এর সাথে আখ্যায়িকা -১ এর কোন সম্পর্ক নেই।
****উৎসর্গ তাদের যারা বৃষ্টি ভালোবাসেন কিংবা বাসেন না।
কিছুটা বিস্ময় আর কিছুটা বিরক্তি নিয়ে রিক্সাওয়ালা তাকিয়ে আছে তুষারের দিকে।ভরদুপুরে কেউ ঘন্টা হিসাবে রিক্সায় উঠতে পারে তা বোধ করি তার জানা নেই।কিংবা আছে অবশ্যই কিন্তু তা যুগলবন্দী যুবক আর যুবতী। এমনিভাবে একা একা ভর দুপুরে কারো যদি ঘন্টা ধরে রিক্সা ভ্রমনের শখ চাপে তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করাও বিচিত্র নয়।রিক্সাওয়ালার বিরক্তির কারণ বুঝেই কিনা তুষার বলল,মামা আপনার যত আস্তে ইচ্ছা চালাবেন।আর দুঘন্টায় আপনার যা রোজকার হত তাই পাবেন।এরপর রিক্সাওয়ালার রাজি না হয়ে উপায় নেই।
বিস্তারিত»