ইচ্ছেগুলো দিচ্ছে নাকো থাকতে আমায় ইচ্ছেমতো
ইচ্ছেঘুড়ির পাখায় উড়ি ইচ্ছেমতোন যাচ্ছেতাই
ইচ্ছেগাঙের ঢেউয়ের মতোন ইচ্ছে ছুটি পাচ্ছে তাই
এমনি করে ইচ্ছে করে মরছে দেখো ইচ্ছে কতো
ইচ্ছেগুলো দিচ্ছে নাকো থাকতে আমায় ইচ্ছেমতো
ইচ্ছে নিয়ে ভাবছি যতো যা-খুশি-তাই ইচ্ছেমতো
ইচ্ছে করে ইচ্ছেগুলোয় ইচ্ছেমতোন রং মাখাই
বাঁধন ছিঁড়ে শিকল ভেঙে ইচ্ছেগুলোর মুক্তি চাই
চাইছি যতোই ইচ্ছেগুলো হোক না স্বাধীন ইচ্ছেমতো
হতচ্ছাড়া ইচ্ছেগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ততো
ইচ্ছেমেঘের ভেলায় ভেসে যাচ্ছে এ মন ইচ্ছেমতো
বাঁধনহারা ইচ্ছেগুলো ইচ্ছেমতোন নাচছে তাই
শিকল পরা ইচ্ছেগুলো সদলবলে জাগছে তাই
ইচ্ছেগুলো নিচ্ছে কেড়ে ইচ্ছে করার ইচ্ছে যতো
ইচ্ছেগুলো দিচ্ছে নাকো থাকতে আমায় ইচ্ছেমতো
ভাল লাগল তো খুব।
ইচ্ছে করে ইচ্ছেমতোন ইচ্ছে নিয়ে মেতে থাকি
ইচ্ছে হলেই করব কাজ না হলে সব থাকবে বাকি
😛
এই লাইনে একটা ইচ্ছে করার বেশি হয়ে গেছে মনে হয়।
ধন্যবাদ, টাইপো শুধরে দেওয়ার জন্য।
আহা :dreamy:
ভাইয়া, কবিতাটা খুব ভালো লাগলো। অনেক সহজ ও সাবলীল ভাষা। 🙂
:clap:
বেশি সত্যি কথা ভাই, খুব ভালো লাগলো কবিতাটি।
আহা... :clap:
ছন্দের মিল থাকা কবিতা খুব ভাল লাগে। অনেক দিন পর এরকম একটা কবিতা পড়লাম। খুব ভাল লাগলো...
ভালো লেগেছে :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চমৎকার 🙂
আমার বন্ধুয়া বিহনে
:clap:
'যতটুকু ভাবনা ততোটুকু প্রকাশ চাই
যতটুকু আকুলতা ততোটুকু প্রয়াস চাই
যতটুকু প্রতীক্ষা পলকেই ফুরাতে চাই...।।'
সৈয়দ সাফী
খুব ভাল্লাগলো 🙂
অনেক ভাল্লাগছে।