(সাবধান বাণীঃ সিরিয়াস পোষ্টের ভীড়ে ইহা শুধুই একটি চানাচুর গল্প)
সময় , হায় সময় । দেখতে দেখতে কত দিন চলে গেল । এই মাত্র সেইদিন মনে হয় মেয়েটা জন্ম নিল আর এখন বিয়ের বয়স হয়ে গেল । কিন্তু কি আর করা যাবে আজ হোক কাল হোক মেয়ে কে তো একদিন বিয়ে দিতেই হবে । ঐদিন সরাফত বলল – চাচা আজিজ কন্ট্রাক্টর তো আপনার মেয়ের বিয়ে কথা বলতে চায় । আমি বলি ঠিক আছে । সরাফত বলে – তাইলে উনি আপনাকে উনার দোকানে সোমবার বিকেলে চায়ের দাওয়াত দিছে । আমি আবার বলি ঠিক আছে ।
আমি প্রস্তাবটা রাতে বইসা বইসা ভাবি, খারাপ না । আজিজ কন্ট্রাক্টর এই শহরের এক নাম্বার পয়সাওয়ালা লোক ছেলেটাও তার একমাত্র । ভাল ছেলে, না চিনার কিছু নাই । জিলা স্কুল থেকে অনেক বছর পর এই ছেলে স্ট্যান্ড করছিল । এই ছোট শহরে সবাই প্রায় প্রায় সবার মুখ চিনে তার উপর এই ছেলেরে না চিনার কোন কারণ নাই ।
আর তারপরে ছেলের মা কেও আমি আগে থেকে চিনি ।বড় ভাল মানুষ ছিল শাফিয়া আপা , আমাদের পাড়াতেই থাকত । বেচারা বাচ্চা হবার পর বেশিদিন বাচল না , আফসোস । ছেলে তার মায়ের চরিত্র পাইছে । বিদেশে পড়াশুনা করতাছে , এত ভাল ব্যবহার এমন ছেলে কে পাত্র হিসেবে না মানার কোন কারণ নাই । কিন্তু সমস্যা একটা আছে ।
সমস্যা হইল আজিজ কন্ট্রাক্টর নিজে । তারে নিয়ে শহরে অনেকে অকথা কুকথা বলে তবে সত্য মিথ্যা জানি না । আর লোকটা শাফিয়া আপা মারা যাবার পর আরো দুই বিয়া করছিল কিন্তু এখন কোন বউ আর বেঁচে নাই । এইসব মনে করে ভাবি থাক দরকার নাই আমার মেয়ের এত পয়সাওয়ালা ঘরে বিয়ে হবার, কিন্তু………
কিন্তু আবার ভাবি আজিজ কন্ট্রাক্টর পাওয়ারফুল লোক তার ছেলের সাথে মেয়ের বিয়েটা হলে শহরে আমার ইজ্জতটা বাড়বে । এদিকে আমার ব্যবসা টা প্রায় দাড়াচ্ছে এই সময় এমন লোকের সাথে আত্মীয়তা হইলে এটা খুবি ভাল হবে । সব কিছু চিন্তা করে ভাবলাম যাই দেখি আজিজ কণ্ট্রাক্টর সোমবার কি বলে ।
সোমবার দোকানে যাইতে না যাইতে আজিজ কন্ট্রাক্টর বলে আরে আসেন আসেন । বসেন, সামনের চেয়ারটায় বসেন। আমি মনে মনে ভাবলাম – মজাই তো , এতদিন ছিল তুমি তুমি আজকে হঠাত আপনি । লোকে যাই বলুক এই লোক নতুন আত্মীয়দের সম্মান দিতে জানে । আমি বলি আপনে জানি কি বলবেন? আজিজ কন্ট্রাক্টর বলে দাড়ান চা খাইতে খাইতে বলি ।
চা খাইতে খাইতে আজিজ কন্ট্রাক্টর বলে আপনি তো আমার সম্পরকে সবই জানেন । মেয়ে দুইটার বিয়ে হয়ে গেছে ছেলেটাও বিদেশে থাকে বাড়িটা পুরা খালি খালি লাগে । রাতের বেলা কথা বলার একটা লোক নাই । আমি বলি জ্বী ঠিক বলছেন , এই বয়সে আত্মীয় স্বজন কেও কাছে থাকা ভাল । উনি এইবার একটু লাজুক হাসি দিয়ে বলেন – ঠিক এই কারণে আমি আপনার মেয়ে কে বিয়ে করতে চাচ্ছি ।
1st.
2nd
দিনকাল খারাপ 🙁 সবাই না পইড়াই প্রথম হইতে চায়।
মানুষ তার স্বপ্নের সমান বড়
:)) :))
তোমার আগের গল্পগুলির তুলনায় একটু দুর্বল লাগলো আমার কাছে 😀
কামরুল ভাই এইটা বহু পুরাতন একটা লেখা 😀 বাচ্চা বয়সের লেখা 🙁 সিরিয়াস পোষ্টের ভীড় দেখে ভাবলাম একটা চানাচুর গল্প দেই আবার কিছু লিখতে ইচ্ছে করছিল না তাই খুজে একটা পুরান গল্প দিয়ে দিলাম। খারাপ গল্প পড়তে দেওয়ার জন্য লাগাইতেছি :frontroll: :frontroll:
মানুষ তার স্বপ্নের সমান বড়
হুমমম, রেটিং ফল করছে।
লাগে রহো রাশেদ ভাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই বুঝতে পারছি আপনার কথা। কি আর করা আজকে সারাদিন মনে হয় :frontroll: এর উপর দিয়ে যাবে।
মানুষ তার স্বপ্নের সমান বড়
আরে না, এত ডিগবাজির দরকার নাই। লেখার তো উপ্র নীচ হবেই। তবে তোমার একটা লেভেল তৈরী হয়েছে তো, লেভেল পড়ে গেলে ক্যামন ক্যামন লাগে।
উঠ উঠ, চা খাও, বিল পাঠায় দিও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই
আমিও একটা চা , আর একটা ব্যানসন খাইলাম। রাশেদের সাথে বিলটা পাঠাইয়া দিছি 😀
আমিও বেনসন খাব 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধূমপান মানে বিষপান... :(( :((
আমি খালি চা বিক্রি করি 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রাশু,তুই বিড়ি খাবি???????????????????????????????????????????? =)) =)) =)) =))
পোলাপাইন তো ফিট খাইব শুনলে.........
খান সাহেব 😉 তাইলে আমি ফিট খাব :((
মানুষ তার স্বপ্নের সমান বড়
ব্লগে আমার ভাল একটা ইমেজ তৈরি করার জন্য তোর চা-কফি ফ্রি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ, আমার রেটিং দুই ধরনের- ভাল এবং খুব ভাল...খারাপ লাগলে রেটিং করার প্রয়োজন বোধ করি না... B-)
তোর লেখা ভাল লাগছে... :thumbup:
একটা ব্যাপার, দুই নম্বর প্যারায় পয়সাওয়ালা লোক ছেলেটাও তার একমাত্র এই লাইনটা আর একটু গুছিয়ে বললে মনে হয় ভাল হত...শেষে দুই মেয়ের কথাও বলেছিস তো- তাই বললাম আর কি...(ব্যক্তিগত মতামত 😛 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাই, আমি আসলে বুঝাইতে চাইছি ছেলেটা তার একমাত্র ছেলে একমাত্র সন্তান এইটা বুঝাতে চাই নাই 😕
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ লেখা ভালো হয়েছে। তবে তোমার কাছে আমাদের প্রত্যাশা একটু বেশি।
মাইন্ড কইর না আবার।
শুভ লেখালেখি। 🙂
চানাচুররররররররররররররররররররর
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লেখার প্লটটা সুন্দর ... চানাচুর হিসেবে খুবই ভাল লেখা।
আমার ভাল লাগছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রাশেদ আজকা ধরা খাইছে!! বাংলা সিনেমার মতো গল্পডা শেষ করার আগেই সব ফকফকা! নাহ্ অজুহাত দিয়া লাভ নাই। প্যারেড গ্রাউন্ড ১০ চক্কর মটর সাইকেল। স্টার্ট............ x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দাড়ান দিতাছি 😕 কিন্তু তার আগে বলেন আপনার কথাবন্ধু হওয়ার কতদূর কি হইল 😉 শুনলাম কথাবন্ধু হইলে নাকি মেয়েদের মেইলে ইনবক্স জ্যাম হয়ে যায় 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ ভাই, ভালো ছিল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্লল্ল
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেশি ছিলছে, না কম ছিলছে :-/ :-B
আহ! কি শান্তি! খুব সিরিয়াস পোষ্টের পর তোমার এই চানাচুরে এক্কেরে ফ্রেস লাগতাছে। তয় কড়া-পাতির একটা চা হইলে আরো জমতো 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দাড়ান আনতেছি B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই না হলো ছোডো ভাই :thumbup: :thumbup: :thumbup:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ.. 😀
দিলা এক্কেরে... এই লেভেল না আসা পর্যন্ত মজা পাইতেসিলাম না।
হুমম, চানাচুর খাইতে খুব একটা খারাপ লাগে নাই। এইবার একটু ঝালমুড়ি খাওয়াও তো দেখি ;;;
আমি আবার ঝালমুড়ি খাইতে খুব ভালা পাই 😀
আমিও 😀 😀
চানাচুর টা ভাল ছিল । নতুন লেখা দাও । তোমার লেখা পড়ে মজা লাগে । :clap:
রাশেদ লেখা ভালো ছিল, অবকাশও ছিল। 😀
দাঁতভাঙ্গা সব হাড্ডির মইধ্যে চানাচুরটা খায়া খুব আরাম পাইলাম :clap:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"