বাংলাদেশের উদ্বোধনী অর্জন ও আমাদের হতাশা!!!!

অনেক আশার পূরণ ঘটিয়ে কাল শেষ পর্যন্ত বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সৌভাগ্য হল। বিএমএ তে। বাংলাদেশের কাছে এত বড় আশা ছিল না বললেই চলে। আশার মাত্রা ছাড়িয়ে অনেক বেশীই করতে পেরেছে আমাদের দেশ।।।। সবচেয়ে ভালো লেগেছে পর্যটন কর্পোরেশনের Beautiful Bangladesh আর Aerial cricket যাই হোক কথা তবু থেকেই গেছে। আমাদের দেশের মাথারা যখন বলেছে ওয়ার্ল্ড কাপ ২০০১…. তখন আর কিছু বলার থাকে না। আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী সবাই যখন উচ্চারণে অপারগ। ইংরেজি উচ্চারণে দুর্বল। স্ক্রিপ্ট দেখে বলতে হয়। তখন ভুলটা গৌণ হলেও হতে পারত।।। কিন্তু আমাদের মুখে চুনকালি মেখে তারা বুঝিয়ে দিলেন “আমাদের দেশের মাথাতেও কিছু অশিক্ষিত লোক নিয়োগ করা আছে” রাজনীতি না মূর্খের নীতি কে জানে!!!

তারা যদি শিক্ষিত হতেন সেরকম তবে তারা এ ভুল করতে পারতেন না।। আমরা চাই না আর এরকম হোক।। চাই সম্মানিত মানুষ। আলোকিত মানুষ, যারা আমাদের দেশকে আলোকিত করবেন, সম্মানিত করবেন।।।

এ প্রত্যাশায় আবারো কোন এক প্রান্ত থেকে বাংলাদেশকে ধন্যবাদ এমন একটা উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য। গর্বিত অনুষ্ঠান সত্যিই।।।।

২,৬০৬ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “বাংলাদেশের উদ্বোধনী অর্জন ও আমাদের হতাশা!!!!”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    দ্বিমত প্রকাশ করছি।ভুল উচ্চারণ, ২০১১ কে ২০০১ আর ৩৫০ কে সাড়ে তিনশ পঞ্চাশ বলা ইত্যাদির সমালোচনা করেও বলা যায়,ইংরেজি না জানাটা আমরা বাঙ্গালিরা যতবড় অপরাধ ভাবি ততটা নয় মোটেও-আর ইংরেজি না জানা মানেই জীবন বৃথা হয়ে গেলো এমনটিও নয়।তা-ই যদি হত তাহলে জাপান,ফ্রান্স ইত্যাদি দেশ অন্ধকারেই থাকত।লেখার মূল সুর বুঝতে পারছি তবে ইংরেজি উচ্চারণের ত্রুটি মানেই মূর্খ এটি ভুল কথা বলে মনে করি।এই চিন্তাধারাকে খুব দোষ অবশ্য দেয়া যাবেনা-২০০ বছরের গোলামীর প্রভাব যেতে আরো শ-খানেক বছর লাগবে।

    জবাব দিন
    • সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

      মাশরুফের সাথে আমিও একমত। তবে রুনা লায়লার মুখে এই ফেব্রুয়ারী মাসে "মাস্ত কালান্দার" গানটা কানে যে শূলের মত বিধছিল সেটা না বলে পারছিনা। কিন্তু বাকি অনুষ্ঠান এককথায় অসাধারন।


      You cannot hangout with negative people and expect a positive life.

      জবাব দিন
    • আমিন (১৯৯৬-২০০২)

      কঠিন একমত মাসরুফ। এখানে এসে আমি দেখছি ব্রিটিশ কলোনীভুক্ত দেশগুলো ছাড়া আর কারো ইংরেজিই সেই রকম কিছু না। তাতে তো এই সব দেশ ধ্বংস হয়ে যায়নি। আর ইউরোপে গিয়ে (ইংল্যান্ড ছাড়া) ইংরেজিতে কথা বললে লোকজন যেই রেসপন্স করবে তার চাইতে বাংলায় কথা বললে বেশি ভালো রেসপন্স করবে।

      জবাব দিন
    • পাবন (২০০৪-২০১০)

      "ইংরেজি না জানা মানেই জীবন বৃথা হয়ে গেলো এমনটিও নয়"
      একমত হতে পারলাম না মাসরুফ ভাই। যেসব দেশের উদাহরণ দিলেন তাদের কেউ এরকম জঘন্য ইংরেজী বলে না। আর না জানা এক জিনিস র না জেনেও জানার ভান করা আরেক জিনিস। আবুল মাল আব্দুল মুহিত এর ভাষণ টা ভাল ছিল।


      Proud to be a Cadet,
      Proud to be a Faujian.

      জবাব দিন
      • মাসরুফ (১৯৯৭-২০০৩)

        আগেই বলেছি,এইটা তোমার দোষ না- দুইশ বছরের গোলামির অভ্যাস আমাদের অস্থিমজ্জা থেকে এত সহজে যাবেনা।আরেকটু খোঁজ-খবর নাও-এদিক সেদিক তাকিয়ে দেখ চায়নার কয়জন মন্ত্রী ভুল বা শুদ্ধভাবে না,ইংরেজি ভাষাটা বলতে পারে।বিল ক্লিন্টনের জাপান সফরের সময় সেখানকার প্রধানমন্ত্রীর ভুলভাল ইংরেজি নিয়ে হাস্যকৌতুক তো মোটামুটি কিংবদন্তীর পর্যায়ে পৌঁছে গেছে,তাতে কিন্তু জাপানের উন্নতি থেমে থাকেনি।সিঙ্গাপুরের অন্যতম টুরিস্ট স্পট জুরং বার্ড পার্ক থেকে এক জায়গায় যাবার সময় কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করায় সেখানকার গাইড বলল-"আন্দা ওয়াতা ওয়া",আমি আর আমার ইংরেজিতে মাস্টার্স মা-জননী শত চেষ্টা করেও তার কিছুই বুঝতে না পেরে শেষে বাস থেকে নেমে দেখলাম "আন্ডার-ওয়াটার ওয়ার্ল্ড" লেখা রয়েছে।জাপানে মনবূশো স্কলারশীপ নিয়ে যারা পড়তে যায় তাদেরকে সেদেশের ভাষা শিখতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমডিএসে আমার "সহপাঠী" লেঃকর্নেল ফখরুল আহসানের কাছে শুনেছি তিনি যখন ফ্রান্সে স্টাফ কলেজ করতে যান তাঁকে পুরোপুরি ফ্রেঞ্চ ভাষা শিখতে হয়েছিলো।চাইলে এওকম কোটিকোটি উদাহরন দেয়া যেতে পারে।ইংরেজিটা আসলে কমনওয়েলথ দেশগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ টেকনোলজি যেটা আয়ত্ব করলে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুবিধা পাওয়া যায়-এর বেশি কিছুই না।ইংরেজির গুরুত্ব অবশ্যই আছে কিন্তু বাঙ্গালি ওটা নিয়ে যেমন হ্যাংলামো করে তা এক কথায় হাস্যকর।

        জবাব দিন
  2. রায়হান আবীর (৯৯-০৫)

    ভাইয়া শব্দটা ঠিক Alien cricket নয়, aerial cricket, মানে যেটা ওপর থেকে দেখা যায়।

    🙂 আমার তো মনে হয় ইংরেজী না জানাটাই আসলে মূর্খতা নয়, বরঞ্চ আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে প্রধান্মন্ত্রীর কাছে লোটাস কামালের ভিক্ষা, আমাদের আমলাদের পল্টনের ময়দানের বক্তৃতা ধরনের স্পিচ, এগুলোই মূর্খতা আর অসংলগ্নতা প্রমাণের জন্য যথেষ্ট।
    আর জীতু আপার সাথে অত্যন্ত একমত, রুনা লায়লার ইন্ডিয়ান শাড়ি, আর মুখে পাকিস্তানী গান...অত্যন্ত অসংলগ্ন লেগেছে।
    তবে ভারতীয়দের কে কেউ বিট দিতে পারে নাই। স্টেডিয়ামটাকে তারা মনে হয় হিন্দী সিনেমার স্টেজ ভাবসিলো।

    এত কিছুর পরেও, অনুষ্ঠানটা...গুড, ভালো ছিল।

    জবাব দিন
  3. সাব্বির (৯৫-০১)

    সবার ইংরেজী জানা দরকার নাই ১০০% সত্য। বাট যারা দেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বের কাছে, তাদের কাছে সঠিক ইংরেজী টা আশা করা কি বেমানান?
    ব্যক্তিগত মতামত। (সম্পা দিলেও দিতে পারে 😕 )

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      সাব্বির, দেশ চালানো জন্য দরকার মেধা, প্রজ্ঞা, বিচক্ষনতা, সাংগঠনিক ক্ষমতা এইসব। ভাষাটা জরুরী কিছু নয়। অন্যভাষাতো বটেই, তিনি যদি নিজের ভাষাতেও ঠিক মত কথা বলতে না পারেন, তাতে যে ক্ষতি থাকে তা পুষিয়ে নেয়া যায় সহজেই। তবে মৌলিক গুণ গুলো না থাকলে শুধু বিভিন্ন ভাষায় ফটর-ফটর করতে পারলে, সেই ক্ষতি পুষানো যায় না।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  4. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    ২০১১ কে ২০০১ বলা পুরোপুরি ব্যক্তিগত ভুল। কারো ব্যক্তিগত ভুলের জন্য অনুষ্ঠানের মানের কোন রকমফের হয়না।

    ব্যক্তিগত ভুলের সবচেয়ে ভালো উদাহরন হলো কয়েক সপ্তাহ আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের সাধারন পরিষদের মিটিং এ ভারতের বদলে পর্তুগালের স্টেটমেন্ট পড়ে ফেলেছে =)) ।

    ইংরেজি নিয়ে হীনমন্যতারও কোন কারন নেই। ইংরেজীকে আমরা যতই স্মার্টনেসের উপাদান ভাবি না কেন শেষ পর্যন্ত এটা একটা ভাষাই। শরদ পাওয়ার এর ভাঙ্গা ভাঙ্গা বাংলাতে যেমন আমরা মাইন্ড করি না তেমনি আমাদের নিজস্ব উচ্চারনের ইংরেজির জন্যও লজ্জিত হওয়ার কিছু নেই। ইংরেজীকে পুরো পৃথিবীই গ্রহন করেছে তবে সেটা প্রত্যেকে নিজেদের মতো করেই গ্রহন করেছে। তাই তো ক্যারিবীয় ইংরেজি, আফ্রিকান পিজিয়ন ইংরেজি, অস্ট্রেলিয়ান ইংরেজি, ইন্ডিয়ান ইংরেজিরও আলাদা স্বকীয়তা রয়েছে।

    ইউরোপিয়ানরা ইংরেজি সাধারনত বলেই না। যদিও বলে তবে এমনভাবে বলবে যেন ইংরেজী সে বলছে এতেই আমার কৃতজ্ঞ থাকা উচিত। আমরা তাও ইংরেজির মধ্যে বাস করি। আমরা ইংরেজিতে অনুষ্ঠান দেখি, গান শুনি, পত্রিকা পড়ি, সিনেমা দেখি। কিন্তু ইউরোপিয়ানদের এসবের বালাই নেই। তাদের সব কিছুই তাদের ভাষায়। তারাও আমেরিকান মুভি দেখে ঠিকই কিন্তু সেটা ডার্ব হয়ে আসে তাদের ভাষায়। তারও ইএসপিএন দেখে কিন্তু সেই ইএসপিএন ব্রডকাষ্ট হয় তাদের ভাষায়। তাই তাদের জীবনে ইংরেজির কোন বালাই নেই।

    একবার আমার এক সুইস জার্মান কলিগ আমার কম্পিউটার এ টম ক্রুজের মুভি দেখে হাসছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম সে আমাকে বলে টম ক্রুজের মুখে ইংরেজি দেখে হাসছে। তার সারা জীবনে সে টম ক্রুজের মুখে সে জার্মান ভাষাই শুনেছে ( ডার্ব ছবির কল্যানে) । তাই টম ক্রুজ ইংরেজি বললে সেটা তার কাছে ইন্টারেস্টিং ই লাগছে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।