আজ-কাল-পরশু
আজ বাতাসে মেঘের সুবাস নেই,
আজ ভাবনায় তোমার কথা নেই।
আজ মননে প্রেম ভালবাসা নেই,
আজ নিলয়ে জীবনের ব্যাথা নেই।
কাল সারাদিন আমি থাকবো দূরে,
কাল বিকেলেই তুমি যেয়োনাতো দূরে।
কাল পরিহাসে ভালবাসা গেছে দূরে,
কাল প্রেমহীনা কপোতীরা আছে দূরে।
পরশু রাতে অর্থহীনা স্বপ্ন দেখেছিলাম,
পরশু ভোরে খুব সকালে হাটতে গিয়েছিলাম।
পরশু দুপুরে খাবারের উপর রাগ কেন করেছিলাম,
পরশু গোধূলী দেখবো বলে বিকেল হারিয়ছিলাম।।
বাপ্পী খান
সুন্দর হয়েছে কবিতা।
গোধূলী দেখবো বলে বিকেল হারিয়ছিলাম -- :clap:
Thanks
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan