( অনেকক্ষণ চিন্তা করে লেখাটি তে গল্প ট্যাগ করলাম। এমনিতে একটা গল্পের খসড়া ছিলো। আবজাব করে ছাড়লাম। }
শেষ বিকালের আলোর ছটায় নিজের লম্বা ছায়ার দিকে তাকিয়ে শুভ্র নীলাকে নিয়ে শুভ্রনীলা অথবা নীলশুভ্রা বিষয়ক চর্চায় আত্মমগ্ন হয়ে ছিল। তার সামনের কাগজ কলমগুলোতে সাজানোর চেষ্টা চলছিল নীলা অথবা শুভ্রার জন্য খানিক পংক্তিমালা। এমনি সময়েই তার পাশের লম্বা রাস্তা দিয়ে হেটে যাওয়া কেউ তার চিন্তার সূত্র ছিড়ে দিলো।
বিস্তারিত»