ভোর বেলায় ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে নেটে বসলাম ইংল্যান্ডের পরাজয়ের চিপা দিয়া বামে দিয়া চামে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যাইতে দেখমু………ঘটনার ধারাও সেইদিকেই চলছিল…… শেষ ১০ ওভারে ওয়েষ্ট ইন্ডিজের জয়ের জন্য লাগে মাত্র ২৬/২৭ রান, হাতে ৪ উইকেট। এরপর থেকেই দেখি একে একে সবগুলা আউট হওয়া শুরু করলো!!! 😡 😡
=(( =((
সবগুলার গুষ্টি কিলাই…… x-( x-(
শালাদের পাথর মারা দরকার x-( x-(
দোররা মারা উচিত।
ওদের পাছায় কসায়া লাথি মারা দরকার।
ব্লাডি ফক্স এর দল, ওদের মেরামত করা দরকার।
ব্যাপার না। বাংলাদেশ জিতা ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়ার রাস্তা করলেই হইবো।
তখন ব্যাটারা বুঝবো কী হারাইলো আজকে??
্লাইক
নিজের কাজ অন্য কেউ করে না দিলে নিজেরই করে নিতে হবে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লাইক তাইফুর ভাই
আমি মোটামুটি শিওর যে এটা ম্যাচ ফিক্সিং । ওদের বাসে ঢিল মাইরা বিরাট ভুল হইছে ; বোমা মারার দরকার ছিল ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
লাইক
ইনশাল্লাহ সাউথ আফ্রিকাকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে খেলব আমরা......কাওয়াগুলার উপর ভরসার দরকার নাই। আসেন দেশরে সাপোর্ট দেই
আমি আর আমার শ্বশুর প্রাক-বাংলাদেশ যুগ থেকেই ওয়েস্ট ইন্ডিজ করি।আইজকা থাইকা সাপোর্ট অফিসিয়ালি তুইলা নিলাম। আমার দ্বিতীয় প্রিয় দল আর নাই, সবাই অপ্রিয়। বাংলাদেশ ছাড়া।
বাংলাদেশ ছাড়া ২য় আর কোনও পছন্দ নাই ::salute::
টিম এবার একটাই :gulli2:
আমার মনে হয় যে, ওরা আমাদের সাথে শত্রুতা করতেছে। কারন যেই দেখছে যে ওরা এই ম্যাচে জিতলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাবে, ওমনি হেরে গেছে। ওদের সুইমিং করে নিজেদের দেশে ফেরত পাঠানো উচিত।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
আশা করি বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে জিতবে আর ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে গোহারা হারবে, তখন বুঝবে ব্যাটারা আজকে তারা কী সুযোগ হারাইল
মানুষ তার স্বপ্নের সমান বড়
নিশ্চই এই খেলায় বিরোধী দলে হাত আছে x-( ...(আমি কিন্তু লীগ করি না...)
পূর্ন সহমত! এই ম্যাচে বিরোধী দলের ষড়যন্ত্র ছিল। তারা চায় না দেশের ভাল হোক। x-(
আমার বন্ধুয়া বিহনে
কী করলো !!!
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
বাংলাদেশ দলের টীম মটো হওয়া দরকার
"এসো নিজে করি "
( কপিরাইট : পরিবেশ পরিচিতি বিজ্ঞান অথবা সাধারণ বিজ্ঞান)
হুমম্ , টু বি প্রেসাইজঃ
এবারের বিশ্বকাপে টাইগার দলের ব্যাটস্ম্যানদের মটো ছিল-
"আসি আর যাই; তাই কোন কষ্ট নাই..." (সম্পাদিত) (সম্পাদিত)