অনেকে সবসময় টরেন্ট দিয়ে ডাউনলোড করেন। টরেন্ট থেকে ডাউনলোড সহজ হলেও অনেক সময় সাপেক্ষ। স্পিড =)) ও কম পাওয়া যায়। আর আমরা সবাই জানি Internet Download Manager দিয়ে অনেক দ্রুত Resume Capablity সহ ডাউনলোড করা যায়। আজ আমরা আমরা যদি IDM দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারি তাহলে কেমন হবে। হ্যাঁ আজ আমরা দেখব কিভাবে IDM এর সাহায্যে টরেন্ট ফাইল নামাতে হয়।
যাদের IDM নেই তারা IDM ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
এখন ডাউনলোড এর পালা।
প্রথমে আপনাকে যেতে হবে এইখানে । এরপর শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সার্চ করে টরেন্ট ফাইলটির লোকেশন বের করুন। তারপর .torent ফাইল এর লিংক টি কপি করে এখানে পেস্ট করুন।এরপর Get বাটন এ ক্লিক করুন। ফাইল এর লিস্ট দেখাবে। এখন ডানপাশে Initiate Bittorent Transmission এ ক্লিক করুন। সব ফাইল এর ডাউনলোড লিংক পেয়ে যাবেন। এখন সেই ফাইল এ ক্লিক করলেই IDM দিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। :tuski: :tuski: :tuski:
১৪ টি মন্তব্য : “টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে”
মন্তব্য করুন
Sabash beta bagh 🙂
Onk upokar hoelo, torrent namano risky fine hoe 🙂 sbas,
Basae giya try korte hobe.
Kaj korle tomar jonno puroshkar ase 🙂
কাজ হবে আলবৎ...... ধন্যবাদ ভাইয়া... :guitar: :guitar: :guitar:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
রেজিস্ট্রেশন না করলে হয় না? ইমেইল আর নাম দিয়া দিলে এখন আমারে খুঁইজা পাওয়া আরো সহজ হইয়া গেল না? ... "হার্ট লকার" নিয়া অলরেডী ঝামেলায় পরতে গেসিলাম... শুধুমাত্র IP Address চেঞ্জ কইরা একটু শান্তিতে আছি... 😕
না ভাইয়া। রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু শুধু ইমেইল আর পাসওয়ার্ড। নাম দিতে হবেনা। সাইটে গিয়ে দেখেন।
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
উপকারী পোস্ট তবে আপাতত সময় নাই, পরে চেষ্টা করবো। কিন্তু কাজ না করলে কইলাম খবর আছে :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া, আর কাজ করলে...... পুরস্কার :awesome: :awesome: :awesome: ...।।
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
বহুত উপকারী লেখা। ৫ তারা দাগাইছি। কাজ না করলে তোমার খবর আছে।
চ্যারিটি বিগিনস এট হোম
প্রিয়তে যোগ করলাম
.... এত বছর পর =)) এটা তো আমি আগেই জানতাম :)) :)) :)) :party: :gulli2:
জানতেন, কিন্তু বলেন নাই =)) =)) ... আল্লাহ বলেছেন," তোমরা তোমাদের জ্ঞান কে ছড়িয়ে দাও" :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..
কোনো লিঙ্ক আসে না। খালি ফাইলগুলার নাম আসে 🙁
ফাইল সাইজ অনুযায়ী লিঙ্ক আসতে একটু টাইম লাগে, ৭০০ MB ফাইল ৭-৮ মিনিট লাগে প্রসেস হতে...
টরিফিক এখন বন্ধ। আপনার জানামতে অন্য কোন সাইট আছে? 🙁 :(( 😕
নতুন একটা সাইট পেয়েছি। 🙂 😛 পোস্ট করলাম। :grr: কাজ করে চরম! আপনারা সকলে আমন্ত্রিত B-) :shy: 😉 😀 :))