আজ ভালোবাসা দিবস। সিসিবি’র সবাইকে আজকের দিনটিতে প্রচণ্ডরকম ভালোবাসা জানাচ্ছি। ভীষণ ভালোবাসার মানুষকে একেবারে বুকে আগলে ধরে যেভাবে পাগলের মতো ভালোবাসে, সেভাবেই। তোমাদের খুব কম মানুষকেই আমি মুখোমুখি দেখেছি, অধিকাংশকেই কখনো দেখিনি, কথা বলা তো দূরের কথা। অথচ এই ব্লগের মাধ্যমে তোমরা সবাই আমার কতো চেনা, কতো আপন, কতো ভালোবাসার- সেটা প্রতি মূহুর্তেই উপভোগ করি।
বলতে পারো, এইটা আর নতুন কি? আপনি তো প্রায়ই সেটা বলেন। সত্যি তাই। কখনো বলি, কখনো বলি না। কিন্তু আজকের দিনটিতে বলাটার তাৎপর্য আলাদা। আমি কি আমার বাবাকে, মাকে, সন্তান, ভাই অথবা বোনকে কখনো সহজে ‘ভালোবাসি’ কথাটা বলি? বলি না। হয়তো ভালোবাসার নারী বা পুরুষটিকে সেটা প্রকাশ করি। অথচ আমরা আরো কতো মানুষকে ভালোবাসি। তাদেরও তো সেই কথাটা আমাদের মুখ থেকে একবারের জন্য হলেও শোনা দরকার।
ভালোবাসার এই দিনটার জানা কাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে এবিসি রেডিও। একটা দশ মিনিটের প্যাকেজ শুনে দেখো না কেমন লাগে। আজ দিনে কয়েকবার বাজবে এই প্যাকেজটা। জাহিদ রেজা নূরের লেখা, মারুফের শব্দ ও সংগীত সম্পাদনায় মানুষ ভালোবাসে পাগলের মতো, বোকার মতো নয় প্যাকেজটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ রেজা নূর, গোলাম ফারুক, শারমিন, রাব্বী এবং লীনা।
দেশে এবং দেশের বাইরে তোমাদের সবার জন্য ভালোবাসার দিনে এটা আমার উপহার।
ভালবাসা'র জয় হোক 🙂
জয় হোক। কিন্তু এইডা কি ইমো দিলা? দিবা তো হয় লজ্জায় লাল :shy: , নয় তো ভালোবাসায় বিভোর 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:)) :)) :))
ভালবাসি ভালবাসি
:just: ভালোবাসো, পাগলের মতো। :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:just: 😡 :just: 😡
এবার ঠিক আছে লাবলু ভাই?
x-( x-( x-( শার্লি তুই গেলি?
থ্যাঙ্কু বস...নামাইতে দিলাম...
অফটপিকঃ গোলকধারার প্রমোটা দেয়া যায় বস? চরম হইছে ওইটা, এবিসিতে ওইটা শোনার জন্য অপেক্ষা করতে থাকি সবসময় 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দিমুনে। ওইডাতো সুপার-ডুপার হিট।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
* গোলকধাধা হবে :bash: :bash: :bash:
কি শুনাইলেন সানা ভাই...
সম্রাট ক্লোদিয়াসকে :salute: , ভাগ্যিস সে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাসি দিসিল, নাইলে ভালবাসা দিবসের যে কি হইত...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ তোমার অনুরোধে :
এবিসি রেডিও'র প্রমো : গোলকধাঁধা
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
thank you boss
ভালবাসার জলচ্ছ্বাসে সকল খারাপবাসা ভেসে যাক... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যাক ভেসে যাক............. সব ভাসাইয়া দাও। ভালোবাসা শুদ্ধা!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হমম, গাছতলা ছাড়া আর কোন গতি নাই দেখতেছি... সবাই যেভাবে বাসা বাড়ি ভাসায় দিতাছেন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 😮
'পানির ট্যাপ' খিয়াল কইরা...খুব খিয়াল কইরা... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বুঝি নাই :no: :no: ~x( :no: :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাসরুফের তলায় গিয়া...সামনের দিকে দাঁড়াও...টের পাইবা... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:bash: :bash: :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
জুনাডা মানুষ হইলো না! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
x-( x-( x-( কবীর্দা...মানুষ হয়া যান
=)) =))
হুমমমম,
সব ব্যাচেলররাও ভালো ভালোবাসা পাক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পানির ট্যাপ কি?জাতি জান্তেচায়
😮 😮
::salute:: কি...?
ভালবাসাকে :salute: 😡
খারাপবাসাকে :chup: 😡
:just: :thumbup: :thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইয়া ভালোবাসলে আবার লজ্জা কিসের ??? তাই লাল হওয়ার প্রশ্নই আসেনা...
আর বিভোর নই তাই ওটাও দিতে পারলাম না....।
তাই সেইফ একটা ইমোটিকন দিলাম 🙂
:salute: :salute: :salute: :salute:
Life is Mad.
সানা ভাই ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও।
তোমাকেও শুভেচ্ছা তপু।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভালবাসা, পৃথিবীর সকল ডারউইনপ্রেমীদের প্রতি
ডারউইন দিবসের জোশে আছি তো, এইজন্যে ডারউইনপ্রেমী ছাড়া বাকিদের আর ভালবাসা জানাইলাম না। 😀
এই পোলাডা পাগল হইয়া গেছে। 🙁
সহমত। :bash: :bash: :bash:
ডারউইন ভাইয়ের জন্যও ভালোবাসা। আর ডারউইনের সব প্রেমিক/ প্রেমিকার জন্য :hug: :hug: :hug:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পৃথিবীর তাবৎ হাওয়া বিবর্জিত আদমদের জন্যে শুভকামনা। 😀
আমি সারাদিন ঘুমিয়ে কাটাবো আর স্বপ্ন দেখবো আসছে ফাগুন আর ভালবাসা দিবসটা হয়তো এইভাবে ঘুমিয়ে কাটাতে হবে না। 🙁
হুমমম, ঠিক কথা।
আসছে ফাগুনে আমরা দ্বিগুন হব। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy:
ফয়েজ : তুমি দ্বিগুন হইবা, মানে কি? কামরুল, মাস্ফ্যু, জুনা, কাইয়ুম দ্বিগুন হইলে আপত্তি নাই!! কিন্তু তুমার ব্যাপারটা একটু খোলাসা করো?? :-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀 😀 😀
@ সানা ভাই,
এদের পাওয়া মানে তো আমারো পাওয়া, ফ্যামিলির ভিত্রে না সবাই 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না, মানে আমি ভাবতেআছিলাম................. দুইডা তুমি, দুইডা তুমার বউ, তুমার পিচ্চি সব দ্বিগুন হইয়া গেলা :dreamy: :dreamy: :dreamy: কেম্নে কি? দূর!! আমি বোধ হয় পাগল, নাইলে বোকা!! ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
গান আবৃতি করল মনে হয় :grr: :grr: :grr:
ওরে 'গান' গাইতে দিছে কেডা? এর থেকে খুদে-গান-রাজ এর পিচ্চিগুলাই ত ভাল পারত।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শুধু এর থেকে না ভাই ওই পিচ্চিগুলা অনেকের চেয়েই ভাল গায়
ওরে নাআআআ
@তিশমা
বস,
ভাল যদি পাগলের মতোই বাসতে হয়, তাইলে লজ্জাই কি, আর বিভোর হওয়া কি করে সম্ভব? পাগলের লজ্জা কিসের? আর বিভোরই বা হবে কিভাবে, পাগল মানে ত আউলা? ;;;
আমার ত মনে হই মুচকি মুচকি হাসিই ঠিক আছে 🙂 🙂 🙂
(ঝগড়া-মুডে আছি :gulli2: )
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
সিনিয়রদের হাতে ধরা খাইলে লজ্জাও পাইবা না? আজকালকার পুলাপাইন যে কি হইতেছে!! নিজেই লজ্জা পাইতাছি!! :shy: :shy: :shy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, ভালবাসা 😡 দিবসের শুভেচ্ছা :hatsoff:
:salute:
:boss: :boss: :salute: :salute:
বস,
শুরুটা কি পূর্ণেন্দু পত্রীর 'কথোপকথন' না?
সেই প্রথম কৈশোরে শিমুল মোস্তফা আর শিরীন বকুলের কন্ঠে শুনছিলাম...অলটাইম ফেভারিট... :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
পূর্ণেন্দু পত্রী, শঙ্খ ঘোষ, নিজস্ব............এমন অনেক কিছু আছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই আপনাকে :salute: :salute:
জীবনে হই নাই তো। তাই একটা প্রমান রেখে দিলাম আর কি 😀
একটু ভুল হয়ে গেছিল 😀
কথপোকথনের ব্যাপারে মাথায় বসে গেছে শিমুল মুস্তাফার কোয়ালিটি, তাই ওইটুকু ভাল লাগেনি। নারী কন্ঠ পরিনত মনে হয়নি।
কিছু কিছু জায়গায় একটু বেশি তাড়াহুড়ো মনে হয়েছে। এটা কি টাইম ফ্রেমের জন্য। দশমিনিটের প্যাকেজের জন্য? ভালবাসার কথা তাড়াহুড়োয় মানায় না, এটা ধীর হলেই ভাল লাগে। আবৃত্তিতে বটেই।
আইডিয়াটা অনেক সুন্দর, পরের বার নিশ্চয় আরও ভালো হবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবৃত্তিতে তো* বটেই। 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্ক্রিপটি ভালো। কিন্তু আবৃত্তি, অভিনয় তেমন ভালো হয়নি। আসলে প্রস্তুতির সময় পায়নি ওরা। শুরুটা বলে কথা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মন অনেক খারাপ ছিল...এইখানে আইসা মন ভালা হইয়া গেল...। 😀 😀
মন খারাপ ক্যান? আলুর দাম বাড়ছে বৈলা? ভর্তা করতে, থুক্কু খাইতে পারস না দেইখা?
আমার তো গত সাতদিন ধইরা ভালবাসা দিবস চলে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্যাম্নে কি? কেমতে ??? কানে কানে কইয়া যান
দেশে ফিরছে রে!!! 😡 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এর্জন্যেই তো খালি কবিতা বাইর হইতেছে এক্টার্পরে এক্টা।
:))
দারুণ সত্যি কথা।
আমি জীবনেও বলি নাই আমার বাপ-মাকে।
মি ঠ্যু :no:
সংসারে প্রবল বৈরাগ্য!
লেখাটা কত্তো সহজ, আমি আজকাও কইতে পারলাম না। কেমুন লজ্জা লজ্জা লাগলো!! :shy: :shy: :shy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমারো। :shy: :shy: :shy:
লাবলু ভাই,
আপনি রেডিওতে বইলা দেন। সামনাসামনি বলার লজ্জাও নাই ,আবার সবাই জানলোও।
অফটপিকঃ
আমি এইমাত্র ঠিক করলাম, কখনো যদি কাউরে প্রপোজ করি, লাবলু ভাইরে কইরা রেডিওতে একটা চাঙ্ক নিমু। তারপর পুরা জাতিরে শুনাইয়া শুনাইয়া কমু, আমি তোমাকে ভালোবাসি। 😀
তুমি খালি মাইয়াডা ঠিক করো, তারপর দেখো হুদা রেডিও না, টেলিভিশন, সিনেমা তো সিনেমা! মাইক দিয়া সিসিবির সব পুলাপাইনরে ঢাকা শহরে নামাইয়া দিমু। পুরান ঢাকার সব বাজাইন্যা পার্টি ভাড়া কইরা ঢোল পিটামু। সারা শহর পোস্টার আর লিফলেট দিয়া ভাসাইয়া দিমু, "ভাইসব, আমাগো কামরুল প্রেমের ওপরে পিড়েছে, আর প্রেমও আমাগো কামরুলের ওপর পিড়েছে"।
আরেকটু যোগ করি : ভালো আইডিয়া!! এইডা লইয়া এইবার একটা নাটক নামাইয়া ফালাও!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই রে :salute:
আমরা যারা দূর দেশে :bash: থাকি, তাদের জন্য এবিসি প্রোগ্রাম তুলে ধরার জন্য। বস আরো চাই, আরো চাই।
এবিসি জিন্দাবাদ!
লাবলু ভাই জিন্দাবাদ! জিন্দাবাদ!!
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
জিহাদ, কামরুল : তোমাগোরে কতোদিন কইলাম নেতাদের হাত নাড়ার মতো একটা ইমো বাইর করো। আজকা তো আমি এইডা দিতি পারতাম!!! 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইডা দিতে পারেন।
ধন্যবাদ সুন্দর হাঁসের ছানা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ডাউনলোড দিলাম 🙂
:boss: :thumbup: :thumbup:
লাবলু ভাইকে বরাবরের মতোই :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
কচু, মানুষ বোকার মতই ভালবাসে।
তারপরেও লাবলু ভাই জিন্দাবাদ :salute:
আসলে দুইডাই ঠিক। পাগল আর বোকারাই ভালোবাসে!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, খুব খিয়াল কইরা। স্যাম খেপছে মনে অয়।
স্যাম আমি কিছু কই নাই :no:
ক্যান খেপবো ক্যান? স্যাম কি বোকা? 😮 এই যে এই রকম একটা দিনেও আপুটা পড়াশুনা করছে!! :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সিনিয়র ভাইয়ের কাছে আমার নামে কুৎসা রটানোর অপরাধে শার্লী যা কুইক তিনটা আইসক্রীম নিয়ে আয়
এতো কমের ওপর দিয়া? আমি তাহলে কি খাবো আপু? ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভুল হয়া গেসে লাবলু ভাই 🙁
ঐ শার্লী আমার জন্য তিনটা আর লাবলু ভাইয়ের জন্য চারটা আইসক্রীম, টপিং দিয়ে আনিস।
😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমারে কেউ বাচান :(( :(( ।
বন্ধুদের মধ্যে ঝামেলা ব্ধাইয়া দিয়ে দন্তপ্রদর্শন দন্ডানুসারে ধারা *** মোতাবেক লাবলু ভাইয়ের **ই :grr: :grr:
ধুর আবার :bash: ব্ধাইয়া=বাধিয়ে
এখনও দশ মিনিট আছে...
তুমি আদর দিয়া সোহাগ দিয়া, ধইরো আমার হাত...
মানুষ হুদাই ভালোবাসে। ভালোবাসার মতো পেইন কিচ্ছু নাই...
প্রেমের্মরা জলে ডুবে না।
লাবলু ভাই, চমৎকার লেখা।
ভালোবাসতে হয়তো আমাদের কোন কার্পণ্য নেই, কিন্তু ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আমরা অনেক কৃপণ।
এইডা খালি বাপ্মায়ের ক্ষেত্রে।
লগে মাইয়া থাকলে তো ....
কথা সত্য।
লগে মাইয়া থাকলে যে কে কি করে তা আর বোঝা হইল না! 🙁 🙁
😡 😡 😡 😡 😡 😡 😡 😡 😡 😡
ভালবাসতে বাসতে দেখি পাগল হয়া গেলাম ~x(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হাসের ছানা তুমি ভালবাসা দিবসে কই আসিলা ?? :(( :(( :(( x-( x-( x-(
:just: 😡 :just: 😡
ভালোবাসা দিবসের তিনদিন পর এসে লাভ ইমো প্রদর্শনের দায়ে রবিনের ভ্যাঞ্চাই................. :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রবিন কুরবানী ঈদ স্টাইলে তিনদিন ভালোবাসা দিবস পালন করসে 😀 ।
নাকি গন্ডারের মতো তিনদিন পর খবর হয়!! ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
১০০
B-) B-) B-)
:tuski: :tuski: :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনাকে :hatsoff: :hatsoff: :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অফটপিকঃ
লাবলু ভাই, একটা ছোট্ট অনুরোধ ছিলো। একটা গান খুঁজতেছি। অনেক জায়গায় না পেয়ে শেষ ভরসা আপনাকে বিরক্ত করতে এলাম।
পাথরের পৃথিবীতে কাচের হৃদয়
ভেঙ্গে যায়, যাক তার করি না ভয়
তবু প্রেমের তো শেষ হবে না।
'ঢাকা-৮৬' সিনেমার গান। বাপ্পারাজের প্রথম সিনেমা। গানটা গেয়েছেন তপন চৌধুরী-শাকিলা জাফর।
আমি ডিজুস ভার্সনটা পেয়েছি। কিন্তু রিমেক করে মূল গানের মেলোডিটা নষ্ট করে ফেলাছে। অরিজিনালটা যদি পান , একটু কষ্ট করে ............ (নাহ! লজ্জায় বাকিটা বলতে পারছি না- কপিরাইট জিহাদ ) 😀
জয় হক