মানুষ বনাম অমানুষ

মানুষ বনাম অমানুষ

আমাকে আমার চেয়ে বড় করে দাও হে প্রভু
এ পথ থেকে আমায় ফেরাও।।।।

মানুষ হয়েও আমি বড় অমানুষ
চাই না হতে আমি আবারও মানুষ।।

আজীবন অমানুষ তাদেরই বলে
অমানুষ থেকে যারা রয় অমানুষে।

মানুষ থেকে যারা হয় অমানুষ
ঘৃণ্য সবাই তারা হলেও মানুষ।

কথা: বাপ্পী খান
সুর: আইউব বাচ্চু
এ্যালবাম: সুখ LRB

৫,৩৩৭ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।