এক পেয়ালা ঘুম

এক পেয়ালা ঘুম

সমূখটা জুড়ে আছে
জাতীয় ফলের পাতা
বামদিকে সবজী বাগান
ঝিড়িঝিড়ি বৃষ্টি
সুনসান ভোর
দু:খিনী মোর নিদ্রা
অনিদ্রার যুদ্ধে মগ্ন
আমার প্রয়োজন
এক পেয়ালা ঘুম।
এক পেয়ালা ঘুম।

বাপ্পী খান

৫,৮৪২ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।