প্রতিশোধের অনল জ্বালায়

প্রতিশোধের অনল জ্বালায়
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

প্রতিশোধের অনল জ্বালায়
তপ্ত যখন তোমার হিয়া,
কান্ডজ্ঞান হারানো কি
খুব অন্যায় দরদিয়া??

প্রথম ব্যাথার কেন্দ্র মাঝে
কষ্ট যখন ঘূর্নি পালা,
ভালবাসার বিপরীতে
আসতে পারে একটু ঘৃনা।।

মিথ্যে ভরা প্রতিজ্ঞাতে
তুমি ছিলে এক প্রথমা,
ছদ্মবেশীর আচ্ছাদনে
জনম ভরা পশমী ব্যাথা।

বাপ্পী খান

৫,৮৭০ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।