স্বীকারোক্তি… সহজ স্বীকারোক্তি

বাহ, আজ অনেকদিন পর খুব ভালো অনুভব করছি। প্রচন্ড আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে। শিরায় শিরায় আজ আমার খুশির ঢল নেমেছে। মোল্লার যাবজ্জীবন কারাদন্ড হয়েছে, ফাসি হয়নি। তাই আমার আজ আনন্দিত উদ্বেলিত না হবার কোন কারন নেই। নিজেকে বেশ হালকা লাগছে। সারাটা দিন একটা মুচকি হাসি গালে লাগিয়ে ঘুরছি। সত্যি বলতে কি, এই খুশীর শুরু হয়েছিল বাচ্চুর পলাতক হবার পর থেকেই। ফাসির আদেশ হয়েছে তো কি? বাচ্চুকে তো আর পাচ্ছে না। বাচ্ছু নিশ্চই কোথাও বেশ আরাম আয়েশী হালেই দিন কাটাচ্ছে।কাটাক সে খুশির দিন, আমিও হাসি। মোল্লা বেচারা পালাতে পারেনি। তাই ই বুঝি ওর যাবজ্জীবন হোলো।হোক, সশ্রম তো আর না। ভালো হল, জেলে বসে মাগনা খেতে পারবে, চা বিড়ির অভাব হবে না ওখানে। আর এত দিনে আল্লাহ রহমতে যে প্রভাব প্রতিপত্তি অর্জন করেছে তাতে জানি জেলেও ওর খেদমত করার জন্য খাদেম এর অভাব নেই। এমনও হতে পারে কিছুদিন বাদেই হইত তার সু আচরণের জন্য তাকে খালাস করে দেওয়া হবে। আমি সবচে ভালটাই ধরে রাখলাম আজ। আর অপেক্ষা করতে থাকলাম ভবিষ্যতের জন্য। আর বাচ্চুকে হয়তো আর খুঁজেও পাবেনা কেও। ফাঁসির আদেশ ফাইল এর স্তুপের নিচে পচে মরবে। তার জন্যেও শুভকামনা। ভবিষ্যতেরটা ভবিষ্যতেই দেখে নেব, বর্তমানের খুশী আগে সামলাই । আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় একটা দিন। আজকের দিনটা না আসলে বুঝতেই পারতাম না আমার চিন্তা চেতনা শক্তি মোটামুটি ভালই ধারওয়ালা। আগে ভাবতাম, আমরা একটা অকৃতজ্ঞ বেঈমান জাতি, যাদের আত্নসম্মান বলতে কিছুই নেই। নিজেদের স্বার্থ ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা আমাদের দাদা-বাবা- ভাইদের হত্যাকারির সাথে গলা মিলিয়ে চলি, মা-বোনের শ্লীলতা হননকারির সাথে ঢোলাঢুলি করি। এইতো কয়েকদিন আগেই মনে হতে শুরু করেছিল , আমি ভুল,ভুলে ভরা আমার চিন্তা চেতনা, এখন হয়ত সময় নিজের চিন্তা ভাবনা গুলোকে আবার নতুন করে সাজানোর। আজকের দিনটা আমাকে সেই কষ্টটুকু করা থেকে বাঁচিয়ে দিলো।আমার চিন্তা ভুল না। আমরা আসলেই একটা অকৃতজ্ঞ বেঈমান জাতি, যাদের আত্নসম্মান বলতে কিছুই নেই। নিজেদের স্বার্থ ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা আমাদের দাদা-বা্বা- ভাইদের হত্যাকারির সাথে গলা মিলিয়ে চলি, মা-বোনের শ্লীলতা হননকারির সাথে ঢোলাঢুলি করি।নিজের চিন্তা ও চেতনা শক্তির উপর আজ আমার আগাধ বিশ্বাস। আজ আমার খুশী না হয়ে কোন উপায় আছে?

১,০১৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “স্বীকারোক্তি… সহজ স্বীকারোক্তি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।