ক্যাডেট কলেজের বৈচিত্রময় জীবন এবং কৈশোরের হরেক রকম মানসিক বিকাশের ধরন… ও, একদল কিশোরের বেড়ে ওঠা নিয়েই … রক ক্যাডেট
(জয়তী প্রকাশনী, স্টল নং- ২৮২, অমর ২১শে বইমেলা, ২০১৩)
অন্যরকম জীবনচিত্র নিয়ে নিরব শব্দে অংকিত এই প্রামাণ্য কথন। বিশেষ এক সামাজিক আচারের চলমান ছবিতে- কৈশোরের বিকাশ, মনোবৈকল্য, স্বপ্নস্বাদ আর ইচ্ছেছেদন। ফুঁস করে ভেসে ওঠে- ব্যস্ত জীবনের অদ্ভূত একাকীত্ব, রাত জেগে চুপিচুপি জোছনা পানের আনন্দ, দমনে দমনে বাসনার ষ্ফুলিঙ্গ-তীব্র বিষ্ফোরণ, দ্রোহ-বিদ্রোহ। বলাকা কাঁপানো বুনো উল্লাস-আনন্দ, মন থেকে চুঁয়ে চুঁয়ে দু’চোখের জলপ্রবাহ, দমের হাঁসফাঁসে উঁকি দেয়া মুঠো মুঠো আঁধার-আলো।
মৌমাখা দুষ্টুমির কিছু জায়গা জুড়ে লাজুক প্রেমের নতুন কিশলয়ে ছিন্নছিন্ন অনুকাব্য- এবয়সে কিশোরী-ই দেবী, প্রতীক্ষার পিঙ্গল অনুভূতি।
ঘটনায় ঘটনায় চেতন হয়ে ধরা দেয় যতোসব আধোগোপন। মনে ও চোখে জৈবনিক রূপ নেয় লুকায়িত অচেতন। এটি একটি- ‘উষা থেকে গোধূলী ও গোধূলী থেকে উষার জীবন’। স্যুট-বুট-গলাবেঁধে, ঘামের গন্ধে ভিজে- একরাশ কৈশোর ও তাদের বেড়ে ওঠার চিত্রণ।
উপন্যাস নয়, অপন্যাস নয়, একটি সমাজের মনচিত্র। এটি একটি- এটি একটি মানচিত্র। মানচিত্র ।।
🙂
চ্যারিটি বিগিনস এট হোম
🙂
-আলীম হায়দার.1312.
শুভকামনা রইলো।
সামনের ছুটিতে দেশে গেলে অবশ্যই পড়বো।
তুমি গেছো
স্পর্ধা গেছে
বিনয় এসেছে।
শুভ কামনা তোমাকেও 🙂
-আলীম হায়দার.1312.
আলীম ভাই, আমি বিদেশে থাকি কোনোভাবে কি আমাকে একটা ইবুক দেয়া যায় ???
ই-বুক তো করা হয় নি রে.. দেখি কোন ব্যবস্থা করা যায় কি না..
-আলীম হায়দার.1312.
অভিনন্দন!
বইটা যোগার করে পড়ব অবশ্যই।
আশা করি তুমি আরো ভালো ভালো বই লিখবে।
আপনাদের শুভ কামনা এভং দোআ-ই আমার অনুপ্রেরণা... শূভ কামনা আপনাকে ড.
-আলীম হায়দার.1312.
বিশাল অভিনন্দন আলীম!
আশা করছি বইটি পাঠকপ্রিয়তা পাবে।
অশেষ শুভকামনা।
🙂
-আলীম হায়দার.1312.
অনেক শুভ কামনা রইলো! আর ভাই , আমরা যারা বৈদেশে অবস্থান করছি , তাদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি?
জানাচ্ছি ভাইয়া
-আলীম হায়দার.1312.
:boss:
অনেক অনেক অভিনন্দন ... পড়তে হবে দেখি 🙂
ধন্যবাদ ভাইয়া।
-আলীম হায়দার.1312.
রকমারীতে অর্ডার দিলাম
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
হুমমম
-আলীম হায়দার.1312.