(বুকের মধ্যে হলুদ একটা, পাতার দীর্ঘশ্বাস)
১
রেলিং এ তোমাকে দেখেই কিনা,
ঈশান কোনের কালো মেঘটা হুড়মুড়িয়ে ছুটে এসে,
হলুদ রোদকে হটিয়ে দিয়ে
ঝুমঝুমিয়ে ভিজিয়ে দিল।
কিংবা তোমার ভেংচি দেখেই,
হঠাৎ করে পালিয়ে গেল।
বৃস্টিটুকু হতে পারলে, দারুন হত।
দারুন হত।
২
বাতাসের ঝাপটায় বারবার উড়ে যাচ্ছিল তোমার চুল।
