দবিরের ছেলে কবিরের স্মরণ শক্তি প্রচন্ড ভাল। পাড়া প্রতিবেশি আত্মীও-স্বজন সবাই কবিরের স্মরণ শক্তিতে মুগ্ধ।
কবিরের বয়স বেশি না, ৫/৬ হবে। কবিরকে একদিন ধরলো পাড়া-প্রতিবেশিরা। জানতে চাইলো কি করে সে সব কিছু মনে রাখে। বিশেষ করে ২/৩ বছরে সে কি করেছে তাও মনে আছে।
-এ আর এমন কি, আমার যখন জন্ম হলো ঠিক তখন হাসপাতালে আমাকে দেখে কে কি বললো আমার তো তাও মনে আছে, কবিরের উত্তর।
-তাই নাকি, এতো তোমার স্মরণ শক্তি?
-এ আর এমন কি, আমি যখন আমার মায়ের পেটে তখন আমাকে নিয়ে ডাক্তাররা কি কি বলতো তাও মনে আছে আমার।
প্রতিবেশিরা আরও অবাক-তাই নাকি?
কবিরের উত্তর-এ আর এমনকি, আমার জন্মের আগের কথাও মনে আছে।
বিস্মিত প্রতিবেশিরা-কি রকম
-আমার বাবা মার তখনো বিয়ে হয়নি, তারা গেলো পিকনিকে।
-তারপর?
-তারপর তারা গেলো একটা বাংলোর মধ্যে।
উৎসুক প্রতিবেশি-তারপর???
-তারপর আমার বাবা বাংলোর দরজা বন্ধ করলো,
প্রতিবেশীরা এবার আরো উৎসুক-তারপর কি হল??
-তারপর আর কি, পিকনিকে গেলাম বাবার সাথে, আসলাম মায়ের সাথে। 🙂
৩৬ টি মন্তব্য : “স্মরণশক্তির গল্প”
মন্তব্য করুন
জটিল ও রসময় হয়েছে 🙂
:shy:
:khekz: :khekz: :khekz:
জটিল হইছে বস। :pira:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটা আমার শোনা অন্যতম সেরা জোকস
এইটা? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
সারাজীবন ছেলেকে নিয়ে একা একা পিকনিক করে গেলাম।
ছেলেটা আমার অনাথই রয়ে গেলো 😉
আর বাথরুমে রাইখ্যা আসেছা কয়ডা পোলা?
বস,
পিরা মিরা গেলাম :pira:
:khekz: :khekz: :khekz:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
~x( :bash:
x-( x-( x-(
শওকত ভাইয়ের সিরিয়াস ব্যাঞ্চাই’ ব্যাঞ্চাই।
ঠিকাছে, আগামি সাত দিন আমি ব্যান 🙁
বস্ পুরা মিরা গেলাম =)) =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :just: :pira:
:))
=)) =)) জটিল
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀 :))
গুরু, ফাটাফাটি ... :pira:
দেখা যাক ... আমার পোলার স্মরণ শক্তি কেমন হয় ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওই তাইফুর, আছু ক্যামন? পোষ্টিং কই ফেলছে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, কালা কুর্তা'র জন্য ডিজিএফআই ক্লিয়ারেন্স হইতিছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাইচ্ছে আমারে.........
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কালা কুর্তা, ক্রস.......খাইছে।
খাওয়া দাওয়ার দিন শেষ বস ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জটিল কৌতুক !! =)) =))
অফটপিক:
আমার ছোট ভাইটার জন্যও কালাকুর্তা রেডি হইছে। বুঝছি না খুশি হবো না টেনশিত হবো....আল্লার হাতে ছেড়ে দিলাম ।
বন্ধু তুমি কম্পলিমেন্ট দিলা না খোচা দিলা বুঝলাম না। আমি তো আবার টিউব লাইট। ধরে নিলাম খোচা দিলা। তাই লিখার অনেক কিছু আছে। এখানে লিখলে অনেক বড় হয়ে যাবে। সতরাং, একটা আলাদা ভাবে লিখা শুরু করলাম তোমার গল্পের জবাবে। এটাই আমার পরবর্তি পোষ্ট।
আরে না। সত্যি তোমার খুটিনাটি বর্ণনা দেখে আমি অবাক হয়েছি। সেটা মনে রেখেই লেখা। অন্যভাবে নিও না।
:khekz: :khekz: :khekz:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বলার ভাষা হারায় ফেলসি। তাই কিছুক্ষণ গুলি করি। :gulli2: :gulli2:
চুড়ান্ত পর্যায়ের অফ টপিক: দবিরের ছেলে কবিরের নাম শুনলেই আমার ক্যান জানি খালি জুনায়েদ কবীর ভাইয়ের চেহারা মনে পড়ে :bash: :bash: (যাই জুনা ভাই আসার আগেই ফ্রন্টরোল শুরু করি :frontroll: )
সাতেও নাই, পাঁচেও নাই
দেখি জুনা কবির কি বলে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, আপ্নে তো শীঘ্রই কালাকুর্তা পড়তাছেন... :-B
আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল... 😀
না না এমন কিছু না...কয়েক্টা নাম দিমু... :gulli: :gulli: :gulli:
অফ টপিকঃ জিহাদ, ভাল থেক... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম, জুনা তো দেখি তোর নামও তো দেখলাম লিষ্ট করছে ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার নাম নাই লিস্টে :awesome: :awesome:
শুনলাম আমার চা এর দোকানের পাশেই ক্যাম্প হইবো। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) =))
বস্,
:thumbup: সহমত
:just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira: :just: :pira:
:pira: