ভালোবাসা

ভালোবাসা ।
মো ও খা ও ৷

কি অমলিন রূপের আভা
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় বিচ্ছুরিত
সোনালি কোমল দ্যোতনায়
আমি তো দেখেছি তোমাতেই
কপোলে ছড়ানো উদ্ভাসিত ছটায়
নিভৃত সুখের উদ্বেল ভাষায়
মুক বধির চেতনায় বোধহীন
ভালোবেসে শুধু তোমায় ৷

বর্ষার ঘনকালো মেঘ গম্ভীর
নিশ্চুপ নিরব আকাশ ভেলায়
নিকষ কালো যে আমাবশ্যায়
আমি তো দেখেছি তোমাতেই
বুকের কোটরে উদ্বেল দখিনায়
খোপা খোলা এলোকেশী মায়ায়
বিহব্বল চঞ্চল ব্যাথায় মুর্ছিত
ভালোবেসে শুধু তোমায় ৷

যে উচ্ছল ফেনিল ঊর্মি রাশি
সাত সাগরের বুকে টেউ তুলে দোলে
কৃষ্ণচূড়ার লাল আগুন বাসনায়

আমি তো দেখেছি তোমাতেই
শুভ্র শাড়ীর ভাজে মহিমায়
ফাগুনে উদাসী মদির বায়
দিশেহারা প্রান বোবাকান্নায
ভালোবেসে শুধু তোমায়।

যে আলো জোৎস্না ছড়ায় ধরনীতে
পূর্ণিমরাতে পূর্নশশী আকাশে হাসে
নিশিরাতে বাতায়নে রূপালী আভায
আমি তো দেখেছি তোমাতেই
কপালের আকা টিপে লালিমায়
হাস্নাহেনার সুরভিত সোহাগ ছায়ায়
অন্তর জড় ভাষাহীন কল্পনায়
ভালোবেসে শুধু তোমায় ৷

যে অপার আনন্দে সুখে
নদী যে মিশে সাগরের মোহনায়
মিলনের আলিঙ্গন গাহন ভেলায়
আমি তো দেখেছি তোমাতেই
দুবাহু বাড়িয়ে বুকেতে জড়ায়
বির্মূত অনুভব মাতোয়ারা চরাচর
বিলীন অন্তর স্বর্গ দাড়ায় বারান্দায়
ভালোবেসে শুধু তোমায় ৷

ঢাকা ৷ ১২/০২/২০২৩

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।