৯৩ বলে দরকার ৬৬ রান,হাতে ৬ উইকেট। পরিসংখ্যান,পরিস্থিতি নিয়ে মাথা ঘামালে প্রবল সন্দেহবাতিক লোকও জয় মেনে নিতে বাধ্য! কিন্তু খেলাটা যে ক্রিকেট,সে যে মহান গৌরবময় অনিশ্চয়তার খেলা! ভাগ্যবিধাতাও যেন মুচকি হাসছিলেন একটু পরেই মানবসম্প্রদায়কে নাচানোর জন্য! নাহ,এত বিশাল শব্দ ব্যবহার করা ঠিক হয়নি। মানবসম্প্রদায় বলতে তো আমরা ‘কিছু-কতিপয়’ বাঙ্গালী-ই! কিন্তু ১৬ কোটি বাঙ্গালী একসাথে খেললে ঠেকানোর সাধ্য কার??
হাহ! এরপরই কাহিনীর শুরু। অবাক স্লগসুইপ খেলে চলে গেলেন সাকিব,তারপর আউটসুইং এর পসরা মেলে ব্রিটিশ পেসাররা তুলে নিল আরও তিন উইকেট।
বিস্তারিত»