এক ঝাঁক পায়রা
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ বাপ্পী খান
অ্যালবাম: সময় (১৯৯৯)
শান্তির প্রতীকী একঝাঁক পায়রা,
সীমানার কাছাকাছি উড়ে চলে যায়।
অন্য একটি পথে করে অন্যায়,
ভাগ্যের পরিহাসে কেউ নিরুপায়।
উড়ে যায় চলে যায়
উড়ে চলে যায়
একঝাঁক পায়রা।
মেনে নেওয়া নিয়তির হাতে কেউ বন্দী,
আড়ালে মানুষ গুলো এঁটে যায় ফন্দি।
