(উত্সর্গ পর্বঃ সঙ্গত কারণে এই কবিতাটি গিফট করা হলো আমাদের প্রিয় কমান্ডো আহসান ভাইকে। সাথে সবার জন্যে FREE হিসেবে থাকছে নিচের ছবিটা।)
আঁধার পেরিয়ে এসো তুমি মেয়ে
দ্বিধার পর্দা গলে এসো
গোধূলি লগনে অবারিত দিগন্ত জুড়ে এসো
কিংবা হাসনাহেনার গন্ধ নিয়ে এসো
নতুবা হেলেনের সাজে এসো।
ঘন জোছনার আলো নিয়ে এসো তুমি মেয়ে
শীতের সকালে চাদর জড়িয়ে এসো
শিউলি শাঁখে শুভ্র মালা গেঁথে এসো
কিংবা আষাঢ়ের ঝড়ো হাওয়া হয়ে এসো।
অধরা মাধুরী বেশে এসো তুমি মেয়ে
মেঘনার কলকল রবে বয়ে এসো
অথবা কোকিল কন্ঠী সুর নিয়ে এসো
কিংবা জাতীয় পতাকার পতপত ধ্বনি হয়ে এসো।
মোর বাতায়ন পাশে এসো তুমি মেয়ে
কিছুই যদিবা নিয়ে না এলে তবু
একটিবার দেখা দিতে এসো,
তবু তুমি এসো।
তবু তুমি এসো।
cooooo17¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶71o
777711¶¶¶¶¶¶¶¶¶¶¶$¶¶¶11
7777´$¶¶¢ooo7o¶$$$¶¶¶¶´1
7777´¶¶øoooo71$øøø$¶¶¶ø´7
7777´¶¶¢ooo71oø¶¶$$øø¶¶17
77771¶¶¶¢$¶$o¶ø¢ø¶$ø$¶¶o17
7771´¶¶¶¢¢¢$oø¢711ø¶¶¶¶$´7
7777´$¶¶ø11¢o¢¢¢ø¢o$¶¶¶¶´7
7777´¶¶¶¶o7$ø77øø77ø¶$¶¶´7
7777´ø¶¶¶¶o7¢o¢o7o¢¶¶¶¶¶´7
7777´¢¶¶¶¶¶¶øo71o¶¶$$¶¶$´7
777717¶$¶ø¶¶o$$¢¶¶¶¶¶¶¶¶11
777711¶$¶ø¶¶7oøø¶¶¶¶$¶¶¶ø´
77771´$¶øø$¶77ø¶¶$o¢ø¢¢$¶o´7
7771´´$¶øø$¶ø$¶¶øøo7ooo¢¶¶77
77711ø¶¶ø$¶¶¶$¢7¢o77ooo¢ø¶17
777ø¶¶¶¶¶¶¶$øo7¢øooo¢ooo¢$$´1
771´´¶¶¶¶øooo7o¢oooo¢ooooø¶¢´7
71´¢¶ø¢oooooooo7o¢ø¢oooo7oø¶7´
71¶¶øoooooooooo¢ø$øøøo¢o7o¢ø¶71
71¶øooooooooo¢¢¢oooo¢øo¢oooo$¶71
71o$¢7oooo¢oo77oooo¢ø$$øoooooø¶71
77´1$o7oooooo¢o77o7o$ø1¶øoooooø¶71
777´¶øøøøø¢ooo¢¢øoø¶ø1´7¶øoooooø¶71
আইছে নাকি ?? 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস...
একবার আসছিলো স্বপ্নে। বাস্তবে আর আসে নাই। অপেক্ষায় আছি আর কি।।
এসে বল,
- 'আলম, অভিনন্দন!! তুমি মামা হয়েছ...' :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀
কয়ি বাত নেহি। সে আসুক, তাতেই চলবে।
ছবিটা কিসের 😕 😕 ???? বুজি নাই।
Life is Mad.
সায়েদ ভাই, জুম আউট করে দেখেন- অথবা মনিটর থেকে দূরে গিয়ে দেখেন... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আলম, এভাবে যদি সত্যিই কোন মেয়েকে বলতে পার- সে না এসে থাকতে পারার কথা না... :clap:
ভাল কথা- আহসান ভাইএর কাছ থেকে ছবিটা তোমার কাছে কেম্নে গেল??? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
উলটা বলেন ক্যান? এই ছবি আহসান ভাইকে আমি দিতেছি। দক্ষিনবঙ্গের মেয়ে।।
(আমি আবার ঘটক পরিবারের লোকতো... 😛 )
কনক, অনেকদিন পরে দেখলাম। ভালো আছো ভাই?
তুই কনকরে কই পাইলি??? 😮
আহারে 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
কি হইল???কনকের নাম শুইনা দিল এমুন করে কেন?কাম্রুলতপু ভাই দেশে নাই দেইখা কি............ছি এ কথা মুখে আনতেও আমার লইজ্জা লাগে.........
অফ টপিক-গতকাল্কের টিরিটের জুন্যে থেঙ্কু 😛
আরিব্বাপসসসস...কি লেখনি কি কাব্য...আহসান ভাই এইবার যাবে কই... :awesome: :awesome: :awesome: :awesome:
কি হইতাছে এই সব...হা??????????
:chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup:
😡 😡 😡 😡 😡 😡 😡 😡 😡 😡
x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-(
:bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash:
কি বস... 😉 😉 😉 😉 😉 😉
ক্ষ্যাপেন ক্যালা... 😀 😀 😀
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
মাইর খাইস না কইলাম... 😡
বস, দক্ষিন বঙ্গের লোক আমার ভালই চেনা জানা আছে... 😛 😛 😛
মানে যদি আন্টির কুনু হেল্প টেল্প লাগে আরকি... :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
ব্যাপার না আহসান ভাই 😀 ।
এই বিষয়ে কথাবার্তা চললে ইক্টু ইক্টু শরম লাগে - আবার মনে মনে ভালোও লাগে 😛 😛 ।
ইক্টু আওয়াজ দ্যান......আমরা "ক" বললে "ঙ" বুইজা নিব 😀 😀 😀 😀 😀 😀 😉 😉 😉 😉 ।
Life is Mad.
😛 😉 :shy:
ভাই, নিজেরও মাথা ফাটাইতেসেন, আমারটাও!! পাত্রী পছন্দ হয় কিনা বলেন।। 😉
বড় ভাই, আমার পসন্দো হিসে(হইসে)। আমার এক্টা গতি করন যায় না??
শঙ্খচিল, পদ্মা এইসব নাম দিয়া বিয়া করা চলবোনা। ফ্যামিলি নেইম জানাও। 😀
:salute :salute: :salute:
:gulti: :gulti:
এইবার আমাদের সিও ভাবী না এসে যাবে কোথায়? :party: :guitar: :tuski: :awesome:
ওই তোরা সব দূরে গিয়া মর...
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
Life is Mad.
মাহমুদ.........জাস্ট অসাধারণ। মেয়েটাও জোস। সিও ভাবী হিসেবে একদম পারেফক্ট। মোনালিসার চেয়েও রহস্যময় লাগেছ
:hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
থ্যাংকু ভাই। :shy: আপনার মতো গুণী লেখকের কথায় উত্সাহ পেলাম।
আলম, চমৎকার হয়েছে তোমার কবিতাটা। :clap: :clap:
অনেকদিন পর লিখলা।
এইরকম আরো কবিতা চাই।
এতোদিন ঈদের ছুটিতে ছিলাম।
তানভীর ভাই, বরিশালতো ১০০ ক্রস করলো। চলেন না আমরাও করি। আমার টার্গেট আছে, এই সপ্তায় ৪টা লেখা দিব। তারেক ভাই/সাইফ ভাই আপনারা একটু এগিয়ে আসলে আমরা ২০০৯ সালের আগেই ১০০ ক্রস করতে পারি।। 🙁