অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বাংলা অনলাইন কমিউনিটি শুরু করেছে। ভিসিট করুন এখানে। একজন আন্তর্জাতিক সদস্য হিসেবে যোগ দিতে চাইলে যান এখানে এবং মানবাধিকার সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরুন।
আপনিই তো পারেন বদলে দিতে…(কপিরাইট জুনা ভাই, সরি, বেগম জুনাকেয়া আপা :-B )
অমর একুশে বইমেলার ২৯১ নম্বর স্টলেও ১৫ থেকে ২১ ফেব্রুয়ারী সদস্য হওয়া যাবে। (এখানে সদস্য হলে স্বাগত পুরস্কার পাওয়া যাবে :awesome: ) (খুব জোশ স্বাগত পুরস্কার :awesome: :awesome: )
বিশেষ ধন্যবাদঃ ক্যাডেট দিলশাদ 😀

৩,৮২৩ বার দেখা হয়েছে

৫০ টি মন্তব্য : “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    অ্যামনেস্টি'র সাথে আমি নাই। ওরা আমাদের আর্মি+র‌্যাবের বীর ভাইদের বিরুদ্ধে কথা কয় যারা কিনা দিনেরাইতে- কি চট্রগ্রামের পাহাড়ে কি সমতলে- শত্রু খতম করে জাতীয় নিরাপত্তা বিধান করছে ;;; :khekz:

    অ্যামনেস্টি'র ব্যান চাই 😉 😉 😉


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    আচ্ছা ইসরাইল যখন গাজায় আক্রমন করল তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বক্তব্যগুলো আমি মনে হয় মিস করেছি,কোথাও চোখে পড়েনি আর কি...কেউ যদি কোন লিংক দিত তাহলে উপকার হতো


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. সহল (৯৪-০০)

    সামিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সদস্য হিসাবে আমার একটা ACCOUNT আছে। তোমার পাঠানো লিংক এ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলা অনলাইন কমিউনিটি WEB PAGE এ নতুন সদস্য হিসাবে নিবন্দন করতে গিয়ে ACCESS DENIED দেখাচ্ছে। আন্তর্জাতিক সদস্য হিসাবে বাংলাদেশ বিষয়ক কোন কিছু SEARCH করতে গেলে নিচের লাইন টি দেখতে পাচ্ছি...
    “There is no Amnesty International presence in this country”
    So can you help in this aspect??
    Let me know that
    Thank you

    জবাব দিন
    • সামিয়া (৯৯-০৫)

      এদের সাইট বলতেছে
      ১।

      এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল সবর্জনীন মানবাধিকার ঘোষনায় বর্ণিত সকল মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রসারের ‍উদ্দেশ্যে স্বাধীনভাবে ও নিরপেক্ষ কাজ করে৷ ‍এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল বিশ্বাস করে যে মানবাধিকারগুলি পরস্পরের ‍উপর নির্ভরশীল ‍এবং অবিভাজ্য, সকল মানবাধিকার সকল মানুষের সবসময়ে ভোগ করা ‍উচিত ‍এবং কোন ‍একগুচ্ছ অধিকারের বদলে তা ভোগ করা যায়না৷ ‍আমরা শারীরিক ও মানসিক সংহতি, বিবেক ও ভাবপ্রকাশের স্বাধীনতা ‍আর বৈষম্যমুক্ত থাকার স্বাধীনতার অধিকারের প্রতি গভীর অনাচার অবসানের ‍জন্যে মনোযোগ দিয়ে থাকি৷

      এ্যামনেস্টি ‍ইন্টারন্যাশনাল সরকার, বেসরকারী সংস্থা ‍এবং সাধারণ মানুষের (রাষ্ট্রযন্ত্র-বহির্ভূত ব্যক্তিদের) সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করে৷ ‍আমরা সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠি, (যারা সরকারের বিরোধিতায় কিংবা অঞ্চলের নিয়ন্ত্রনে নিয়োজিত) তাদের অনাচারেরও বিরোধিতা করে থাকি যেমন, পণবন্দী নেওয়া, অত্যাচার করা ও বেআইনীভাবে হত্যা করা৷ ‍আমরা সশস্ত্র সংঘর্ষের সময়ে অসামরিক ‍এবং যুদ্ধে নিয়োজিত নয় ‍এমন ব্যক্তিদের প্রতি ‍উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনেরও বিরোধিতা করি৷

      ২।

      তাদের অর্থায়ন নির্ভর করে বিশ্বজুড়ে সদস্যদের অর্থদান ‍এবং তহবিল সংগ্রহের তৎপরতার ‍উপর৷
      জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ইন্টারেস্টিং...
    দেখাই যাচ্ছে যে, অ্যামনেস্টির পক্ষে-বিপক্ষে ভিন্ন ভিন্ন মতামত আছে...দেখি, সিসিবিতে অ্যামনেস্টি কে প্রোমোট করা স্যামঝাং এর কি মত?


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।