ফিনিক্স পাখীর গল্প বলি শুনুনঃ
——————————- ডঃ রমিত আজাদ
গ্রীক পূরাণে ফিনিক্স নামক এক ধরণের পাখী আছে। এরা অগ্নিরাগ ধরে। তখন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, আর ফিনিক্স নিজের আগুনে নিজেই পুরে মরে ছাই হয়ে যায়। তারপর কোন এক সময় সেই ছাইয়ের উপর বৃষ্টি ঝরলে, সেখান থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। ২০০৬ সালে দেশের রাজনৈতিক দলগুলো অগ্নিরাগ ধরেছিলো।
বিস্তারিত»


