(ফ্র্যান্ডশিপ ডে উপলক্ষ্যে জিহাদকে গিফট করা হলো এই কবিতাটা।)
ছিপছিপে তার বদনখানি
মিষ্টি কোমল মুখ
এরই মাঝে খুঁজে ফিরি
এক পলকের সুখ।
নীলাম্বরী শাড়ি পরে
সামনে যখন এলো
আকাশ থেকে নামলো পরী
আমার মনে হলো।
লজ্জাবতী লতার মতো
কুঁকড়ে গেল নিমিষে
ছুটে কোথায় পালাতে চায়
অধর ছুঁতেই গ্রীবাদেশে।
টেলিফোনের ওপার হতে
বললো যেদিন আমাকে,
মিষ্ট স্বরে গুণগুণিয়ে,
“ভালবাসি তোমাকে”,
আমি তখন আত্মহারা
যাই ছুটে দূর দিগন্তে,
গহীন বনে, ছন্নছাড়া;
সঙ্গে করে প্রিয়াকে।
brishti r kotha lekha hoi nai!! zihad er posondo hobe na...
যে মনেতে তৃষ্ণা অনেক
বিষন্নতার সুর ছিল
কাছে থেকেও তোমার আমার
মধ্যে অনেক দুর ছিল।
সেইটুকু পথ একলা হেঁটে
আমার পাশে ঠাঁই নিলে
যা চেয়েছি তোমায় দিতে
মুখ বুজে ঠিক তাই নিলে।
সাজলে ভোরের রঙ ছড়িয়ে
কালচে রঙা রাত রেখে
অাসলে তুমি হাসলে আমার
হাতের ওপর হাত রেখে
মগ্ন আমি আর কিছু নয়
ঐ অপরুপ সৃষ্টিতে
ভিজছে এ মন ইচ্ছেমতন
বর্ষা রাতের বৃষ্টিতে।
** আলম ভাই, ............. (বলার কিছু পাচ্ছিনা।)
** এখন আশা করি আদনান ভাইয়ের পছন্দ হবে। 😉
সাতেও নাই, পাঁচেও নাই
যা লিখেছিস !! ফাটাফাটি ।। kismat konnnection হয়ে যাবে । আহেম মাত্র মুভি টা দেখলাম ।
how do you guys write so well!!!I wish I could write half the way you do!
দোস্ত, সবার সব যোগ্যতা থাকেনা। এই যেমন, তোর কতো সব কোয়ালিটি, এইসব কিছুই আমাদের নাই।
জিহাদ, তুমিও একটা :> এই সাইন দিয়ে দাও, আমারটা হচ্ছেনা।
ভাই কালত friendship day ছিল , girlfriend day না :)) । তাইলে এত রোমান্টিক কবিতা ছাড়লেন কেন??????????? 😉
কারণ এটা (Friendship day) হলো গিফটের উপলক্ষ্য, কবিতার বিষয়বস্তু নয়। 😕
lolzzzzzzzzzzzzzzz
ভালৈছে।
অফ টপিকঃ আলম ভাই, আমারে কোনদিন কিছু উৎসর্গ করবেন না? B-)
(এই দুই লাইন রায়হান রে উৎসর্গ করলাম।)
বন্ধুর দুইটা চোখ যেন দুই নলা বন্দুক
গুল্লি কইরা ভাইঙ্গা দিছে মনের সিন্দুক
তোমার জন্যে আছে 'এক বাক্স আদর'। সাক্ষাতে।
;;)
অই আলৈম্যা,তূই ত ইনটেকের ইজ্জতের ফালুদা বানাবি দেখতাসি,এমনিতেই ক্যাডেটদের বাইরের পুলাপাইন হো* বইলা পচায়,তর এই কমেন্ট দেখলে তো......
নাহ জিহাদ তোমারে নিয়া কি যে শুরু হইল...এডজুটেন্টের একটা মান সম্মান নাই? 😛
ইশ আমারে নিয়া যে কবে এমন হইবো 😕
মান সম্মান থাক্লে কেউ অ্যাডজুটেন্ট হয়?শুনেছ কখনও?? 😛
ঠিক ঠিক। মান সম্মান কলেজ প্রিফেক্টেরও থাকতে নাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
x-( এইডা কি কইলি?সিপি হইলো গিয়া ইন্টেকের মান সম্মানের প্রতীক তাদের নিয়া উল্টা পাল্টা কথা কয়ার কারণ্র তোর নামে ৩*ইডি ইস্যু করা হইলো x-(
হুম...