর। কি হইল এইটা? ইউ আর সাচ এ নাইস পার্সন। হোপ ইউ আর ইন পিস।
১৩. আই এ্যাম প্রাউড অফ ইউ…ইউ হ্যাভ গিভেন লাইফ টু সেভ ইওর কমান্ডার…আল্লাহ উইল সেভ ইউ ইন আফটার লাইফ।
১৪. দোস্ত, তুই আমাদের মাফ করে দিস। তোকে ফোন করলে আর কখনো নো বডি উইল সে, “কিরে মাস্তান তোর মাস্তানি আর কমলো না”। যদি রিয়েলি মাস্তান হতাম তাহলেই ভালো হতো।
১৫. উই উইল মিস ইউ স্যার…..উই স্যালুট ইউ……ক্যানট স্টপ আওয়ার টিয়ারস।
১৬. মিস ইউ ভাইয়া!! মিস ইউ ভেরি মাচ!! উই অল লাভ ইউ…রেস্ট ইন পিস।
১৭. মাজহার, উই অল লাভ ইউ ভেরি মাচ। আই উইল অলওয়েজ রিমেমবার দ্যাট জার্নি বাই ট্রাক টুগেদার ফ্রম ঢাকা টু কুমিল্লা। স্টিল ইউ আর উইথ আস। উইল রিমেইন ফরএভার।
১৮. রেস্ট ইন পিস মাই ফ্রেন্ড।
১৯. দেখা হবে আবার অজানায়…মাজহার ভাই টিল দেন রেস্ট ইন পিস। মিস ইউ ম্যান!!

২০. রিমেমবার লাস্ট স্যাটারডে? উই ওয়্যার টকিং ফর সো মেনি আওয়ারস। ইউ আসকড মি হোয়েদার আই উইল মেক ইউ মাই ব্রাদার, কজ ইউ ওয়ান্টেড টু মেক মি ইওর সিস্টার…এ্যান্ড আই সেইড জোকিংলি “লেট মি থিংক”। ইউ টোল্ড মি টু গিভ মাই ডিসিশন অন ফ্রাইডে…টুডে…। আই উইল মেক ইউ মাই ব্রাদার বাট ইউ লেফট ইওর সিস্টার এ্যালোন। আই মিস ইউ…আই মিস ইউ ভাইয়া।

২১. দুলাভাই, আই কুড নেভার সে দিস টু ইউ হোয়েন ইউ ওয়্যার এ্যালাইভ। বাট ইউ ওয়্যার পারফেক্ট ইন এভরি ওয়ে…..এ্যাজ আওয়ার দুলাভাই, এ্যাজ এ হাজব্যান্ড, এ্যাজ এ সান-ইন-ল, ইন এভরি রিলেশনশিপ। দেয়ার ক্যান বি নো ওয়ান লাইক ইউ, ইউ ওয়্যার সো গুড, সো কেয়ারিং, সো আন্ডারস্ট্যান্ডিং এন্ড সো ইউ ডাইড ফর ইওর কান্ট্রি এ্যান্ড ইউ নাউ উইল লিভ ইন এ থাউজ্যান্ড টাইমস বেটার প্লেস দ্যান দিস ওয়ার্ল্ড। রেস্ট ইন পিস এ্যান্ড উই উইল বি মিসিং ইউ ফর এভার।

২২. কি যে বলব…খুবই খারাপ লাগতেছে। রেস্ট ইন পিস।
২৩. শেষ কথা হলো ১০:৪৩ এ – বললাম, “হেল্প ইজ অন ওয়ে”। আপনি বললেন, “ফ্যামিলি কোয়ার্টার আর দরবার হল এ আস, সিচুয়েশন খুব খারাপ”। আমি বললাম, “জাস্ট ওয়েট, উই হ্যাভ মুভড”। কথা রাখতে পারলাম না ভাই… ক্ষমা করবেন… মাই টিয়ারস এন্ড প্রেয়ারস ফর ইউ।

২৪. আই এ্যাম প্রাউড অফ হ্যাভিং এ্যান এল্ডার ব্রাদার লাইক ইউ।
২৫. আই ক্যানট স্টপ মাই টিয়ারস দুলাভাই…আই এ্যাম প্রাউড অফ ইউ…আই রিয়েলি মিস ইউ।
২৬. আই লাভ ইউ ফ্রেন্ড। ক্যানট স্টপ মাই টিয়ারস। ভালো থাকিস বন্ধু।

২৭. হাই দুলাভাই! আই এ্যাম শিওর ইউ হ্যাভ রিচড এ বিউটিফুল প্লেস বাই নাউ। আই ট্রাইড নট টু ক্রাই এনি মোর কজ আই জাস্ট নো ইউ আর ইন দ্যা বেস্ট অফ হেভেনস রাইট নাউ এ্যান্ড আই হোপ টু সি ইউ দেয়ার ওয়ান ডে ইন দ্যা আফটার লাইফ ইফ আই এ্যাম লাকি। মি, এ্যাজ ইওর সো কলড শালাবাবু উইল বি ফর এভার গ্রেটফুল ফর দ্যা গ্রেট টাইমস ইউ হ্যাভ গিভেন মি এ্যান্ড মাই সিস্টার। ইউ ডাইড এ গ্লোরিয়াস ডেথ ফর দ্যা কান্ট্রি… আপনি একজন শহীদ। সো উইথ অল মাই গ্রাটিচ্যুড আই স্যালুট ইউ নট অনলি অ্যাজ মাই দুলাভাই বাট এ্যাজ এ ফ্রেন্ড, এ্যাজ ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট পার্সন আই হ্যাভ নোন এ্যান্ড এ মারটিয়ার। বাই দুলাভাই – সি ইউ ইন দ্যা আফটার লাইফ।

২৮. আই লাভ ইউ সো মাচ….।
২৯. ভাইয়া, এ্যাজ এ জুনিয়র এক্স-ক্যাডেট অফ কুমিল্লা ক্যাডেট কলেজ আই এ্যাম প্রেইং ফর ইওর ইটারনাল পিস। ইটস হার্ড টু বিলিভ বাট ইওর আনফরচুনেট পাসিং ইজ এ ভেরি আনপ্লিজ্যান্ট এ্যান্ড ইল ফেটেড ওয়ান।
৩০. ইউ উইল বি অলওয়েজ উইথ আস। ভালো থাকিস, যেখানেই থাকিস।

[মাজহারের ফেসবুক এ্যাকাউন্টে ক্লিক করে নিজেকে আর ধরে রাখতে পারলাম না – হু হু করে ওঠা বুকের সাথে দুচোখ সমানে তাল মিলালো। শুভাকাঙ্খীদের কথাগুলো তুলে দিলাম। নামটা পেয়েছি মাজহারকে স্মরণ করে নাফিজের (ককক, ৯২-৯৮) আপডেটকৃত প্রোফাইল স্ট্যাটাস থেকে। সম্ভবত “ডেড পোয়েটস সোসাইটি” মুভির ডায়লগ। কারো অবজেকশন থাকলে জানাবেন – মুছে দিব।]

৪,০৮৬ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ও ক্যাপ্টেন…..মাই ক্যাপ্টেন”

  1. তৌফিক (৯৬-০২)

    "যখন রাজশক্তি আমাদের পদাঘাত করলো,
    তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভ্রাত্রে সম্মিলিত হলাম।"

    - আবু জাফর ওবায়দুল্লাহ, আমি কিংবদন্তীর কথা বলছি

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    শেষ নিঃশ্বাস, শেষ পলকের আগে,
    ফেলে আসা জীবন নাকি দেখা দিয়ে যায়
    চোখের পাতায়।
    যার সারা জীবন গেল অযাপিত জীবনের ঘোরে,
    শেষ পলক কি তার হাহাকারে হারায়?

    - আমার মরে যাওয়া বন্ধুটার জন্য লিখেছিলাম, মাজহার ভাইসহ সকল তরুণ অফিসারদের জন্য আজ আমার শোকের মাতম এই লাইনগুলো।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    আই এ্যাম প্রাউড অফ ইউ…ইউ হ্যাভ গিভেন লাইফ টু সেভ ইওর কমান্ডার…আল্লাহ উইল সেভ ইউ ইন আফটার লাইফ।

    ভালো থাকিস বন্ধু, আল্লাহ্‌ নিশ্চয়ই তোকে ভালো রাখবেন তার নিজের কাছে


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. সাইফ (৯৪-০০)

    মাজহার ভাই, ওয়ারি ক্যাম্পে রাজশাহির খালিদ ভাই এর মোবাইলে আপনার কল আস লে আর কোন দিন হয়ত শুনতে পাবো না,কি রে ঘোড়া,সাইফ বল্ল তুই নাকি ঘোড়া,
    কিন্তু কুমিল্লা স্টেডীয়াম এ বাইরের অন্যান্য কলেজের সাথে কম্পীট করতে যেয়ে আপনি যে পায়ে ব্যথা পেয়ে খুড়িয়ে খূড়ীয়ে হাটতেন......আমরা সেবার এতগুলা সিভিল কলেজের সাথে কম্পিট করে চ্যাম্পিওয়ন হয়েছিলাম.........দারুন জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল

    আপনাকে দিয়েই ত জাতির ক্রান্তি কালে অর্ঘ্য যেমন দেয়া যায়
    তেমনি গার্ড অব অনার ও দেয়া যায়
    আপনিই ত সত্যিকারের সংশপ্তক
    ভালো থাকবেন ভাই,আমরাও আসব খুব শিজ্ঞির আপনাকে সংগ দিতে
    তাও যদি কপালে না জুটে প্রহরা দিতে :salute: :salute:

    জবাব দিন
  5. কনক রায়হান (৯৮-০৪)

    আর কান্না আটকাতে পারছি না.....
    মাজহার ভাই,আপনাকে দেখিনি কখনো...এর আগে নামও শুনিনি...তাও এত কষ্ট পাচ্ছি...
    আপনার প্রতি রইলো ভালোবাসা আর শ্রদ্ধা

    জবাব দিন
  6. আলম (৯৭--০৩)
    ইউ ওয়ান্টেড টু মেক মি ইওর সিস্টার…এ্যান্ড আই সেইড জোকিংলি “লেট মি থিংক”। ইউ টোল্ড মি টু গিভ মাই ডিসিশন অন ফ্রাইডে…টুডে…।
    মি, এ্যাজ ইওর সো কলড শালাবাবু উইল বি ফর এভার গ্রেটফুল ফর দ্যা গ্রেট টাইমস ইউ হ্যাভ গিভেন মি এ্যান্ড মাই সিস্টার।
    তোমার শেষ অনুরোধটা রাখার সময়ই তো দিলা না…গেট টুগেদার করব? তোমাকে ছাড়া?? নট পসিবল…বাট ডোন্ট ওরি…ওয়ান ডে, উই উইল গেট টুগেদার ইন এ্যানাদার ওয়ার্ল্ড।

    :salute:

    জবাব দিন
  7. eto ghrinno, eto poichashik ghotona .....bhashay prokash korar moto na ...ami apnader chini na ...kintu 25 tarikh theke apnara amader attar attio hoye gechhen.TV channel/Internet paper/youtube e shudhu khujte thaki ...ki oboshta , ke beche achhe, kemon achhe , BDR kototuku khoti korlo ....
    shob pray ekhon jani ...tobu o keno mene nite parchhi na ...apnader ek ek joner shomporke jokhon shuni ba oidiner ghotona shomporke ...keno buk ta dumre muchre jachhe ...you all will be in our prayer forever, you all are the bravest sons of our nation....we will never forget u .May Allah grant all of you in jannah!Ameen!

    জবাব দিন
  8. শরিফ সাগর (৯৭-০৩)

    আরেকবার কাঁদলাম। আর কত!!!!
    আল্লাহ ওনাদের জান্নাত নসিব করুক।

    ভাইয়া, পোস্টটার লিঙ্ক না বলেই ফেসবুকে দিয়ে দিলাম। সমস্যা থাকলে বলবেন, সরায়ে নিব।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।