ঘুম ভাঙে সাড়ে পাঁচটার দিকে। ল্যাপটপটাকে আবিষ্কার করি মেঝের উপর। ঘুমের ঘোরে ফেলে দিয়েছিলাম নাকি নিজেই মেঝের উপর রেখেছিলাম মনে করতে পারি না। তুলে চালু করি। আমার মতোই শীতনিদ্রা ভেঙে জেগে উঠেন আমার প্রবাস জীবনের সবচেয়ে বড় বন্ধুটা। ক্রিক ইনফোর পেজ খোলাই ছিল। আলস্য ভেঙে অতি কষ্টে আঙুল তুলে F5 চাপি। চারখানা উইকেট পড়েছে, লিড চারশর ঘরে। দীর্ঘশ্বাস ছাড়ি। কেউ কথা রাখে না। সাকিবকে ঠেকানোর বুদ্ধি ঠিকই বের করে ফেলেছে শ্রীলংকা। আর মরা পিচে মাশরাফি কিইবা করতে পারে। শামীম চৌধুরীকে শুনলাম মাশরাফির ফিটনেস নিয়ে বিষেদাগার করতে। জুতা দিয়া গালে দুইটা মারতে ইচ্ছা হলো। পাইলটের ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ড সফরে এই ছেলেটাকে দিয়ে ইনজুরির সময় ছোট রান আপে বল করানো হয় নাই? তারপর ইনজুরি যখন জটিল আকার ধারন করেছিল, ছেলেটা হারিয়ে যেতে বসেছিল, তখন তোর তত্ত্বকথা কই ছিল? মফস্বল থেকে একটা ছেলেকে ধরে আনবি, মেধাবী তাই কোন প্রস্তুতি ছাড়া ব্যবহার করবি, তারপর ছেলেটাকেই দোষ দিবি? মুখ খারাপ করে গালি দিতে ইচ্ছা হয় সাত সকালে।
ইয়াহুর বার্তাবাহকে দেখলাম আয়াজ ঢুকলো। আন্ডারগ্র্যাড করে এখানে ইকোনমিক্সে। কাল দাওয়াত দিয়েছিলাম ওকে। পরোটা বানিয়েছিলাম, চানার ডাল দিয়ে কলেজ স্টাইলে গরুর মাংস, সরিষার তেলের ড্রেসিং দিয়ে টোমটোর সালাদ, বিফ স্টেক। আমার প্রায় ঘন্টা পাঁচেক খাটা খাটনি করতে হয়েছিল। হলিডে সিজন, কাজ কর্ম নাই। সুতরাং ওই সময়টুকু দিতে গায়ে লাগেনি। খাওয়া দাওয়ার পর ব্যাটা আমার লিভিং রুমের সোফায় শুয়ে ঘুম দিল। আমিও বাড়তি কম্বলটা দিয়ে ঢেকেঢুকে দিয়ে, থার্মোস্ট্যাটে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে নিজের রুমে এসে ঢুকলাম। অনলাইনে স্ট্রিমিং করে লেকারস-ট্রেইলব্লেজারস খেলা দেখবো বলে। অগ্নিশৃগালের আরেক ট্যাবে বাংলাদেশ শ্রীলংকার খেলা। এক ট্যাবে জিতছি, আরেক ট্যাবে অপমানের চূড়ান্ত। দেখতে দেখতেই ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম ভেঙে কম্পিউটার ছেড়ে আয়াজকে অনলাইনে দেখে অবাকই হয়েছিলাম। ও বলল, পাঁচটার দিকে ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাসায়। অগত্যা আমার উঠতেই হলো। যাওয়ার সময় দরজা লক করে গিয়েছিল কিনা দেখার জন্য।
ততোক্ষণে দিনের খেলা শেষ হয়ে যায়। আরেক ইনিংস ঘুমানোর আগে এন বি এর গতকালের খেলাগুলোর ফলাফল দেখি। পরে যখন ঘুম ভাঙে, ঘড়িতে দেখি ১১টা বাজে। সিসিবির নতুন পোস্টগুলো পড়ি। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হয় না। মাথায় নতুন কতোগুলো পোস্টের আইডিয়া ঘোরে। সেগুলো লিখে ফেলতেই শুরু করেছিলাম এটা। কিন্তু কি যে হলো, লিখতে শুরু করার পর কিভাবে কিভাবে যেন সব গুলিয়ে গেল।
1st :grr:
পোলাপাইন কত খারাপ হয়ে গেছে...নিজের পোস্টে নিজেই কমেন্ট কইরা ফার্স্ট হয়... :-B :no:
যাই হোক, ৯৫০তম পোস্টের অভিনন্দন... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ।
জুনা ভাই দেখি আসলেই হিসাব রাখতেছে। 🙂
একটু মনে হয় মিসটেক হয়ে গেছে...এখন দেখতেছি পোস্টের সংখ্যা ৯৫১... 🙁
ব্যাপার নাহ্... :-B
কেন জানি হাজার তম পোস্ট দেখার জন্য আমার মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনার ব্যাপক চিন্তাশীল পোস্টে হাজারতম পোস্ট করার বুদ্ধি দিয়া দিছি। 🙂
সিসিবিতে আমার স্ট্যাটাস তো ঠিক লেখক না...পাঠক এবং মন্তব্যক... :-B
সুতরাং বুদ্ধিটা আমার জন্য না... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহার কি সুন্দর বিছানা জীবন 🙂
আমারও এইরকম আনন্দময় জীবন চলে 😀
বিছানা জীবন.........নামটা খারাপ দাও নাই।
এই বিষয়ে একটা ব্লগ নামায়া ফেল। 🙂
তার আগে বিছানা থেইকা নামতে হবে তো 😀 😀 😀
আমি বিছানায় শুয়া শুয়াই লিখি। 😀 😀 😀
আমার ল্যাপটপটা বিছানা থেকে পড়ে গেলে ভেঙ্গে গুড়া হয়ে যেতো এইটা নিশ্চিত।
ঠিকই তো আছে। আইডিয়া পরে মুড উঠলে নামায়েন। ব্যাপার না।
মনিটরের হিঞ্জের উপর থেকে একটুকরা প্লাস্টিক ভেঙে গেছিল। সুপার গ্লু দিয়া জোড়া দিছি।
মুড উঠলে নামবে অবশ্যি।
আমি পাঁচদিন পর আজকে ঘর থেকে একটু সময়ের জন্য বাইরাইসিলাম।
একচুয়ালি বাপ এ আমারে টাইন্যা বাইর কৈরা নিয়া গেসে। 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
তুমি আমার থেকে বস না, আমি এক সপ্তাহ বাড়ির ভিতরে কাটাইলাম।
কালকে বাজার করার জন্য একটু বাইর হইছিলাম। এখন ঘড়িতে তিনটা বাজে, এখনও উঠি নাই।
খোমাখাতায় নিজের স্ট্যাটাস লিখে রাখছি......তৌফিকুর গা ঝাড়া দেওয়ার চেষ্টা করতেছে...
কিন্তু ঐ পর্যন্তই। গা ঝাড়া আর দেওয়া হইতাছে না।
পড়লাম।হিংসা হইতেসে শোয়া বসা জীবন দেইখ্যা।সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার কথা মনে হলে কলেজের পিটির আগের সময়টা এসে দাড়ায়।
আর জুনা ভাই ,হাজার তম পোস্ট আমি দিমু ডিক্লেয়ার।যেখানেই থাকি যেভাবেই থাকি।আমার মোটামুটি হিসাবে বৃহস্পতিবারের কোন এক সময়ে সেটা হবে। আগামীকাল সারারাত ডিউটি।তারপর চারদিন ফ্রি।আপনেরা এর মধ্যে আর পঞ্চাশটা না দিতে পারলে আমার অবশ্যম্ভাবী সম্ভাবনা।
*** অফটপিক: তৌফিকের একটি পোস্ট নিয়ে ধর্ম বিষয়ক জটিলতা হইছিল যে পোস্টে এবং তার প্রতিক্রিয়ায় আরেকজনের পোস্ট পড়লাম। আমি ব্যাক্তিগতভাবে এসব পোস্ট মডারেট না করার পক্ষপাতী।ব্যাক্তিগত আক্রমণ ছাড়া চলুক না প্রাণবন্ত আলোচনা।
কাব্য ভাই তো চইলাই গেলেন মাথা গরম কইরা। ওই পোস্টটা লিখার জন্য নিজেরে লাত্থি দিতে ইচ্ছা হয়। আমি কিন্তু কোন মতবাদই প্রচার করি নাই। একটা ঘটনার কথা লিখছিলাম। তার পর কি থেকে যে কি হয়ে গেল। ভাগ্য ভালো, এডু স্যারের হালকা ভৎসনার উপর দিয়াই গেছে। ভ্যান খাই নাই। 😀
জুনায়েদ ভাইয়ের ব্যাপক চিন্তাশীল পোস্টে আমি একটা টিপস দিছি কিভাবে হাজারতম পোস্টটা করা যায়। ওইটা মাইনা করতে পারো। 😛
প্রনবন্ত আলোচনা হলে আমারো আপত্তি নাই। আমার মনে হয় এর জন্যই তো ব্লগ। কিন্তু মাঝে মাঝে আমরা সীমালঙ্ঘন করে ফেলি যে! ওইখানে যেমন কেউ কেউ ব্যাক্তি আক্রমন করে ফেলেছিলেন। নইলে সব ধরনের একাডেমিক ডিবেট বা মুক্ত আলোচনা করতেই তো আমরা সবাই একত্র হয়েছি।
আর তৌফিক
তোমার বারবার ওই পোস্ট নিয়ে আক্ষেপ করার কোন কারন নেই। তোমার পোস্ট এবং আমরা যারা কমেন্ট করেছি সবাই কিন্তু একাডেমিক ডিবেট করছিলাম। 😀
তাইলে আর করুম না। 🙂
ধর্মীয় ব্যাপার গুলা খুব সেনসেটিভ। এবং এটা অশেষ, শেষে দেখা যায় জিহাদ (নাকি ক্রুসেড) শুরু হয়ে গেছে।
এই অনুভুতি নিজস্ব, নিজের মধ্যেই রাখা ভাল। আমার নিজের সবকি আমি শেয়ার করি? এটা কি উচিৎ? প্রোডাক্টিভ কিছু কি পাই এখান থেকে?
ব্যক্তিগত ভাবে আমি অনেক বেশি ধর্মীয় অনুভুতি প্রবন। আমার গে-টাপ দেখে মুহম্মদ আর রায়হান আমাকে পিটায় কিনা এই চিন্তা মাঝে মাঝে চলে আসে। এই জন্য গেট-টুগেদার এড়িয়ে চলি, যদি লাইট বন্ধ করে পিটায় পোলাগুলা। কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে মুহম্মদের পোষ্ট গুলো পড়ি সচলে,বির্তকে নামি না দুটা কারনে, ১। আমার এত পড়াশুনা নেই, ২। এই বির্তক আমার কাজ না। কিন্তু ওর পোষ্ট পড়ে আমার অনুভুতি বদলায় না, এটা শেয়ারও করি না। ঝগড়াও করি না।
কিন্তু সবাই আমার মত নয়। এরা কিছু মানুক আর না মানুক, চিল্লা চিল্লি করে। পরিবেশ নষ্ট হয়। আমার কাছে যেটা স্বাভাবিক, অন্যে সেটা নাও মানতে পারে। অসুবিধা কোথায়। এমন অনেক বিষয় আছে যেগুলোতে আমরা একমত। সেইরকম কিছু ব্যাপারে ভিন্নমত হতেই পারে। তুমি তোমার কথা বল, আমি নাও মানতে পারি। আমি আমার কথা বলি, তুমি মান কিংবা না মান তোমার ব্যাপার। কিন্তু জোর করে আমার মত কি অন্যের উপর চাপিয়ে দেয়া যায়?
তৌফিকের পোষ্টটা পড়েছি অনেক দেরী করে। ঈদের পরে। কারন ঈদের লম্বা ছুটিতে নেট বিহীন জীবন কাটিয়েছি। খুব কষ্ট পেয়েছি সাদিদের সিদ্ধান্তে। এটা আমার নিজের কষ্ট। সাদিদের জানা আর নাজানাতে কিছু যায় আসেনা। কষ্ট কমবে না, কিংবা বাড়বে না।
আমরা যে কবে বুঝব এই অতি সাধারন ব্যাপার গুলো।
তৌফিকের পোষ্ট পরে এই কথা গুলো বলতে চেয়েছিলাম। এই কথা অথবা এই রকম কিছু কথা। দেরি করে ফেলেছিলাম। আজ বলে ফেললাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই তো আমার গেট টুগেদারে আসা হারাম কইরা দিলেন 😀
নেক্সট গেট টুগেদারে আপনে না আসলে কিন্তু আসলেই মাইন্ড করমু... 🙁
বলা ঠিক হচ্ছে কিনা জানি না। তবু বলি। ঐ পোস্টটাতে অনেকে দ্বিমত করার সময় বেশ রুক্ষ ছিল। সরাসরি বলে দিয়েছে আপনার কথা ভুল। দ্বিমত করার জন্য আমার মনে হয় আরেকটু ভদ্র পদ্ধতিও আছে। যদি এভাবে বলা হত, আপনার কথা মানতে পারলাম না। অথবা, এ ব্যাপারে আরেকটু গভীর দৃষ্টি দেয়ার প্রয়োজন আছে। তাহলে মনে হয় দ্বিমত করাটা এত রুক্ষ থাকতো না। যখন মুখের উপর বলে দেওয়া হয় আপনি ভুল, তখন কিন্তু ব্যক্তিগত আক্রমণকেই আমন্ত্রণ জানানো হয় বলে আমার ধারণা।
সিসিবির পরিবেশ এমনিতেই যথেষ্ট ভালো। আরো ভালো হোক এই কামনাই করি।
সিসিবির পরিবেশ যাতে আরও ভাল হয়, সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। ভবিষ্যতে আর কখনও সেরকম রুক্ষ্ণ ভাষা ব্যবহার করবো না। গ্যারান্টি দিলাম।
আরে সেন্টু খাও ক্যা? 🙂
কথাটা কিন্তু আমি জেনারেলি বলছি। আমি কিন্তু ওই পোস্ট নিয়া মাইন্ড খাই নাই, খালি কাব্য ভাইয়ের ব্যাপারটা ছাড়া।
ঠিক আছে। সবাই কোলাকোলি করো। :hug: 😀 😀 😀
:hug: :hug: :hug:
:hug: :hug: :hug: :hug: :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug: :hug: :hug: :hug:
আমি ছেলেদের সাথে কোলাকোলি করি না 😮 😮
😮 😮 😮 কোলাকুলি করনা, তাইলে কি কর?
তুমি তো পিসিসির না বইলাই জানতাম :-B
সবাইরে ঈদ মোবারক... :party:
অফ টপিকঃ আরেকটা ঈদ কবে আইল টেরই পাইলাম না... 🙁
এই পোস্টে না ঢুকলে তো জান্তেই পারতাম না... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নামাজ পড়োসনাই এখনও 😮 😮
দৌড়দে, সেকেন্ড জামাতটা ধর। 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
শুধু সেকেন্ড না, প্রত্যেক্টা জামাত(ঈ)-রেই ধরুম...ধইরা :gulli2:
:grr: :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার তো এই ঢাকাইয়ার ঈদের জামাতের জুক্স মুনে পইড়া গেল :khekz: :khekz: 😉 ।
Life is Mad.
ওরে বাবা লম্বা জামাত দেখি।
সামিল হইলাম :hug:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জামাত রকস :gulli: :gulli: .................কপিরাইট জুনা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আহা... ভাইজান মুখে পানি আইসা পরলো। :dreamy:
কিন্তু উপায় নাই...যাই বিস্কুট চিবাই গিয়া। 🙁
ওই মিয়া, থাকো তো বাংলাদেশে। এই সব খাবার তো না চাইতেই চইলা আসার কথা।
এক বছর পর হাতে বানানো পরোটা খাইলাম। চোক্ষে পানি আইসা গেছিল প্রায়। 🙁
এত রাতে কই পামু। 🙁
আহারে তৌফিক !! তুইতো আমারে কলেজ এর কথা মনে করাইয়া দিলি রে পরটা আর ওই স্পেশাল টাইপ এর মাংস এর কথা লেইখা !
ভালোই হইছিল। স্পেশাল একটা পরোটা করছিলাম। পরোটার মাঝে তেল না দিয়া গ্রেটেড চিজ দিছিলাম। খাইতে খারাপ হয় নাই।
আমার এই ব্লগটা ঘুইরা আয় তাইলে, পরোটার কথা বলতে যেহেতু তুই নস্টালমুজিক হয়ে গেলি।
আমি তো ঘুমের ফাঁকে ফাঁকে কাজ করি।
মানে যখন ঘুম থাকেনা তখন কাজ করি আর কি। 😀 😀 😀 😀
খুব ভালো লাগতেছে। খালি আমার লেজই কাটা না, সবার লেজই কাটা তাইলে। 😀
সাকিবরে দিয়া আজকে বেশি বল করায়নাই, ক্যাপ্টেন সাব নিজেই দুইটা উইকেট নিছে। দিলশান বদমাইশটা আমাগোরে পাইলেই ফুইলা উঠে। আইসিসি আবারো লাগলো আমাগো টেস্ট স্ট্যাটাসের পিছে, এইবার যদি জিম্বাবুয়ে টাইপ কোনো ডিসিশন চলে আসে তাইলে যে কি হবে আল্লাহ মালুম।
তৌফিক, তোর আচারে পরটা মাংসের কথা দেইখা এই রাইত তিনটার সময় পেট টা মোচর দিতাছে :((
সংসারে প্রবল বৈরাগ্য!
পেট মোচড় দিলে তো ভালোই। 😀
ব্রেকফাস্টে মাংস পরোটা খাবেন। 🙂
আইসিসি যদি টেস্ট স্ট্যাটাস কাইড়া নেয়, কি হবে? বিসিবির কি টনক নড়বে? ঘরোয়া লীগ কি আরো ভালো হবে? জানা নাই। 🙁
সকালে পিটি ( ~x( ~x( ~x( ) থেকে এসে তোর পরাটার গল্প পইড়াই মেসে পরাটার অর্ডার দিয়া দিছি, এখন যাচ্ছি খাইতে।
বাংলাদেশের খেলার অনলাইন স্ট্রিমিং কোথায় পাবোরে?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀
লিংক ঠিক থাকে না। একেকদিন একেকটা থাকে। আমাদের একটা গ্রুপ আছে, এরা কোন লিংক পাইলে সবার সাথে শেয়ার করে। আমি পাইলে এখানে জানায়া দিব। 🙂
বাংলাদেশ শ্রীলংকা লাইভ স্ট্রিমিং
আশা করি সবাই বাংলাদেশের খেলা উপভোগ করতে পারবেন। 🙂
আপডেটঃ
১। দিলশান সেঞ্চুরী করছে।
২। সাকিব কাপুগেদারার কট এন্ড বোল্ড ড্রপ করছে।
৩। সাকিব সামারাবীরাকে এল বি করছে।
৬০০ লিড হইছে 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
খামোখা খেলা দেখ তুমি। বাড়িত গিয়া ঘুমাও।
৬২/৫
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার খেরোখাতা গুলাও এমনে লিখি আমি।
নিজের লেখা মনে হইল। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:hatsoff:
আপনার নিজের লেখা মনে হইলে তো আমি বস লিখি। কারণ, আপনার নিজের লেখাগুলা তো সেইরকম বস। 🙂
ইশশ তৌফিক এর সাথে যদি একই শহরে থাকতে পারতাম তাহলে খাওয়ার সময় হইলে ওর ওখানে চলে যাইতাম। আফসোস
আর ভালো লাগে না। বন্ধুহীন জীবন, যে কয়টা বাঙালি আছে, অধিকাংশের সাথে জুত পাই না। তুই থাকলে কি যে মজা হইত। :dreamy: :dreamy: :dreamy:
খেলা দেইখা মনে হইতেছে সবগুলা যদি icl এ ভাইগ্যা যাইত তাইলেই ভাল ছিল, ক্রিকেটের মত বোরিং খেলা এদেশ থেকে বিদায় নিত আর আবার ফুটবলের সেই পুরানা দিন ফিরা আসত।
অফটপিকঃ সাকিব ৪৬ রান কইরা আউট, মুরালি বা মেন্ডিস না, দিলশানের বলে, মুশফিকের সাথে ৯৬ রানের পার্টনারশিপ করছিল।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
টেস্ট ম্যাচ ক্রিকেট ইতিহাসে রানের বিচারে ৫ম বড় পরাজয় 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
তবুও আশার কথা বলি, আশায় সামনের ম্যাচ দেখার আয়োজন করি। আমরা যদি না দেখি, বিসিবির সকাল কোনদিনও আসবে না। :no: :no: :no:
তোমার এই লেখাগুলো বেশ...
আমি কখনও ডায়েরী লিখি না.....তবে মনে কত কথা জমে!
অনেক অনেক পরে যখন এই লেখাগুলো পড়বা তখন কি যে আনন্দ পাবা! কেমন মুচকী হাসবা, কখনো অভিমানী হবা......মোদ্দা কথা সময়টাকে ফিরে পাবা।
টাইম মেশিন আবিষ্কারের আগে সেটাই বা কম কি?
তোমার সেইদিনের আনন্দময় মুখ কামনায় :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যান যে লিখোস না x-( x-( x-( x-( ?
অনেক অনেক ধন্যবাদ টিটো ভাই। 🙂
এইভাবে তো ভাবি নাই।
একটা এ্যাডের কথা মনে পড়ল।
লাল রঙের বিশাল একটা সোফায় মডেল ভদ্রলোক ঠায় বসে থাকেন।
অনেক্ষণ বাদে একটা লেখা আসে "Spoil Youeself".
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
Life is Mad.
:hatsoff: :hatsoff: :hatsoff:
এতো আনন্দ কোথায় রাখি
টিটো ভাইয়ের এই খবর দেখে কি করব বুঝতে না পেরে নিজের পোস্টেই কমেন্ট করে সবার সাথে শেয়ার করলাম। 🙂
চমৎকার খবর নিঃসন্দেহে :clap: :clap:
টিটোর দুর্দান্ত গল্পটাকে আরেক এক্স ক্যাডেট বড়ভাই কতটা ভালোভাবে সিনেমায় রূপ দেন সেটাই এখন দেখার 🙂
টিটোকে আবারও :salute: :salute:
কয় দিন আগে টিটোর ব্লগে কইছি এই কথাটা, ফইলা যাইতেছে দেখি।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ তৌফিক
তোমার এইটা দেইখা পত্রিকাটা দেখলাম
ভালই.........পত্রিকায় নাম আসা :-B
:shy: :shy: :shy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ও কি, তুমি আগে জানতা না। তৌকির ভাইজান তোমারে না জানাই এই কাম করছে, 😮
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওহ তৌফিক, কাইয়ুম ভাই, ফয়েজ ভাই
:hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
@ফয়েজ ভাই
পত্রিকায় ইন্টারভিউর ব্যাপারটা জানতাম না 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তৌফিক, বরাবরের মতই সুন্দর লেখা। খুব ভালো লাগে এই ধরনের লেখাগুলো।
দিনের সর্বোচ্চ মন্তব্যকারী
কামরুল হাসান (৯৪-০০) (33)
তৌফিক (৯৬-০২) (25)
রায়হান আবীর (18)
যেদিনই ফার্স্ট হবার একটা সম্ভাবনা জাগে তৌফিক আমারে টার্গেট করে। নাহ! ধুর, এমন করলে খেলুম না। ওই দিন তোমারে ছাড় দেই নাই? 😀 😀