“ভালবাসি বর্ষাকে”

(ছড়াটি অস্ট্রেলিয়া-প্রবাসী আদনান ভাইকে গিফট করা হলো।
আগেই জানিয়ে রাখি, বর্ষা এবং টিউলিপ দু’টি মেয়ের নাম আর জিহাদ হলো আমাদের অতি পরিচিত একটি ভাইয়া।)

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মুষলধারে রাত্রি-দুপুর
জলের বুকে টিপটিপ
দেখছে বর্ষা-টিউলিপ।
বর্ষা শুধায়, “সখিরে
লাগছে কীযে আহারে
চলনা একটু ভিজি
হৃদয় সুখে মজি।”
টিউলিপ কয় জবাবে,
“আজ জিহাদের অভাবে
আমায় তবে পড়লো মনে
বৃষ্টিমুখর মিষ্টি ক্ষণে?
দুষ্টুমিটা রাখ
ওকেই দেগো ডাক,
যার কাছে এই মন দিয়েছিস
তারেই নিয়ে থাক।”

৩,০০৯ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : ““ভালবাসি বর্ষাকে””

  1. সাব্বির (৯৫-০১)

    জটিল হইছে।
    ছড়ার নাম দেইখা তো মনে করছিলাম জিহাদ লিখছে।
    পরে পড়ে দেখি ঘটনা অন্যরকম।
    আশা করি জিহাদের অভাবে বর্ষা যেন অন্য কারও হাত ধরে ভিজতে না যায়।

    ওকেই দেগো ডাক,
    যার কাছে এই মন দিয়েছিস
    তারেই নিয়ে থাক।

    অসাধারণ!!!! মারহাবা!!!

    জবাব দিন
  2. আলম (৯৭--০৩)

    আদনান ভাই
    থ্যাংকস। আমি ১৫ আগস্ট দেশে যাব, জিহাদ বা বর্ষাকে কখনো দেখি নাই।
    আপনি যদি রোযা/ঈদে দেশে আসতে পারতেন, তাহলে হয়তো জিহাদ আর বর্ষাকে দেখতে পারতেন। কারণ গেটটুগেদারে নাকি জিহাদের সাথে বর্ষাও আসতেছে!(গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।