স্মরণশক্তির গল্প

দবিরের ছেলে কবিরের স্মরণ শক্তি প্রচন্ড ভাল। পাড়া প্রতিবেশি আত্মীও-স্বজন সবাই কবিরের স্মরণ শক্তিতে মুগ্ধ।
কবিরের বয়স বেশি না, ৫/৬ হবে। কবিরকে একদিন ধরলো পাড়া-প্রতিবেশিরা। জানতে চাইলো কি করে সে সব কিছু মনে রাখে। বিশেষ করে ২/৩ বছরে সে কি করেছে তাও মনে আছে।
-এ আর এমন কি, আমার যখন জন্ম হলো ঠিক তখন হাসপাতালে আমাকে দেখে কে কি বললো আমার তো তাও মনে আছে, কবিরের উত্তর।
-তাই নাকি, এতো তোমার স্মরণ শক্তি?
-এ আর এমন কি, আমি যখন আমার মায়ের পেটে তখন আমাকে নিয়ে ডাক্তাররা কি কি বলতো তাও মনে আছে আমার।
প্রতিবেশিরা আরও অবাক-তাই নাকি?
কবিরের উত্তর-এ আর এমনকি, আমার জন্মের আগের কথাও মনে আছে।
বিস্মিত প্রতিবেশিরা-কি রকম
-আমার বাবা মার তখনো বিয়ে হয়নি, তারা গেলো পিকনিকে।
-তারপর?
-তারপর তারা গেলো একটা বাংলোর মধ্যে।
উৎসুক প্রতিবেশি-তারপর???
-তারপর আমার বাবা বাংলোর দরজা বন্ধ করলো,
প্রতিবেশীরা এবার আরো উৎসুক-তারপর কি হল??
-তারপর আর কি, পিকনিকে গেলাম বাবার সাথে, আসলাম মায়ের সাথে। 🙂

২,৪৭৯ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “স্মরণশক্তির গল্প”

  1. জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)

    বন্ধু তুমি কম্পলিমেন্ট দিলা না খোচা দিলা বুঝলাম না। আমি তো আবার টিউব লাইট। ধরে নিলাম খোচা দিলা। তাই লিখার অনেক কিছু আছে। এখানে লিখলে অনেক বড় হয়ে যাবে। সতরাং, একটা আলাদা ভাবে লিখা শুরু করলাম তোমার গল্পের জবাবে। এটাই আমার পরবর্তি পোষ্ট।

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    বলার ভাষা হারায় ফেলসি। তাই কিছুক্ষণ গুলি করি। :gulli2: :gulli2:

    চুড়ান্ত পর্যায়ের অফ টপিক: দবিরের ছেলে কবিরের নাম শুনলেই আমার ক্যান জানি খালি জুনায়েদ কবীর ভাইয়ের চেহারা মনে পড়ে :bash: :bash: (যাই জুনা ভাই আসার আগেই ফ্রন্টরোল শুরু করি :frontroll: )


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. পিকনিকে গেলাম বাবার সাথে, আসলাম মায়ের সাথে। 🙂

    :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।