আমি একবার আমিন (১৯৯৬-২০০০) এর একটা মন্তব্যের বিরোধিতা করেছিলাম যে “জীবনের সবচেয়ে বড় অর্থ তার নিরর্থকতায়”। সে জানতে চাইল কেন? সেটাই বলছি এখন। –
একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে যে, এই অনুমানটা একটা স্ববিরোধী ভিত্তির উপর দাঁড়িয়ে। এখানে জীবনকে যে দুটো বিশেষণে সংজ্ঞায়িত করা হয়েছে- অর্থ এবং নিরর্থ- এরা পরস্পরের বিপরিত। একটার অনুপস্থিতি আরেকটার উপস্থিতির পূর্বশর্ত। অর্থ না থাকলেই কেবল নিরর্থ সম্ভব,
বিস্তারিত»






