একটু কনফিগার করে নিলে এখন মোবাইলে বাংলা সাইটগুলোও যে ঠিকঠাক দেখা যায় সে কথা ইতোমধ্যে পুরনো খবর। কিন্তু কোন বাংলা সাইটের জন্য মোবাইল ফোনের উপযোগী ভার্সন এখনো পর্যন্ত বের হয়নি।
একথা গতকাল পর্যন্তও সত্যি ছিল। এখন নেই। কারণ আজ থেকে সি.সি.বির মোবাইল ভার্সনও চালু করা হলো।
তো দেখা যাক কোন সাইটের মোবাইল ভার্সন বলতে আসলে কি বোঝায়….
মোবাইলে যারা ওয়েব ব্যবহার করে অভ্যস্থ তারা জানেন যে ফেসবুক, ইয়াহু, গুগল, এম এস এন সহ অনেক জনপ্রিয় ওয়েব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের জনপ্রিয় সার্ভিস সমূহের নিয়মিত ভার্সনের পাশাপাশি মোবাইল ফোন উপযোগী ভার্সনও অনেক আগেই থেকেই শুরু করেছেন। মুঠোফোন উপযোগী এইসব ভার্সন সমূহে ঠিক প্রয়োজনীয় বিষয়গুলোই সন্নিবেশিত করা হয় যেন মোবাইল ব্যবহার করে ঠিক প্রয়োজনীয় কাজগুলোই খুব সহজে করে ফেলা যায়। মোবাইল থেকে রেগুলার ভার্সন একসেস করেও একই কাজ করা যাবে কিন্তু তা হবে অনেক ঝামেলাপূর্ণ এবং বেশি ডাটা ট্রান্সফারের কারণে খরচও হয় অনেক অনেক বেশি। আর কোন সাইটের মোবাইল ভার্সনের উপযোগীতা ঠিক এখানেই।
যেসব মোবাইলে দেখা যাবে:
কমপ্লেক্স স্ক্রিপ্ট সমর্থিত ব্রাউজার (যেমন: অপেরা মিনি) ইন্সটল করা যায় এমন যে কোন মোবাইল থেকে সিসিবির এই মোবাইল ভার্সন দেখা যাবে।
মোবাইলে বাংলা সাইট দেখার জন্য:
১। মোবাইলে বাংলা দেখার জন্য আপনাকে কমপ্লেক্স স্ক্রিপ্ট সমর্থিত যে কোন ব্রাউজার ইন্সটল করে নিতে হবে। এক্ষেত্রে সবচে প্রচলিত এবং জনপ্রিয় মোবাইল ওয়েব ব্রাউজার হচ্ছে অপেরা মিনি।
অপেরা মিনি-তে বাংলা কনফিগার করবেন যেভাবে:
১। অপেরা মিনির ব্রাউজারে বাংলা কনফিগার করার জন্য এই পোস্টটি দেখুন।
২। অপেরা মিনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
সিসিবির মোবাইল ভার্সনে যা যা থাকছে:
১। যেহেতু মোবাইল ব্যবহার করে ব্লগ ভিজিটের ক্ষেত্রে পড়ার ব্যাপারটাই গুরুত্ব পায় সবচে বেশি তাই সিসিবির মোবাইল ভার্সনে সে ব্যাপারটিকেই গুরুত্ব দেয়া হয়েছে সবচে বেশি।
২। মোবাইল ব্রাউজারে www.cadetcollegeblog.com টাইপ করে এন্টার চাপলেই সরাসরি তা’ মোবাইল ভার্সনে রিডাইরেক্ট হয়ে যাবে। এর জন্য আলাদা কোন এড্রেস ব্যবহার করার দরকার নেই।
৩। হোমপেজে কেবল মাত্র সাম্প্রতিক পনেরটি পোস্টের লিংক প্রদর্শিত হবে।
৪। এর নিচে রয়েছে একটি সার্চ বক্স ।
৫। সার্চ বক্সের ঠিক নিচে রয়েছে পৃষ্ঠাসমূহের লিস্ট।
৬। ফুটারে রাখা হয়েছে লগইন/রেজিস্ট্রেশনের লিংক। পাশাপাশি আপনি যদি মোবাইল ভার্সনের পরিবর্তে নিয়মিত সাইটে প্রবেশ করতে চান তবে সে লিংকও ফুটারে সন্নিবেশিত করা হয়েছে। এতে ক্লিক করে আপনি সিসিবির নিয়মিত সাইটে প্রবেশ করতে পারবেন।
৭। একক ব্লগ পৃষ্ঠাতে শুধু নির্দিষ্ট ব্লগটি এবং সংশ্লিষ্ট ব্লগের কমেন্ট প্রদর্শিত হবে। পাশাপাশি ব্লগের উপরে পূর্ববর্তী এবং পরবর্তী ব্লগ পোস্টে যাবার নেভিগেশন লিংক রয়েছে।
৮। পৃষ্ঠা লোডিং এর ক্ষেত্রে ডাটা ট্রান্সফার সর্বনিম্ন রাখার অভিপ্রায়ে অধিকাংশ অপশনগুলো ইংরেজীতেই রেখে দেয়া হয়েছে।
.
.
.
সুবিধা:
১। সিসিবির নিয়মিত সাইট মোবাইল ব্রাউজারে লোড হতে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হতো মোবাইল ভার্সনে তা কমে গিয়ে এক তৃতীয়াংশে দাঁড়াবে। ফলশ্রুতিতে তা হবে আগের চেয়ে প্রায় আড়াইগুণ সাশ্রয়ী। লোড হতেও আগের চেয়ে সময় লাগবে অনেক অনেক কম।
২। শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত করার দরুন মোবাইল থেকে সিসিবিতে ব্লগিং অভিজ্ঞতা হবে পূর্বের চেয়ে নি:সন্দেহে সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক।
সীমাবদ্ধতা:
১। মোবাইল থেকে কমেন্ট করার ক্ষেত্রে “জবাব দিন” অপশনটি নিস্ক্রিয় থাকবে। কারণ নিয়মিত ভার্সনের ক্ষেত্রে “জবাব দিন” অপশনটি যে ডিভিশন(Division) ব্যবহার করে কাজ করে তা মোবাইল ভার্সনের থিম এ অনুপস্থিত। তবে সাধারণ মন্তব্য অপশন ব্যবহার করে মন্তব্য করা যাবে।
২। মোবাইল ব্রাউজারের সীমাবদ্ধতার জন্য বাংলা অনেক যুক্তক্ষর কিংবা শব্দ ঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে।
পুনশ্চ: সিসিবির এই মোবাইল ভার্সনে অনেক ক্ষেত্রেই অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। তবে আশা করা যাচ্ছে পর্যায়ক্রমে সেসবও ঠিক করে ফেলা হবে।
হ্যাপি ব্লগিং ।
সিসিবি দেখি একধাপ এগিয়ে গেলো সবার চেয়ে।
জয় সিসিবি। :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাহ... এতোদিনের সেটটা মনে হয় এবার বদলাতেই হবে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি একটু আগে কারেন্ট না থাকার কারনে ঢুকেই দেখলাম।
ভালোই হইছে।
জয় সিসিবি :clap: :clap:
চরম :clap: :clap:
জটিল জটিল :boss:
সিসিবি বাংলা সাইট গুলোর মধ্যে সবসময়ই একধাপ এগিয়ে থাকবে এই কামনাই করি।
সিসিবি ডেভেলপারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা :hatsoff:
এবং সেই সাথে একটি আবেদন, আমাকে একটি বাংলা উপযোগি সেট দিয়ে সহায়তা করলে রেগুলার সিসিবি মোবাইলেও পড়তাম আর কি ;)) :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস
একটা বিজ্ঞাপণ দিয়া দিলাম। দেখেন তো ঠিক আছে কিনা 😉
একজন মুমূর্ষু মুঠোফোন ব্যবহারকারিকে বাঁচাতে এগিয়ে আসুন। তার একটি সেট প্রয়োজন। সেটের মডেল- বাংলা উপযোগী যে কোনটা
যোগাযোগের ঠিকানাঃ
কাইয়ূম
০১৮১৯******
(রাত ১২টার পরে কল দিলে ভালো হয়) 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কয়েকটা বানান ভুলই বলে দিচ্ছে এইটা একটা ভালো বিজ্ঞাপন হবে। 😛
=)) =)) যাই হোক, আমার মোবাইল পাইলেই চলবে, আর সাথে যদি কোন কোকিল কন্ঠীর কল থাকে তাইলেতো ডাবল অফার 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক করে দিলাম। 😀
গুড জব, রায়হান। :thumbup:
চোখে পড়লে মাঝে মাঝে আমরা এভাবে একজন অন্যজনের বানান ভুল ধরিয়ে দিতে পারি। সবাই উপকৃত হবে।
অনেক ধন্যবাদ তোকে। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার নিজের একটা অসুখ আছে। আমি বানানের ব্যাপারে কনফিউজড হয়ে যাই। এই কারণে কয়েকটা বানান ভুল দেখার পরও আমি সেইগুলা উল্লেখ করি নাই। কারণ ঐ যে বললাম আমি কনফিউজড।
অসাধারন জিহাদ। তোরে স্যালুট।
আমি মুগ্ধ। খুব ভালো একটা কাজ হইছে।
ব্ল্যাকবেরী ব্রাউসারের জন্য কোন বিশেষ পদ্ধতি আছে??
আমি তো ঢুক্তেপার্তাছিনা 🙁 🙁
ব্ল্যাকবেরি ব্রাউজারও আসার কথা। বাট ঐটাতে কমপ্লেক্স স্ক্রিপ্ট সাপোর্ট আছে কীনা অপেরা মিনির মত এই ব্যাপারে নো আইডিয়া 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
ব্ল্যাকবেরি ব্রাউজারে বাংলা ফন্ট দেখার কোন বিশেষ নিয়ম আছে কি?? থাকলে জানাও।
মোবাইলে সিসিবি দেখার জন্য মন আনচান করতাছে। খালি বক্স বক্স আসে কুন ফন্ট আসেনা x-( x-(
Xiহাদ আমি জানি তুমি আমারে হেল্প করতে পারবা।
ব্ল্যাক বেরি নিয়ে আমার সত্যিকার অর্থেই কোন ধারণা নাই। তবে কিছুক্ষণ গুগল করে দেখলাম। আপনার মডেল অনুযায়ী ইস্ট ইন্ডিয়ান ল্যাংগুয়েজ সাপোর্ট এর জন্য সফটওয়ার নামিয়ে নিন ব্ল্যাকবেরির সাইট থেকে। তাহলেই যতদূর মনে হয় সমাধাণ হবার কথা। কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছিনা 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ মিয়া জিহাদ,
তুমি ত দেহি আসলেই বিরাট সিয়ানা পাবলিক। মোবাইলে বাংলা নামায়া ফালাইলা। দেশে গিয়ে ফুচকা খাওয়ামু নে, এখন আপাতত :thumbup: :thumbup:
কামরুল, আমার জন্যও একটা বিজ্ঞাপন দিও। তয় শুধু বাংলা-উপযোগি সেটনা, সাথে ......
খুইলা কওন লাগবো না আশা করি। 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস চার্জার চাচ্ছেনতো? ঐটা সাথে এম্নেই দিবে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) =)) =)) :khekz: :khekz: :pira: :pira:
হ, চার্জারই ত। 😀
ইহা একটি ইশারা, আকেলমান্দকে লিয়ে। 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
গাড়ীতে বসে রাস্তার ঝাকি আর ধুলা খেতে খেতে সিসিবি'তে চোখ বুলাতে চেয়েছিলাম। ওপেন করেই টাশকি খাইছি 😀 😀 ।
অসাধারণ।
জয় হো সিসিবি :tuski: ।
Life is Mad.
'টাশকি' তো অনেক খাইলেন। এবার একটু 'টুশকি' খান আর আমাদেরকেও খাওয়ান :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সহমত :thumbup:
:thumbup:
চমৎকার দেখা যাইতেসে ওপেরা মিনি দিয়ে ...
:clap: :clap: :clap:
আমি মনে করি সিসিবি একধাপ না, বহুধাপ এগিয়ে গেল। :gulli2: :gulli2: :gulli2:
:clap: :clap: :clap:
ওয়ালডান জিহাদ :thumbup: :thumbup: :thumbup:
আমি মনে করি সিসিবি একধাপ না, বহুধাপ এগিয়ে গেল। :gulli2: :gulli2: :gulli2:
:clap: :clap: :clap:
ওয়েলডান জিহাদ :thumbup: :thumbup: :thumbup:
সিসিবি এখন ছোটো পর্দায়ও !!
:khekz:
বিন্দুমাত্র অবাক হইনি..কারন জানি জিহাদের ডিকশনারীতে ইমপসিবল শব্দটা নেই... :grr: :grr: :grr: :grr:
ইয়ে মানে নোকিয়া ২৬০০ তে সিসিবি কি দেখা যাবে? 😛 😕 🙁 :(( :((
জিহাদ, দারুণ কাজ দেখিয়েছ। সাথে আমার মুগ্ধতাও বাড়িয়ে দিলে।
নাহ্! তোমার জন্য রইল :salute:
জিহাদ :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
এডু মডুদের সশস্ত্র সালাম :salute: :salute:
তোমরা পার....
এই, আমার না মটোরোলা এল ৭... হবে? বাংলা ফন্ট ইন্সটল করার তো কোন উপায় দেখিনা ফোনে।
এতো দিনে ৩.২ ইঞ্চ ডিসপ্লে এর মোবাইল কেনা সার্থক হলো।
এইবার আমারে একটা সেইম জিনিস গিফট কইরা সার্থকতা দ্বিগুণ করেন। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
নে দেখ পছন্দ হয় কি না?
পছন্দ হইসে। কুরিয়ার পাঠানোর এড্রেস টা কি এইখানে দিমু নাকি ব্যাক্তিগত মেইল এ ? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
নে আরেকটা পাঠাইলাম, তাও মন খারাপ করিস না
:hatsoff: :hatsoff: :hatsoff:
এডু-মডু সবার জন্য।
নিজের জন্য :thumbdown: । কারণ আমি বোধহয় এইসব প্রযুক্তি শিখতে-বুঝতে বেশি সময় নিয়া ফালাই!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঐ। 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:bash:
জন্যঃ 😀
পড়ুনঃ :(( :((
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ফলাফলঃ :frontroll: 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:tuski: :tuski:
খালি নাচতে ইচ্ছা করতেছে। :awesome: :awesome:
কি যে করি।
ওই কে আছিস একটা অপেরা ইন্সটল করা মোবাইল গিফট কর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই, কেউ দিলে আমারেও খবর দিয়েন
আমার তো ঝামেলা হয়া গেল। আগে মূল সাইট থেকেই আমি পড়তে কমেন্ট করতে জবাবও দিতে পারতাম। এখন ঠিকমতো পড়তেই পারতেসি না। আমার মোবাইলের স্ক্রীনে আটে না। মোবাইলে ঢুকে মোআইল ভারসন বাদ দিয়া মূল ভার্সনে যাওয়ার ব্যবস্থা নাই???
Login বাটনটার নিচেই দেখ আছে,
Exit the Mobile Edition (view the standard browser version)
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যঙ্কু ভাই। আমি তো আমার বাসে ঝুলে থাকা তিনঘন্টা সিসিবিতে কাটাতাম মোবাইলের বদৌলতে। নতুন ভার্সন আমারে খুব ঝামেলা করতাসিল।
কন্কি?! 😮
সাতেও নাই, পাঁচেও নাই
আমারও স্ক্রিনে আটেনা, তাই আমি মোবাইল ভার্সান্স-স্ট্যান্ডার্ড ভার্সান কোন্টাই আমার মোবাইলে দেখিনা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
কিছুই বুঝিনাই কারণ ধৈর্য্য ধরে পড়িনাই, প্রযুক্তি বিষয়ক যেকোন পোস্টই যত্নের সাথে এড়িয়ে চলা হয় :shy: :shy:
এইটুকু বুজছি জিহাদ ভাই বস 😀 :salute:
আরেকটা জিনিস বুঝিনাই, আমার সেটটা যেটা দিয়ে কল করা, মেসেজ পাঠানো দুইটাই করা যায়, তাতে কি আমি সিসিবি দেখতে পাবো?
তোমার set এর model কি? GPinternet দিয়ে GPworld browse করা যায়?
ত্রিমিতা আপা :salute: কেমন আছেন আপা?
ইয়ে আমার সেটে মডেল হলো নকিয়া ইয়ে সবচেয়ে পুরানটা, রঙ্গিন কিন্তু ওই যে পুরান টাইপ রঙ্গীন
নকিয়া ১৬০০ :-B
এইটা পড়ে মজা পাইছি।
জিহাদকে :boss: :boss: । জয়তু জিহাদ জয়তু সিসিবি।
না। তোর মোবাইল দিয়া তো হবেই না, ভালো মোবাইল পাইলেও তোর ঐ গান্ধা অপারেটর দিয়ে সিসিবিতে ঢুকতে একবছর লাগবে।
কোন অপারেটর রে গালি দিলি??
হা হা হা। দেশের ফোনরে। 😛
=))
জিপি কিনো। (চামে মার্কেটিং করি)
জাহিদ এবং বোন-ভাইসকল,
Windows Mobile এ সিসিবি (বাংলা সাইট) ক্যামনে দেখা যায়? চেষ্টা কইরাও পারি নাই। সাহায্য চাই।
মটোরোলা এল ৭ দিয়া তো হইলনা 🙁
জয় সিসিবি :awesome: :awesome:
সাবাস জিহাদ বাঘের বাচ্চা :salute:
আমার অপেরা মিনি তে বাংলা আসে না 🙁
ক্যাম্নে কনফিগার করুম তাও অই পোস্টেরটা দেইখা পারলাম না :((
:awesome: :awesome: :awesome:
রায়হান থ্যানকু :-* :-*
অনেক ভাল লাগতেছে...