আজ ভালবাসার দিনে
তোমাকে দেবো ভোরের সূর্যটা লাল
বিনিময়ে তুমি চুমুতে ঢেকে দাও
আমার দুটো গাল।
আজ ভালবাসার দিনে
সাদা মেঘের দলকে দেবো ছুটি,
বিনিময়ে চাই একান্ত আমার করে
তোমার রাংগা ঠোট দুটি ।
আজ ভালোবাসার দিনে
ঘুম ভাঙগাবো তোমার প্রিয় গানে
বিনিময়ে আজ কাটিয়ে দেবো
শুধু চেয়ে তোমার মুখের পানে।
আজ ভালোবাসার দিনে
তোমাকে দেবো বাগানের সবচেয়ে লাল গোলাপ
বিনিময়ে আজ সারাদিন করব
তোমার সাথে মিস্টি প্রেমের আলাপ।
আজ ভালোবাসার দিনে
তোমার পায়ে লুটিয়ে দেবো বঙ্গোপসাগর
বিনিময়ে চাই সারাদিন জুড়ে
তোমার দুষ্টু আদর।
আজ ভালোবাসার দিনে
আকাশে ওড়াবো ঝাঁকে ঝাঁকে গাংচিল
বিনিময়ে পেতে চাই আমি
তোমার ঐ যাদুময় তিল ।
আজ ভালোবাসার দিনে
এমন বিনিময়ে থাকো যদি রাজি,
সবকিছু ভুলে তুমি আমার
ভ্যালেনটাইন হও আজি।
শুভ ভালবাসা দিবস...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ ভালোবাসা দিবস তোমাকেও ।
রাশি রাশি শুভেচ্ছা...!! :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই কবিতাটা খুবই ভাল লেগেছে। এতসবের বিনিময়ে আমার পার্বতী আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু আজ সে আমার কাছে নাই :(( :((
এখন তাহলে কি চন্দ্রমুখী...???
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
না ভাই এখনও ভদকা চলছে। চন্দ্রমুখি কিছুদিন পরে :grr:
পার্বতী-চন্দ্রমুখী নিয়ে তোমার দেখি সুখের সংসার 😛
সুখের 😮 😮 কি যে বলেন ভাই
ভালবাসা চাই ভালবাসা চাই :(( কিন্তু বালিকার সময় নাই 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
বালিকারা সবসময় 'সময় নেই' ভাব ধরে বসে থাকে ! কি করবা পোলা হইয়া জন্মাইছো, এইটুকু ভাব তো সহ্য করতেই হবে।
🙁 আহ আমার যুদি এট্টা ভ্যালেন্টাইন থাক্তো 🙁
🙁 আহ আমার যুদি :just: একটা ভ্যালেন্টাইন থাকতো। 🙁
ভালোবাসো পাগলের মতো :awesome: :awesome: :awesome:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পাগলের চেয়েও বেশি ভালোবাসব 😛
:awesome: :awesome: :awesome:
Life is Mad.
কিরে তোর কী-বোর্ড কই???
x-( x-( x-(
মান্নান, কবিতা ভাল হইছে :clap: :thumbup:
ধন্যবাদ রহমান ভাই।
ওই মান্নান তুমি তো মহা ধড়িবাজ দেখি, সব ভার্চুয়াল জিনিস দিয়া প্রাক্টিক্যাল জিনিস চাও। এই যেমন সুর্য্য দিবা, চুমু নিবা, মেঘ দিবা ঠোট নিবা, সাগর দিবা, আদর নিবা।
কিপ ইট আপ ব্রাদার :thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) ভাই ঠিক বলছেন। আমিও খেয়াল করছিলাম। সিনিয়র দেইখা কিছু বলি নাই 😀
বস, কবিদের ম্যাটেরিয়াল জিনিসপত্র নাই তো তাই ইমম্যাটেরিয়াল জিনিসের বিনিময়ে ম্যাটেরিয়াল জিনিস চাই 🙂
:no: :no: ;;;
ধুরো... প্রেম্পিরিতি মাইন্সে করে? (আঙ্গুর্ফল্টক)
ছ্যাঁকা কয়টা খাইয়া এই কথা বলছ ?
ভাই ওর কথা আর বইলেন না :no:
কবি মান্নান, আমরা প্রতিভা চিনতে পারিনি, ক্ষমা করে দিস