ফেসবুকে’র জন্য কিছু শর্টকাট (এবং অন্য কিছু)

 

আমাদের প্রতিদিনই এখন কমবেশী কম্পিউটারে বসা লাগে – এবং নেটে বসলে একবারের জন্য হলেও যার ফেসবুক এ্যাকাউন্ট আছে সে ফেসবুকে যাবেই!

তো কিছুদিন আগেও আমি এই ফেসবুক ব্যাবহারের সময় বেশকিছু নিরাপত্তার ব্যাপার-স্যাপার নিয়ে লিখেছিলাম। আজকে লিখব ফেসবুকে কিছু “কী-বোর্ড শর্টকাট” নিয়ে – যা আমি নিশ্চিত আমাদের অনেকেই কোনদিন জানতই না!! (আমি নিজেও জানতাম না – আজকে Yahoo! এর একটা সাইটে জিনিসটা শিখলাম!!)

এই ব্লগটা অনেক ছোট হবে, তাই ফার্স্টেই একটা আজদাহা ছবি দিয়া জায়গা ভরাইলাম!! 😉

শর্টকাটগুলো মূলত মাইক্রোসফ্‌ট উইন্ডোজ চালিত কম্পিউটারের উপর ভিত্তি করে, আশা করি লিনাক্সেও কাজ করবে… কিন্তু ম্যাক এর ক্ষেত্রে সিউর না! 😐

ফেসবুক পেজে গিয়ে ‘কী’-গুলো একসাথে চাপুন! আর মজা দেখুন!

Alt + 1 : নিউজ ফিড -এ যাবে (News Feed, বা সবার ভাষায় “হোমপেজ” !)

Alt + 2 : প্রোফাইল

Alt + 6 : এ্যাকাউন্ট সেটিংস (Account Settings)

Alt + 7 : প্রাইভেসি সেটিংস (Privacy Settings)

Alt + 8 : সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজে নিয়ে যাবে

Alt + 9 : ফেসবুকের Legal দলিল, প্রাইভেসি স্টেটমেন্ট ইত্যাদি পড়তে পারবেন

Alt + 0 : ফেসবুকের হেল্প সেন্টারে নিয়ে যাবে

_____

এছাড়া বোনাস হিসেবে কম্পিউটারের কয়েকটা কম পরিচিত কীবোর্ড শর্টকাট: (XP ব্যাবহারকারীদের জন্য স্পেশাল)

(Windows Button*) + E : My Computer সরাসরি ওপেন হবে

(Windows Button) + D : সব ওপেন উইন্ডো একসাথে মিনিমাইজ (minimize) হবে

[পুরনো ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর জন্য]: কোন সাইট, যেমন ফেসবুকে যেতে হলে এ্যাড্রেস বারে শুধু facebook লিখে Ctrl ধরে রেখে Enter চাপুন, সরাসরি ফেসবুকে যাবে

আর সবশেষে একটা খুবই সহজ ও কমন টিপ :-

” Prnt Scrn কী চাপলে আপনার ঐ মুহুর্তে স্ক্রীনে ঠিক যেমনটা আছে ঠিক তেমনই একটা ছবি উঠে যাবে। পরে Paint বা অন্য কোন ছবি সম্পর্কিত সফ্‌টওয়্যারে Paste করলেই ছবিটা পাবেন! ”

(নিশ্চয়ই এইটা জানতেন? না জানলে ব্যাপার না, আমিও কোন এক কালে জানতাম না!)  ;;)

* Windows Button হইল ঐ স্পেস বারের বাম (বা ডান!) পাশে থাকা ওই উইন্ডোজ লোগো-ওয়ালা কী টা…

___

আশা করি কিছু হইলেও জানতে পারলেন এই ব্লগ থেইকা।

ইউ আর অয়েল-কাম!  :dreamy:

২,৮৩৮ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “ফেসবুকে’র জন্য কিছু শর্টকাট (এবং অন্য কিছু)”

    • রাফী (০৪-০৮)

      ঘুমাইতে হইলে Alt + F4 চাপুন। তারপর (Windows Button) চাপুন, তারপর প্রথমে Right Arrow, তারপর আবার Right Arrow, এবং সবশেষে Up Arrow চাইপা Enter দেন...

      অন্তত কম্পিউটার-টা ঘুমাবে...!

      [বি.দ্র.: শুধুমাত্র Windows Vista ও 7 এর জন্য... অন্য কিছুতে ক্ষতি হইলে আমি দায়ী নই!] 😛

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।