ঘানি

স্বপ্ন খুঁড়ে মৃত্যু বুনি, নিয়তির বুকে
উথাল পাথাল বোধের ছানি আমার দু’চোখে।
নিত্য বাজি ব্যর্থ সুরে,নিত্য নাচি মিছেই
আপন মাঝে গুমরে মরি, সব খুইয়ে সদাই।
কাউকে আমি দেইনি সে দোষ,কাউকে বলিনি
কাকে আবার জানাতে যাব,নিজেই জানিনি!
যাচ্ছি বয়ে দিবানিশি জীবন নামের ঘানি
একটা জীবন নষ্ট হলে কী হয় কী জানি!
তবু নাকি পারতে হবে অনেক কিছু শেষে-
থাকতে হবে ভন্ড কোন সফল সাধুর বেশে!
সবকিছু তাই পারতে গিয়ে,বিষম হোঁচট খেয়ে
চলার পথের বাসনাটাই গেছে কবে ক্ষয়ে!

৪৮৬ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “ঘানি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।