ইচ্ছেগুলো দিচ্ছে নাকো থাকতে আমায় ইচ্ছেমতো
ইচ্ছেঘুড়ির পাখায় উড়ি ইচ্ছেমতোন যাচ্ছেতাই
ইচ্ছেগাঙের ঢেউয়ের মতোন ইচ্ছে ছুটি পাচ্ছে তাই
এমনি করে ইচ্ছে করে মরছে দেখো ইচ্ছে কতো
ইচ্ছেগুলো দিচ্ছে নাকো থাকতে আমায় ইচ্ছেমতো
ইচ্ছে নিয়ে ভাবছি যতো যা-খুশি-তাই ইচ্ছেমতো
ইচ্ছে করে ইচ্ছেগুলোয় ইচ্ছেমতোন রং মাখাই
বাঁধন ছিঁড়ে শিকল ভেঙে ইচ্ছেগুলোর মুক্তি চাই
চাইছি যতোই ইচ্ছেগুলো হোক না স্বাধীন ইচ্ছেমতো
হতচ্ছাড়া ইচ্ছেগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ততো
ইচ্ছেমেঘের ভেলায় ভেসে যাচ্ছে এ মন ইচ্ছেমতো
বাঁধনহারা ইচ্ছেগুলো ইচ্ছেমতোন নাচছে তাই
শিকল পরা ইচ্ছেগুলো সদলবলে জাগছে তাই
ইচ্ছেগুলো নিচ্ছে কেড়ে ইচ্ছে করার ইচ্ছে যতো
ইচ্ছেগুলো দিচ্ছে নাকো থাকতে আমায় ইচ্ছেমতো


