আমাদের প্রতিদিনই এখন কমবেশী কম্পিউটারে বসা লাগে – এবং নেটে বসলে একবারের জন্য হলেও যার ফেসবুক এ্যাকাউন্ট আছে সে ফেসবুকে যাবেই!
তো কিছুদিন আগেও আমি এই ফেসবুক ব্যাবহারের সময় বেশকিছু নিরাপত্তার ব্যাপার-স্যাপার নিয়ে লিখেছিলাম। আজকে লিখব ফেসবুকে কিছু “কী-বোর্ড শর্টকাট” নিয়ে – যা আমি নিশ্চিত আমাদের অনেকেই কোনদিন জানতই না!! (আমি নিজেও জানতাম না – আজকে Yahoo! এর একটা সাইটে জিনিসটা শিখলাম!!)
এই ব্লগটা অনেক ছোট হবে, তাই ফার্স্টেই একটা আজদাহা ছবি দিয়া জায়গা ভরাইলাম!! 😉
শর্টকাটগুলো মূলত মাইক্রোসফ্ট উইন্ডোজ চালিত কম্পিউটারের উপর ভিত্তি করে, আশা করি লিনাক্সেও কাজ করবে… কিন্তু ম্যাক এর ক্ষেত্রে সিউর না! 😐
ফেসবুক পেজে গিয়ে ‘কী’-গুলো একসাথে চাপুন! আর মজা দেখুন!
Alt + 1 : নিউজ ফিড -এ যাবে (News Feed, বা সবার ভাষায় “হোমপেজ” !)
Alt + 2 : প্রোফাইল
Alt + 6 : এ্যাকাউন্ট সেটিংস (Account Settings)
Alt + 7 : প্রাইভেসি সেটিংস (Privacy Settings)
Alt + 8 : সরাসরি ফেসবুকের অফিসিয়াল পেজে নিয়ে যাবে
Alt + 9 : ফেসবুকের Legal দলিল, প্রাইভেসি স্টেটমেন্ট ইত্যাদি পড়তে পারবেন
Alt + 0 : ফেসবুকের হেল্প সেন্টারে নিয়ে যাবে
_____
এছাড়া বোনাস হিসেবে কম্পিউটারের কয়েকটা কম পরিচিত কীবোর্ড শর্টকাট: (XP ব্যাবহারকারীদের জন্য স্পেশাল)
(Windows Button*) + E : My Computer সরাসরি ওপেন হবে
(Windows Button) + D : সব ওপেন উইন্ডো একসাথে মিনিমাইজ (minimize) হবে
[পুরনো ‘ইন্টারনেট এক্সপ্লোরার’-এর জন্য]: কোন সাইট, যেমন ফেসবুকে যেতে হলে এ্যাড্রেস বারে শুধু facebook লিখে Ctrl ধরে রেখে Enter চাপুন, সরাসরি ফেসবুকে যাবে
আর সবশেষে একটা খুবই সহজ ও কমন টিপ :-
” Prnt Scrn কী চাপলে আপনার ঐ মুহুর্তে স্ক্রীনে ঠিক যেমনটা আছে ঠিক তেমনই একটা ছবি উঠে যাবে। পরে Paint বা অন্য কোন ছবি সম্পর্কিত সফ্টওয়্যারে Paste করলেই ছবিটা পাবেন! ”
(নিশ্চয়ই এইটা জানতেন? না জানলে ব্যাপার না, আমিও কোন এক কালে জানতাম না!) ;;)
* Windows Button হইল ঐ স্পেস বারের বাম (বা ডান!) পাশে থাকা ওই উইন্ডোজ লোগো-ওয়ালা কী টা…
___
আশা করি কিছু হইলেও জানতে পারলেন এই ব্লগ থেইকা।
ইউ আর অয়েল-কাম! :dreamy:
হুমমম.....যাই অহন ঘুমাই গা 😛
ঘুমাইতে হইলে Alt + F4 চাপুন। তারপর (Windows Button) চাপুন, তারপর প্রথমে Right Arrow, তারপর আবার Right Arrow, এবং সবশেষে Up Arrow চাইপা Enter দেন...
অন্তত কম্পিউটার-টা ঘুমাবে...!
[বি.দ্র.: শুধুমাত্র Windows Vista ও 7 এর জন্য... অন্য কিছুতে ক্ষতি হইলে আমি দায়ী নই!] 😛
এই ব্লগগুলা অছাম লাগে... 🙂
আমার এমনে কমেন্ট পাইলেই অছাম লাগে! 😉
ব্লগ তো আছেই!
আহারে! কত্ত কিই না জানার আছে! :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম
"জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই!"...
হায় হায়! কি থেকে কি কই!!
:no: :no: :no:
বিরাট জিনিস শিখলাম। থ্যঙ্কুউউউউউউউউউ :clap: :clap:
হা হা হা!!! না আসলে আমি নিজেই কোন এক কালে এইটা জানতাম না, তাই ভাবলাম আমার মত কেউ থাকলে যেন পুরা কীবোর্ড উল্টায়া না ফেলে একটা বাটন খুঁজতে গিয়া !! :bash:
Alt + 1 / Alt + 2 তে কাজ হচ্ছে না তো।
আমি মজিলা ব্যবহার করি।
আমি তো মজিলাতেও দেখলাম, হইল তো!!
আমার কম্পুটার এ তো Alt + 1 / Alt + 2 তে কাজ হয় না। আমি উইন্ডোস ৭ এবং মজিলা ব্যবহার করি। ~x( ~x( ~x(
জ্বী ভাই, আমি পরে মজিলা ৪ ইন্সটল করে দেখলাম, হয়না... জানিনা কারণ কি... মাঝে মধ্যে অন্য কী গুলাও দেখলাম আমার ক্রোম, সাফারি বা এক্সপ্লোরার - প্রতিটাতেই আটকে যায়! আমার ধারণা এটা উইন্ডোজ ৭ এর জন্য এমন হচ্ছে... আর আর্টিকেল এর সোর্স টা ছিল এক্সপি ভিত্তিক... :bash:
কাজ করেনা তো 🙁
:)) :)) :))
কত অজানারে!!!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঐখানে লেখা দেখলাম ফায়ারফক্সে shift+alt+__ দিতে বলেছে.Try it
ভালো পোস্ট, অনেক কিছুই জানতাম না
ডেঞ্জারাস পোস্ট :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
এগুলা এখন আর কাজ করে কিনা কে জানে?? :-B
যতদূর জানি করে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\