(ছড়াটি অস্ট্রেলিয়া-প্রবাসী আদনান ভাইকে গিফট করা হলো।
আগেই জানিয়ে রাখি, বর্ষা এবং টিউলিপ দু’টি মেয়ের নাম আর জিহাদ হলো আমাদের অতি পরিচিত একটি ভাইয়া।)
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মুষলধারে রাত্রি-দুপুর
জলের বুকে টিপটিপ
দেখছে বর্ষা-টিউলিপ।
বর্ষা শুধায়, “সখিরে
লাগছে কীযে আহারে
চলনা একটু ভিজি
হৃদয় সুখে মজি।”
টিউলিপ কয় জবাবে,
“আজ জিহাদের অভাবে
আমায় তবে পড়লো মনে
বৃষ্টিমুখর মিষ্টি ক্ষণে?
দুষ্টুমিটা রাখ
ওকেই দেগো ডাক,
যার কাছে এই মন দিয়েছিস
তারেই নিয়ে থাক।”
ভাই, আপনে আমার মান সম্মান এর যাও একটু ছিল সেইটাও আর রাখলেন না =((
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভালবাসে বর্ষাকে, আর আমরা সবাই ভালবাসি জিহাদকে। অতএব জিহাদকে কষ্ট দেবার কোনো ইচ্ছা আমার/আমাদের নেই। 😛
জটিল হইছে।
ছড়ার নাম দেইখা তো মনে করছিলাম জিহাদ লিখছে।
পরে পড়ে দেখি ঘটনা অন্যরকম।
আশা করি জিহাদের অভাবে বর্ষা যেন অন্য কারও হাত ধরে ভিজতে না যায়।
অসাধারণ!!!! মারহাবা!!!
থেংকু।
ছড়ার নামটা inverted commaর ভেতরে আছে, ওটা জিহাদের ভাষ্য। জিহাদের হয়ে আমি লিখে দিলাম।
thanx..mahmud..tomra vai kivabe je kobita chora likho..amar mathai bonduk dhorleo 1 line kobita ber hobe na..khub valo likhso..ai jara zihad k kache dekhteso..tomader dayitto borsha jeno or kase thake..ami inshallah end of december deshe ashbo...hope to catch up with u guys then..shobai valo theko/thakben/thakish..
হইছে!
আদনান ভাই
থ্যাংকস। আমি ১৫ আগস্ট দেশে যাব, জিহাদ বা বর্ষাকে কখনো দেখি নাই।
আপনি যদি রোযা/ঈদে দেশে আসতে পারতেন, তাহলে হয়তো জিহাদ আর বর্ষাকে দেখতে পারতেন। কারণ গেটটুগেদারে নাকি জিহাদের সাথে বর্ষাও আসতেছে!(গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ)
হাহা ।। ছুটি নাই রে ভাই । দেশে এসে তোমাদের সাথে আড্ডা মেরে যাব । তখন আবার একটা কিছু organise করা যাবে ।
arey dhuurrr,Barsha Zihad niye eishob ajgubi n ajhaira kahini banay apnera ki moja pan bujhi na...apnader r kam kaj nai? x-(
বর্ষা আপু আমরা অনেকেই ভেবেছি এটা একটা কাল্পনিক চরিত্র...আমার মনে হয়না ব্যক্তি তোমাকে উদ্দেশ্য করে বা তোমাদের কাউকে আঘাত দেবার কোন ইচ্ছে লেখকের বা আমাদের কার ছিল।তারপরেও তুমি যদি আঘাত পেয়ে থাক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
তুই কার কাছে মাফ চাস দোস্ত? এইগুলা সব জিহাদের চালাকি। সে এই ব্লগে মোট ৪টা ID ব্যবহার করে। 😀
x-( কি?????
খেক খেক খেক :grr: :grr: :grr:
আলম ভাই, আপনে আমারে নিয়া আর কি কি জানেন? 😮
সাতেও নাই, পাঁচেও নাই
জানি, যে, তুমি খুব ভাল একটা ছেলে। আমার একজন প্রিয় মানুষের জন্য তোমাকে 'পাত্র' হিসেবে পছন্দ করে রাখসিলাম!! 😛 কিন্তু বর্ষার ঘটনা শোনার পর বড় হতাশ হইসি। 🙁
যাহোক, তোমার জন্য শুভকামনা থাকবে সবসময়। আশাকরি তোমাকে পেয়ে বর্ষা মেয়েটা সুখিই হবে। lolzz
আপনার প্রিয় মানুষ্টার জন্য তাইলে আমি লাইনে খাড়াইলাম। :grr:
ঐ সাইডে যা। আমারে দেখস না? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
Barsha বলেছেন,
অগাস্ট ১১, ২০০৮ @ ১০:৫৬ অপরাহ্ন
আমার আসলেই কুনু কাম নাই 😀 :grr: :grr:
মি টু...
আমার আর কোথাও যাবার নেই...
কিচ্ছু করার নেই...
জিহাদ, অন্য কলেজের হইলেও আমি কিন্তু তোর বড় ভাই।আমারে এম্নে "কাশেমঃ" বানানো কি তোর উচিত হইসে?খাড়া তোরে গেট টুগেদারে পায়া লই x-( x-( x-(
bhaiya...apnake kashem banaise Alam bhaiya....it was me Barsha myself....n u dnt need to say sorry...i kno u r all kidding ...i just wanted to be sure..Thats it:)
কিডিং করা ভালো না...
মাসরুফের প্রোফাইলের নূরানী মার্কা ছবি দেইখা বুঝা যায় পোলাডা কত ভদ্র এবং ভাল। ওরে সবাই মিলা এমন "কাশেম" বানানোটা ঠিক হয় নাই। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মাসরুফ ভাইয়া তুমি গেটটুগেদারে গেলে আমার পক্ষ থেকে জিহাদ রে দুই হাজার ফ্রন্টরোল দিতে কইবা। বড় ভাইগো "মফিজ", থুক্কু "কাশেম" বানানোর শাস্তি।
সাব্বির ভাই,
কেউ কাউকে কাশেম বানায় নাই। দয়া করে বর্ষা ম্যাডামে স্ব-কি বোর্ডে লিখিত মন্তব্যখানা খিয়াল করুন। 🙂
খাড়ান সাব্বির ভাই আপনে দেশে আসেন যৌথ ভাবে অরে পাঙ্গামু।
শুধু বর্ষা ম্যাডামই আসছেন? টিউলিপ আপু আসবেন না?
=))
এইটাতো জানতাম না। জিহাদ ইদানিং দেখি কিছুই বলে না। :grr:
যেই জিনিস আমি নিজেই জানিনা সেইটা অন্যেরে ক্যামনে জানাই 😕
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ,
ইন দ্যা লাইন অব ফায়ার ...। 😉
বাই দা ওয়ে,এই কাশেম কিন্তু "ফিরে ফিরে আসি-১" এর দৌড়-কাশেম না এইটা রাসেল ভাই(ডিফেন্স গাইড) এর কাশেম...
:clap:
হুমম..।উঠতি কবিদের আডডা নাকি? বেশ বেশ..