পূর্বকথন:দীর্ঘ কয়েক মাস যাবত আমার কলম, কী-বোর্ড এবং মস্তিস্ক প্রত্যেকেই কোনো এক অদৃশ্য কারণে হ্যাং করছিল।কিছুতেই কিছু বের হয়না। অবশেষে……ইহা বের হইলো….পোস্ট করতে ভয় লাগে তাও করে ফেললাম।
স্বপনে-বাঁচি, শুন্যে -ভাসি
ভাবনাগুলো সর্ব-নাশী।
রোদও মাখি, জলেও ভিজি
জীবন নিয়েই খেলি বাজি।
ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতে
মন বসেনা কোনো কিছুতে
মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…
ব্যস্ত মানুষ, ব্যস্ত শহর
বাড়ছে রোজই বাঁচার-দর।
বিক্রি হয়ে যাচ্ছে এ-মন
হচ্ছে ফিকে, সব-আয়োজন।
“ওরে …………………..ক্ষ্যাপাটে।”
জলের দরে দিলাম বেচে
দুঃখ পুষে লাভ-কি আছে।
চলছে চলুক জীবন-চাকা
নাই-বা ছু’লো সুখের রেখা।
ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতে
মন বসেনা কোনো কিছুতে
মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…
গোল দিয়া ফালাইলাম । 😀
কবিতা ভালো ছিলো । :boss:
আর্সেনাল এর সাপোর্টার দেখা যায় । :thumbup:
মাথা হ্যাং করে কেন ? রি-বুট কইরা ফেল ।
মে দ্যা ফোর্স বি উইথ ইউ । :gulli2:
অফচান্সে আর কত গোল দিবি ...??
রি-বুট কইরা লাভ নাই ....কেটে ফেলতে হবে...
আর্সেনাল .. :thumbup:
ধন্যবাদ 🙂 🙂
amaro mon kheyeche ghun pokate 🙁
You cannot hangout with negative people and expect a positive life.
ঘুণ পোকা খুব খারাপ .. 🙁
ভালো লাগসে, কিপ ইট আপ
:thumbup:
ধন্যবাদ ভাই ...... 🙂
ভাল হইছে :clap:
ধন্যবাদ ভাই …… 🙂
দারুণ কথাগুলো।
সুর করে ফেলো তাহলে! তুমিই কি করছো?
ধন্যবাদ নূপুরদা .... 🙂 :
আপনার কমেন্ট পেয়ে অনেক খুশি লাগতেছে ..... :awesome:
আমি লেখার সময় মাথায় সুর ঘুরতে থাকে .......কিন্তু ওই পর্যন্তই......
পরে আর গান হয় না .......... 🙁
ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতেএ এ এ এ এ এ এ এ এ এ
লাইনটা মাথায় ঘুণ-পোকার মতোই চেপে বসেছে। দারুন লাগলো মিয়া
অফটপিকঃ তুমিও আর্সেনাল!!! :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাই, ঘুন পোকা মন খাইয়া এখন মাথা খাওয়া শুরু করছে.......ঘুন পোকার হাত থেকে বাঁচার উপায় কি ??... 🙁
.ধন্যবাদ 🙂
আর্সেনাল :thumbup: আপনিও নাকি ???
সুন্দর তো! সুর করে সিসিবিতে পাঠাও.
ধন্যবাদ আপু 🙂
আসলে আমি যা লিখি এগুলা অনেকটা গানের খসরা ....কখনো গান হবে কিনা জানিনা... 🙁
ভালো হইছে............কিন্তু সুরটা কে দিবে???
ধন্যবাদ ভাই ..... 🙂
সুর টা যে কেউ দিতে পারে .....!!
আমার আশায় থাকলে ইহার এই জন্মে গান হওয়ার সম্ভাবনা নাই 🙁