ঘুম সমাচার (আবার!)

তাইফুর ভাই যখন আমারে আবিষ্কারকের খেতাবটা দিয়াই ফালাইলেন তখন আরো কিছু প্রমাণ দেইঃ

জুনায়েদ কবীর ভাইদের ব্যাচমেট জাকির ভাই আমাদের দেখা এক বিখ্যাত ‘ঘুমার’ ছিলেন, যাকে দেখা যেত যে গ্রাউন্ড-এ সবাইইইই ফল ইন-এ দাড়ায় আছে (ইনক্লুডিং এডজুট্যান্ট), উনি টাওয়েল পেচায় টুথব্রাশ নিয়া বাথ্রুমের দিকে ছুটতেসেন। এডজুট্যান্ট ইউসুফ স্যার (ex-cadet PCC; এই জাগার খবর জানেন কিনা জানিনা) হাক-ডাক দিতেনঃ “জাকির, ডাবল আপ”… কিন্তু জাকির ভাই ডাবল হইতেন না, সিংগেল-ই থাকতেন। আমরা যখন পিটির রান শুরু করতাম তখন দেখতাম উনি কোনমতে আসতেসেন আর কি!

আমাদের ব্যাচ-রে বাদ দেই ক্যান! আমাদের আজাদ, যার মোটামুটি একটা আনওফিশিয়াল খেতাব-ই ছিল আমাদের কাছেঃ “ON PARADE ALL CORRECT”। মানে ও আসার অর্থ হল গ্রাউন্ডে সবাই উপস্থিত।

আমাদের মতিউর রাহমান স্যার ছিলেন, যার নিক ছিল ‘মতি নানা’, ইউসুফ ভাই (আমার মামা অবশ্য) -এর সময় ‘মতিমামা’ (মনে হয় তখন YOUNGER ছিলেন), তিনি CLASS XII-এ আমাকে আর আজাদকে স্পেশালী ‘ত্যাক্ত’ করার জন্য হাউস মাস্টার্স অফিস-এর পাশের রুমটায় নিয়ে রেখেছিলেন।

যাই হোক, HSC পরিক্ষার আগ দিয়া (তখনও আমাদের সব কিছু এক্সকিউজ করেনাই) সেই আজাদ রাত জেগে পড়ার অনেক আয়োজন করত, ব্লাঙ্কেট-ফাঙ্কেট ঝুলায় মুরগীর খোপ বানায় এলাহি কান্ড! আমার খুব-ই বিরক্ত লাগত; কিন্তু কিসু করার নাই, বিরস বদনে ঘুমাইতে যাইতাম। মিডনাইটে মাঝে মাঝে উঠা লাগলে তখন আজাদরে দেখতাম টেবিলের উপ্রে ঘুমাইতেসে, পুরা নাক ডাইকা!! আমি ডাকতামঃ “আজাদ, অই আজাদ, যা ঘুমাহ্‌!” ও তখন একটু ঘোত ঘোত করে উঠে আবার পড়া শুরু করত এবং মিনিট-ও যাইতোনা, ওর সেই ঘোতঘোতানি ঘরঘরানি-তে ট্রান্সফর্ম হইতো। এবং যথারীতি পরদিন সকালে তিনি-ই ‘অন প্যারেড অল কারেক্ট’ করতেন!!!

২,৪৬৬ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “ঘুম সমাচার (আবার!)”

  1. ইউসুফ (১৯৮৩-৮৯)
    ইউসুফ ভাই (আমার মামা অবশ্য)

    জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে নিজের মামাকে ভাই বলে সম্বোধন করার জন্য দেশ ও জাতির কাছে আমার বড় বোনের একমাত্র ছেলে আদনান ফাজিলের ভ্যান এর কারখানাসহ পুরা পরিবহন পুল দুদকে জমা চাই।

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    কথা হইল গিয়া এখন থিকা ইউসুফ ভাইরে ইউসুফ মামা ডাকুম না তুই আমাদের সবাইরে মামা ডাকবি ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • ইউসুফ (১৯৮৩-৮৯)

      আদনান, ফাজিল,
      মুরুব্বিদের সাথে কথা বলার সময়, হাতের গ্লাসটা নামায়া কথা ক!
      (তোর গ্লাসে কি রে?)

      ইউসুফ মামু … সালাম …

      ওয়ালাইকুম :salute:

      এর চেয়ে একজনকেই…

      হায় হায়, এটা কি হল! একটা কমেন্টের কারনে আমি সবার মামু হয়ে যাচ্ছি...

      ইয়ে মানে সানাউল্লাহ ভাই, শওকত ভাই আপনারাও কি আমাকে ইয়ে মানে ..
      প্রশ্নটা একেবারে নির্দোষ। ভুল হয়ে থাকলে আমি :frontroll: শুরু করলাম, আমার ভাগিনা কাউন্ট করবে।

      জবাব দিন
      • সানাউল্লাহ (৭৪ - ৮০)

        এইডা নিয়া আমি নিজেই বড়ই দুঃশ্চিন্তায় আছি অ্যাডজুটেন্ট। আমার ভাগিনা অবশ্য অহনও ব্লগে আসে নাই। কয়দিন আগে ওর ব্যাচের একটা সামিউর (১৯৯৭-২০০৩) আইসা জিগাইল

        এখানে সবাই আপনাকে ভাই ডাকে…।আমি আবার তুর্য এর ব্যাচ ও হাউস মেট । সম্বোধন নিয়া ডাউটে আসি।

        জবাবে আমি কইছি

        :khekz: :khekz: :khekz:

        ভাগিনা, আর যাই হোক এইখানে মামা ডাইক্কো না। ভাইই ভালো। আর হ্যা আমার সম্মানে ১০টা :frontroll: । কামরুল গুনতি চালাও।

        অহন তো ভাগিনারা আইতাছে। এরপর যখন পোলারা আইবো, বাপগুলার অবস্থা চিন্তা করো? ভাগ্যিস, পোলারে ক্যাডেট কলেজে দিই নাই!! :grr: :grr: :grr:


        "মানুষে বিশ্বাস হারানো পাপ"

        জবাব দিন
        • সানাউল্লাহ (৭৪ - ৮০)

          মন্তব্যটাতে কেউ পুরুষতান্ত্রিক মনোভাব খুঁজতে পারেন, সামিয়া, সেলিনাদের ভয়ে আছি।

          আমার মন্তব্যের শেষ দুই লাইন সংশোধন করতাছি :
          অহন তো ভাগিনারা আইতাছে। এরপর যখন পোলা-মাইয়ারা আইবো, বাপগুলার অবস্থা চিন্তা করো? ভাগ্যিস, পোলারে (আমার অবশ্য সবেধন এই একটাই) ক্যাডেট কলেজে দিই নাই!!


          "মানুষে বিশ্বাস হারানো পাপ"

          জবাব দিন
  3. আমি তো এই ব্লগের জাতীয় ভাইগ্না(জুনিয়র ব্যাচ বাদে)।আমার মামার সংখ্যা আরেকটা বাড়ল দেখি...ইউসুফ মামা,সালাম!(আমার তাইফুর মামা মাইন্ড খায় নাই তো আবার?উনার মামা স্ট্যাটাস ঝুঁকির মুখে...)

    জবাব দিন
  4. পরিবারে মামার সংখ্যা আরেকটা বাড়ছে আর কি 😀
    (অফ টপিক-সদ্য পিতা হওয়া এক শিক্ষককে জনৈক ক্যাডেট "স্যার,ছেলে হইছে না মেয়ে হইছে"এই কথার উত্তরে সেই শিক্ষক "পরিবারে ুুর সংখ্যা আরেকটা বাড়ছে " বলা নিয়া এই ব্লগে একটা জুক আছে সেইটা কিন্তু আলাদা,এর সাথে ওইটার কুনু মিল নাই)

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)

    এ ট্রিবিউট টু দ্যা মামু-ভাগিনা পেয়ার অফ সিসিবি :boss:


    অই আমি বাঘ শিকার যামু,
    বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু।
    মামু আমার বেজায় পেটুক,
    খালি কয় 'খামু' 'খামু'।


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  6. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

    নাজমুল বারী জামালি স্যার ( মির্জাপুর, ৩য় ব্যাচ) আমার স্যার, খালু আবার এক্স ক্যডেট ভাই। কোনটা কমু সানাউল্লাহ ভাই কন্দেহি?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।