ফটো ব্লগ : [মনরোভিয়া] [মনরোভিয়ার পথে] [লাইবেরিয়া] [স্থির সময়] [বোমি লেক]
কয়েকদিন আগে কেন জানি হঠাৎ করেই লাইবেরিয়ার ইতিহাস নিয়ে ঘাঁটাঘাটি করা শুরু করলাম। ইন্টারনেট জিনিসটা খুব কাজের। স্রেফ কী-বোর্ডের কয়েকটা খুটখাট করতেই চোখের সামনে চলে এলো অতীত মনরোভিয়ার নানান ছবি। সেখানের কিছু কিছু আমার অংশ অনেক চেনাজানা – পরিচিত। এমন কি সেগুলো বিভিন্ন সময় আমার ক্যামেরায় বন্দীও হয়ে গেছে। ইন্টারনেটের সাদাকালো আর আমার রঙ্গিন ছবিগুলোর তুলনা করার প্রয়াস পেলাম।
১. শতবর্ষ পুরনো মনরোভিয়া লাইট হাউস – বর্তমানে দাঁড়িয়ে শুধু নিজ অস্তিত্বের ঘোষনাই দিচ্ছে।
২. মেসুরাডো নদীর অপর পাড় থেকে বিভিন্ন সময়ে আঁকা ও তোলা ছবি।
৩. যদি ভুল না হয়ে থাকে তবে এটা শহরের প্রধান সড়ক “ব্রড স্ট্রিট” – কোন একটা অকেশনে মার্চপাস্ট চলছে। দূরের পাহাড়সম উঁচু অংশে দাঁড়িয়ে আছে ডুকোর প্যালেস হোটেলের ধ্বংসাবশেষ। দ্বিতীয় রঙ্গিন ছবিটা ডুকোর প্যালেস হোটেলের সপ্তম ফ্লোর থেকে তোলা।
৪. ত্রিশের দশকের কোন সময়ে তোলা মনরোভিয়ার আকাশ ছবি। প্রভিডেন্স আইল্যান্ডের উপর দিয়ে নির্মিত হয়েছে “প্রভিডেন্স ব্রিজ”।
নাইস! :clap:
লাইট হাউসের ছবিটা খুব সুন্দর আসছে :boss:
আমাদের ঢাকার এরকম কিছু ছবি নিয়া একটা সাদাকালো vs রঙিন কিছু একটা করলে দারুন হইতো। শোয়েব একবার অনেকগুলা ছবি দিছিলো, পরে আরো দিব কইয়া যে ফুটছে আর কোনোখবর নাই x-(
সায়েদ, দোস্ত অনেক থ্যান্কু ছবিগুলার জন্য :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাইর দেয়া দরকার।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
থ্যাংকু বন্ধু 🙂 ।
Life is Mad.
তোমার কাজের ষ্ট্যার্ন্ডাট খুব ভালো। :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
লজ্জা পাইতেছি বস :shy: :shy: ।
থ্যাংকস।
Life is Mad.
অতীত কতো সুন্দর !!! :dreamy:
আসেন সবাই অতীতে ফিরে যাই । যাবেন নাকি কেউ ? রাজী থাকলে জায়গায় বসে আওয়াজ দেন।
অসাধারণ। পার্থক্যগুলো খুব ভালোভাবে চোখে পড়েছে। একসময় কেবল গাছপালা আর আগাছায় ভর্তি এই পৃথিবীতে আমরা কত কিছুই না গড়ে তুললাম...
শিলাজিতের গানের এই কথাগুলো মনে পড়ে গেল।
Life is Mad.
খুব সুন্দর সায়েদ ভাই। :thumbup:
আপনি দিন দিন সবাইকে মুগ্ধ করেই চলেছেন। 😀 😀 😀 😀
থ্যাংকু ব্রাদার 😛 ।
Life is Mad.
ভাল ছিল, আরো চাই, চালাইয়া যা :thumbup:
ওক্কে ওক্কে 🙂 😛 ।
Life is Mad.
আপ্নে ভস... :boss: :boss: :boss: :boss: :boss:
ভস ???? 😮 😮 😮 😮
খামড়ুল ভাই?? 😛
ওই ব্যাডা! আমার নাম এমুন কইরা লেখসস ক্যান?? যা গিয়া নায়াগ্রা ফলসের পাড়ে লং আপ হইয়া থাক।
আমি কানাডা আইসা গেট-আপ করামু। 😀 😀
আইচ্ছা। যাইতাছি। 😀
টৌপিখ, কেমন লাগে???? :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঝুণায়েধ বাই, বালো লাঘে। :grr: :grr: :grr:
এত লোকজনের মইধ্যে লং আপ হয়ে আছ...তাও ভাল লাগছে???? 🙁
তুমি তো চরম বি পজিটিভ হে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😕 😕 😕
সিনিয়াররা জুনিয়ারদের একটু পাংগাবে। তাই বলে কি শরম পেতে হবে নাকি?
আপনিই বলেন, পাঙ্গা খেয়ে আপনি কবে শরম পাইছিলেন? জুনিয়ার থাকতে বেশি পাঙ্গা খাওয়াটা তো স্ট্যাটাস সিম্বল ছিল। :-B
😛 😛 😀 😛 😛
Life is Mad.
ছবি ব্লগ বরাবরই অনেক ভালো লাগে। 🙂
এইটাও ব্যতিক্রম না। কিন্তু আকাঁ ছবিগুলা কার? আপনি স্কেচ করেন নাকি, সায়েদ ভাই?
আঁকা ছবিগুলো মনে হয় কলম্বাসের করা 😉 😉 ।
আমি ছবি আঁকি - তবে তা 'যন্ত্র সংগীতে'র মতোন 'যন্ত্র ছবি', ক্যামেরা দিয়ে আঁকা 😀 😀 😛 😛 ।
Life is Mad.
চলেন চলেন চলেন
সায়েদ ভাই বস... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সুন্দর।
প্রথম ছবিতে ফ্লাগ দেখে ভাবলাম... আরি আম্রিকার পতাকা ক্যান??? 😮
পরে গুগল কইরা দেখলাম এইটা লাইবেরিয়ার ফ্লাগ। 😛
সুন্দর। :clap:
এর প্রত্যেকটা লাল আর সাদা লাইনের আলাদা মর্মার্থ আছে 🙂 ।
Life is Mad.
কি অর্থ প্রকাশ করে ভাই?
একটু অপেক্ষা ব্রাদার.........আলাদা ব্লগ আকারে দেয়ার ইচ্ছা আছে। সাথে আরও টুকটাক ইনফর্মেশন থাকবে।
Life is Mad.
সায়েদ ভাই চরম চরম :boss: :boss: :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সায়েদ ভাই, দারুন! :clap: :clap: :clap:
আপনি দিন দিন আমাদের মুগ্ধতা বাড়ায়েই চলেছেন!
তোমাদের উৎসাহ আমার জন্য বড় অনুপ্রেরণা।
Life is Mad.