তুমি বিহনে,,,,,,,,,,,,,,,,,
লিখতে গিয়ে হোঁচট খেলে
বুঝবো আমি কি?
তোমায় ছাড়া ছন্নছাড়া
আমি যে হয়েছি।
তোমায় পেলে মগজটাতে
প্রেমের সুবাস বহে,
তুমিহীনা অলস কলম
বন্ধ্যাত্ব সহে।
তোমার প্রলেপ পরলে বুকে
জোয়ার বয়ে যায়,
তুমি ছাড়া মরুভূমি
অববাহিকায়।
তুমি যখন আমায় খোঁজো
প্রফুল্ল হয় মন,
ফুলে ফুলে ফুলময় হয়
প্রেমের বৃন্দাবন।
আমি যদি ছন্দ খুঁজি
তোমার ছদ্মবেশে,
কিইবা এমন ক্ষতি বলো
সকাল বিকাল সাঝে।
গোধূলীতে হিয়ার দেশে
তোমার লাজুক চোখ,
নির্ঘুম রাত একলা থাকার
করছে আমায় পরখ।
তোমার কথা শুনবো ভেবে
প্রতীক্ষাতে রই,
তুমিহীনা তোমায় আমি
খুঁজবো বলো কই?
বাপ্পী খান
২৬/০১/২০১৮
"তুমিহীনা অলস কলম
বন্ধ্যাত্ব সহে" - চমৎকার! :clap:
কবিতার শেষ চারটে চরণও ভাল লেগেছে।