টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে

অনেকে সবসময় টরেন্ট দিয়ে ডাউনলোড করেন। টরেন্ট থেকে ডাউনলোড সহজ হলেও অনেক সময় সাপেক্ষ। স্পিড =)) ও কম পাওয়া যায়। আর আমরা সবাই জানি Internet Download Manager দিয়ে অনেক দ্রুত Resume Capablity সহ ডাউনলোড করা যায়। আজ আমরা আমরা যদি IDM দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারি তাহলে কেমন হবে। হ্যাঁ আজ আমরা দেখব কিভাবে IDM এর সাহায্যে টরেন্ট ফাইল নামাতে হয়।
যাদের IDM নেই তারা IDM ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
এখন ডাউনলোড এর পালা।
প্রথমে আপনাকে যেতে হবে এইখানে । এরপর শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সার্চ করে টরেন্ট ফাইলটির লোকেশন বের করুন। তারপর .torent ফাইল এর লিংক টি কপি করে এখানে পেস্ট করুন।এরপর Get বাটন এ ক্লিক করুন। ফাইল এর লিস্ট দেখাবে। এখন ডানপাশে Initiate Bittorent Transmission এ ক্লিক করুন। সব ফাইল এর ডাউনলোড লিংক পেয়ে যাবেন। এখন সেই ফাইল এ ক্লিক করলেই IDM দিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। :tuski: :tuski: :tuski:

সমস্যা হলে ফেসবুক অথবা ইমেইল এ যোগাযোগ করুন……

৩,৪৮১ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে”

  1. রাফী (০৪-০৮)

    রেজিস্ট্রেশন না করলে হয় না? ইমেইল আর নাম দিয়া দিলে এখন আমারে খুঁইজা পাওয়া আরো সহজ হইয়া গেল না? ... "হার্ট লকার" নিয়া অলরেডী ঝামেলায় পরতে গেসিলাম... শুধুমাত্র IP Address চেঞ্জ কইরা একটু শান্তিতে আছি... 😕

    জবাব দিন
  2. মুন্তাসীর আর রাহী (২০০৪-২০১০)

    না ভাইয়া। রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু শুধু ইমেইল আর পাসওয়ার্ড। নাম দিতে হবেনা। সাইটে গিয়ে দেখেন।


    রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
    এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    উপকারী পোস্ট তবে আপাতত সময় নাই, পরে চেষ্টা করবো। কিন্তু কাজ না করলে কইলাম খবর আছে :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।