যদি এবং নদী
ভালবাসায় জয় পরাজয়
প্রশ্ন ওঠে যদি,
প্রেম ভেসে যায় ঢেউয়ের সাথে
ঝর্না থেকে নদী।।
সবার জীবন প্রশ্নে ভরা
আদি আর অনাদি,
আমার জীবন ভরা শুধু
যদি এবং নদী।।………
অভিমানের দেয়ালটাতে
ছত্রাক জমে যদি,
গান মরে যায় সুরের আগে
কষ্ট নিরবধি।।
সবার জীবন প্রশ্নে ভরা
আদি আর অনাদি,
আমার জীবন ভরা শুধু
যদি এবং নদী।।………
অপরাধের প্রেক্ষাপটে
লজ্জা নামে যদি,
জীবন হাওয়া উল্টা বহে
হারিয়ে যায় হৃদি।।
সবার জীবন প্রশ্নে ভরা
আদি আর অনাদি,
আমার জীবন ভরা শুধু
যদি এবং নদী।।………
বাপ্পী খান
বাহ্! দারুন তো!!!
:clap: :clap: :clap:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:clap:
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan