নোটিশ

প্রিয় এলাকাবাসী,
আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আমার আরও কিছু ( ৭ খানা ) পেইন্টিং একটি গ্রুপ এক্সিবিশনে যাইতেছে । আরও আনন্দের বিষয় হইলো ঐ একই এক্সিবিশনে আরও ৩ পিস এক্স ক্যাডেটের ছবি যাইতেছে । এখন আপনারাই বলেন , আমার গত এক্সিবিশনে যারা যামু যামু কইরাও যান নাই , আমার জন্য না গেলেও ৪ জন এক্স ক্যাডেটের এক্সিবিশন হিসেবে ঐখানে ১বার ঢুঁ মারাটা আপনার কর্তব্য হইয়া যায় কীনা? যদি কর্তব্য মনে করেন তাহা হইলে নিম্ন বর্ণিত সময় ও ভেন্যুতে চেহারা মোবারক ১বার দেখাইয়া যানঃ

এক্সিবিশন টাইটেল : কালার অফ ড্রীম
স্থান : শিল্পাংগন আর্ট গ্যালারী , বাড়ী নং ২৬, রোড নং ০৩, ধানমন্ডি আবাসিক এলাকা
সময় : ১১-১৮ ফেব্রুয়ারী প্রতিদিন ১২ টা থেকে রাত ৮ টা ( শুধুমাত্র ১১ ফেব্রুয়ারী বিকাল ৪.৩০ টায় ওপেনিং)
অংশগ্রহন :
মো কুতুব উদ্দিন খান (১৯৯২-৯৮ , বি সি সি )
রুম্মান মাহমুদ ( ১৯৯৩-৯৯ , বি সি সি )
পার্থ প্রতিম সাহা ( ১৯৯৩-৯৯ , সি সি আর )
মো মাসুদুল হায়দার ( ১৯৯৫-২০০১ , এম সি সি )
এবং আরও ৫ জন শিল্পী

আপনাদের দোয়াও চাই , দেখাও চাই ।

১,৪৬১ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “নোটিশ”

  1. ইফতেখার (৯৫-০১)

    অভিনন্দন রুম্মান ভাই। সুযোগ থাকলে অবশ্যই যেতাম।

    মাসুদুল হায়দারের নামটা দেখে গর্বে বুকটা দুই ইন্চি ফুলে গেলো !!

    এক্সিবিশনের সবগুলো ছবির ডিজিটাল কপি আপলোড করে দিয়েন সম্ভব হলে। (সম্পাদিত) (সম্পাদিত)

    জবাব দিন
  2. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
    এখন আপনারাই বলেন , আমার গত এক্সিবিশনে যারা যামু যামু কইরাও যান নাই , আমার জন্য না গেলেও ৪ জন এক্স ক্যাডেটের এক্সিবিশন হিসেবে ঐখানে ১বার ঢুঁ মারাটা আপনার কর্তব্য হইয়া যায় কীনা?

    :-/


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      কোট কইরা লাভ নাইক্কা । আইতে হইবো


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    আগে তো আসুক সবাই............


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।