যে-সে

Song: যে-সে
Band: The Q
Lyrics: Bappy khan
Tune: Reshad Mahmood
Release/Album: 1994/ জন্ম
Label: Mars/বেতার জগত

যে হৃদয় ভেঙ্গে গেছে ,
তাকে কেন হাসতে বলো?
যে ছবি গিয়েছে মুছে ,
তাকে কেন আঁকতে বলো ?
যে স্বপন অলীক স্বপন,
তাকে কেন মিছে তুমি খুঁজতে থাকো?
যে আছে তোমার কাছে,
তারে প্রণাম করো।
যে মন্দ তোমার মাঝে,
বেমালুম সব পাল্টে ফেলো।
যে বিলাপ থেমেছে কেবল,
তারে কেন আবার ডাকো।
যে আশা নিরাশা হলো,
সে কেন তবে অন্য মানুষ?
যে জীবন যাপন করি,
আসলে তা রঙিন ফানুশ্!

যে হৃদয় ভেঙ্গে গেছে ,
তাকে কেন হাসতে বলো?
যে ছবি গিয়েছে মুছে ,
তাকে কেন আঁকতে বলো?
যে স্বপন অলীক স্বপন,
তাকে কেন মিছে তুমি খুঁজতে থাকো?
যে আছে তোমার কাছে,
তারে প্রণাম করো।

যে নদী শুকিয়ে গেছে ,
তাকে কেন সাগর ডাকো?
যে আঁধার আঁধারই কেবল ,
সেথা আলো বৃথাই খোঁজো
থেমে গেছে যেথায় জীবন ,
সেখান থেকেই শুরু করো
যে মরণ শুধু ভয়ের ,
ছুঁয়ে যাবে সবার জীবন,
যে জীবন যাপন করি ,
আসলে তা রঙিন ফানুশ্ !!!!
যে আছে তোমার কাছে,
তারে প্রণাম করো।

©️lyrics_bappy khan
©️tune_reshad mahmood

৭৪ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।