তুমি আমি একসাথে আছি,এত কাছাকাছি-
কী গহন এই ভালবাসা-বাসি;
তবু নিজেদের কতটুকু, থাকি পাশাপাশি ?
একসাথে হাটি তবু পথ চিনি না।
একসাথে ভাবি তবু এক ভাবি না।
চার দেয়ালে বন্দী থাকি,ঘৃণায় গর্জে উঠি না
সারা শরীর হাতড়ে ফিরি,মনের খবর রাখি না।
কাঁটাতারে ছিন্নভিন্ন মগ্নতার সীমানা-
একটা বিছানা তবু প্রতি রাতের ঠিকানা।
প্রতি ভোরে ঘর জুড়ে থাকে বিষাদের আলো,
গোপন বেদনা পুড়ে পুড়ে হয় আরো কালো।
লৌকিকতার আয়োজনে শ্রান্ত সারা বেলা –
তবু পালাবার ভাবনা অবিরত করে খেলা।
রাত্রি নেমে এলে আবার সেই নিয়ম মানা –
ফিরে ফিরে যাবার স্যাঁতস্যাঁতে বিছানা।।
১৩ টি মন্তব্য : “বিছানা”
মন্তব্য করুন
ভালো লেগেছে।
ভাইয়া কবিতাটা প্রেমের না দ্রোহের??
ভাল লাগলো...।।
ভালো লাগছে ভাই।nyc thinking vaia. . .:)
🙂 কবিতা অনেক ভাল্লাগছে।
রেজা@কবিতাটা প্রেম এবং দ্রোহের সহাবস্থানের.........।
রাব্বি,মহিউদ্দীন এবং আমিন@অসংখ্য ধন্যবাদ।
আসিফ,
লেখাটা আগেই পড়েছিলাম, সময়ের অভাবে কিছু বলে উঠতে পারিনি।
প্রথমে বলে রাখি, কবিতার বিষয় ও শব্দচয়ন অসাধারণ হয়েছে,
তোমার লেখার বিষয়বস্তু বরাবর বেশ উঁচুমানের।
শুধু ছন্দ আর অন্ত্যমিল গুলো একটু repetitive মনে হলো।
যে কোন একটা থিম মাথায় এলে তাকে একাধিকভাবে লেখের চেষ্টা করতে পারো।
আগেও বলেছি, তোমার লেখাগুলোকে সুর দিলে বেশ শোনাবে।
নূপুর দা@এই কবিতাটার কয়েক স্থানের ছন্দ ও অন্তমিল আমার নিজের কাছেও মনঃপূত হয়নি। 🙁 আরো ভাল করার চেষ্টা করব ভবিষ্যতে। তবে যে কোন থিম নিয়ে নাড়াচাড়া বা পরে লিখতে চাইলে আমি আর কবিতাটা মনেই করতে পারিনা। :frontroll: এটা নিশ্চয়ই আমার সীমাবদ্ধতা,কাটিয়ে ওঠার চেষ্টা করব।আর সুর দিলে কেমন হবে সেটা বোঝার সামর্থ্য আমার নেই,কিন্তু সুর দিলে বেশ শোনাবে। কে দেবে সেই সুর। এ ক্ষেত্রে আমার কিছু করণীয় থাকলে জানাবেন। আমার অবশ্য একটা ইচ্ছা আছে এরকম,একসময় কবিতাগুলো আবার ঘষেমেজে গানের জন্য তৈরী করব। এরপর কেউ গান হিসেবে নিতে চায় কীনা সে চেষ্টা চালাব।দাদা, আপনি কোথায় থাকেন এবং কী করেন জানতে পারি??
নূপুর দা@এই কবিতাটার কয়েক স্থানের ছন্দ ও অন্তমিল আমার নিজের কাছেও মনঃপূত হয়নি। 🙁 আরো ভাল করার চেষ্টা করব ভবিষ্যতে। তবে যে কোন থিম নিয়ে নাড়াচাড়া বা পরে লিখতে চাইলে আমি আর কবিতাটা মনেই করতে পারিনা। :frontroll: এটা নিশ্চয়ই আমার সীমাবদ্ধতা,কাটিয়ে ওঠার চেষ্টা করব।আর সুর দিলে কেমন হবে সেটা বোঝার সামর্থ্য আমার নেই,কিন্তু কে দেবে সেই সুর ? এ ক্ষেত্রে আমার কিছু করণীয় থাকলে জানাবেন। আমার অবশ্য একটা ইচ্ছা আছে এরকম,একসময় কবিতাগুলো আবার ঘষেমেজে গানের জন্য তৈরী করব। এরপর কেউ গান হিসেবে নিতে চায় কীনা সে চেষ্টা চালাব।দাদা, আপনি কোথায় থাকেন এবং কী করেন জানতে পারি??
নূপুর দা@এই কবিতাটার কয়েক স্থানের ছন্দ ও অন্তমিল আমার নিজের কাছেও মনঃপূত হয়নি। 🙁 আরো ভাল করার চেষ্টা করব ভবিষ্যতে। তবে যে কোন থিম নিয়ে নাড়াচাড়া বা পরে লিখতে চাইলে আমি আর কবিতাটা মনেই করতে পারিনা। :frontroll: এটা নিশ্চয়ই আমার সীমাবদ্ধতা,কাটিয়ে ওঠার চেষ্টা করব। সুর দিলে কেমন হবে সেটা বোঝার সামর্থ্য আমার নেই,কিন্তু কে দেবে সেই সুর ? এ ক্ষেত্রে আমার কিছু করণীয় থাকলে জানাবেন। আমার অবশ্য একটা ইচ্ছা আছে এরকম,একসময় কবিতাগুলো আবার ঘষেমেজে গানের জন্য তৈরী করব। এরপর কেউ গান হিসেবে নিতে চায় কীনা সে চেষ্টা চালাব।দাদা, আপনি কোথায় থাকেন এবং কী করেন জানতে পারি??
প্রথম থেকেই আমার মনে হয়েছে তুমি গান হিসেবে লিখছো লেখাগুলোকে।
সুর সম্পর্কে আমারো বিশাল কোন ধারণা নেই, তুমি নিজেই ভাবতে এবং এক্সপেরিমেন্টেশন শুরু করে দিতে পারো।
তোমার শব্দচয়ন বেশ ভালো। আমার মনে হয় অনেক পড়াশোনার ফল হবে এটা।
আমি কোন এক সময় দেশে ডাক্তারী করতাম।এখন USA-র একটা ল্যাবে গবেষণা গবেষণা খেলি, বিষয় : molecular biology।
কী সাংঘাতিক! আপনি ডাক্তার? আপনি জানেন আমিও তা?
এখন কী নিয়ে গবেষণা করছেন?
আমার শব্দচয়নে পড়শুনার থেকে যে বিষয়টা আমার কাছে কার্য্যকর মনে হয় তা হল,যে শব্দটা মাথায় আসে সেটাই লেখার চেষ্টা করি। একান্তই অপাঠ্য না হলে। হা, এক্সপেরিমেন্টেশন করব। সে ইচ্ছে আছে।
হুমম্, জেনেছি তুমিও ডাক্তার। সাইকিয়াট্রিস্ট হতে চাও।
আমি খুব হতে চেয়েছিলাম এক সময়।
আমার ইমেইলঃ nuprkanti@gmail.com
ইমেইলে কাজের কথা (মানে আমার তথাকথিত গবেষণার কথা) বলা যাবে যদি তুমি শুনতে চাও।
ভালো থেকো।