আমরা সবাই কমবেশী বুদ্ধিমান :-B …কিন্তু কারো কারো বুদ্ধি আশংকাজনক পর্যায়ের…যেমনঃ
আমাদের ব্যাচের একজন বুদ্ধিমানের কথা…( নাম বলা যাবে না, তাইলে সামনের গেট টুগেদার এ মাইর খাওয়ার চান্স আছে… :gulli: )। এস এস সি টেস্ট চলতেছে, অংক পরীক্ষা চলে, বেচারা অংক করার টাইম একটু কম পাইছিল, তো পাশের জনের হেল্প নেয়া শুরু হল…ঠিকমতই চলতেছিল, ঝামেলা হইল, ক্যালকুলাসে গিয়ে, পাশের জন যখন বলল , ” এইবার লিখ d/dx, তারপর…” সাথে সাথে বুদ্ধিমান বলে উঠল, ” বুঝছি, পরের লাইন বলা লাগবে না, d/dx এর d d কাটা, বাকী থাকে 1/x”…..এরপর সে কি লিখছিল মনে নাই, কিন্তু পাশের জনের হতবাক দৃষ্টি এখনও মনে আছে…
পরীক্ষা প্রসঙ্গে আরেকজন বুদ্ধিমানের কথা মনে পড়ল, ইনি আমাদের জুওলোজী শিক্ষক বদরুদ্দোজা স্যার। তখন এস এস সি চলে, হলে স্যার বসে আছেন, আমরা যথারীতি একটু ডান-বাম করতেছি। হঠাৎ স্যার বলে উঠলেন, ” এদের থামানোর একটাই উপায়, এরপর থেকে এদের হেলমেট পরাইতে হবে, তাইলে আর কোনদিকে তাকাইতে পারবে না” !! এক্সটারনালের মনে হয় বুদ্ধিটা পছন্দ হয় নাই, নাইলে সেবার একটা ইতিহাস হত, হেলমেট পরে এস এস সি।।!!!!! 😮 😮
শেষে আবারো সেই বুদ্ধিমান, এবার সময়কাল বর্তমান। সেইদিন আমাদের একজন ভাবী কন্ট্যাক্ট লেন্স পরছে। আমরা সবাই কম-বেশি মন্তব্য করতেছি। হঠাৎ সে হাজির, লেন্স পছন্দ হল, সাথে সাথে প্রশ্ন, ” আমি তো বাইক চালাই, আমি যদি পরি, তাইলে কি বাইক চালানোর সময় বাতাসে লেন্স উড়ে যাবে??……
কেউ উত্তর দিতে পারলাম না……।।
=)) =)) =)) জটিল ...............
:))
চরম... :)) :)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:))
মানুষ তার স্বপ্নের সমান বড়
=)) :))
পোলাপান, এত হাসিস নারে, ব্যাটায় টের পাইলে আমার মাইর খাওয়ার পরিমাণ চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকবে... 😕 😕
হাসির কথা লিখলেতো ভাইয়া হাসি আসবেই :khekz:
:))
লেন্সের কাহিনিতে আমি সামনেই ছিলাম =))
রবিন পরে চিকনে আমারে নাম তা বলিস দোস্ত! :)) :))
:)) =)) :)) =)) :)) =))
=)) =))
প্রত্যেক ব্যাচে এরকম ২/১টা থাকে :khekz:
আমাদের একটা.........। না থাক আমি লিখলে তো আবার ফ্লপ হই যাবে 🙁
২/১ টা নারে, আমাদের অই একটাই, মনে পরতে থাকুক, আরো বুদ্ধির (?) কাহিনী শোনাব নে......।।
অপেক্ষায় রইলাম 🙂
:)) :)) 😀 😀 :gulli2:
এরে তো আইইউটির জামির মত মনে হইতাছে =))
ভাইয়া অনাদের ব্যাচ এর এক ভাই্যার কথা বললো বলে মনে হলো
আরে গাধা তা তো জানি কিন্তু দুইজনের "জনর"(genre) এক মনে হইতাছে 😀
😉 =)) =)) চক্রবৃদ্ধিহারে বাড়াতে সহায়তা করব নাকি :)) :)) 😕
পিচ্চি! 😮
তোমাদের সবার হইলোটা কি?! সবাই জামাতে ব্লগে হাজির!!
Tumpa :: For ur kind info
আমি অনেক পুরাতন একজন পাঠক । ইদানিংকালে একজন Commenটক ॥
Waiting 2b লেখক ।॥ .......... :dreamy:
আরে তুই এইানে
তোর কথামতো আসলাম আরকি ॥॥॥ :thumbup: 😉
😀 😀 থাউক মামা.........কি খবর তোর??
ইমোই দিই সহজ সমাধান -- 🙂 🙂
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
হা হা হা...মাফ চায়া গেলাম ভাই। :bash: :-B
আরমান কি দিলি রে ভাই =)) =)) =))
বুঝছি, পরের লাইন বলা লাগবে না, d/dx এর d d কাটা, বাকী থাকে 1/x
মাফও চাই, ক্ষমাও চাই ... :bash:
হাহাহাহা......দোস্ত, দারুণ লিখছিস্! =)) =))
মানুষের এত্ত বুদ্ধি... 😛 😛
হা হা এখনো সব গেট টুগেদার এ একবার হইলেও আসে d/dx এর কথা. =))
আমি কিন্তু ফাঁস করে দিব যে তুমি ব্লগে এই কাহিনী প্রচার করে দিছ :gulli:
ক্যান আমার আড্ডায় যাওয়া বন্ধ করতে চাস.........?? জানের মায়া সবার আছে।।
রবিন, ঠিকি কইছিস, এখন d/dx :)) 😀 :)) চলতেছে......।
টুম্পা ভাবির গায়ে লাগলো ক্যান 😕
এটা কি আমাদের টুম্পা ভাইয়া নাকি :grr:
আমি শিউর এইটা টুম্পা ভাইয়া :grr:
ভাই রে, আমি আরমান রে ব্ল্যাকমেল কইরা একটা পার্টি আদায় করার ধান্দায় ছিলাম!! আর তোমরা কি ভাবলা !
অদ্ভুত ব্যাপার হইল, বুদ্ধিমান এই পোস্টের কথা শুইনা মোটেও খেপেনাই 😕 বরং দুঃখ পাইছে তার নামটা না দেওয়াতে!!!
একবার কি চেষ্টা করে দেখবো নাকি ব্যক্তিটা আসলে কে?
আরমান ভাই কেমন আছেন?
ওরে আরমান কি দিলি =))
আমি ওকে বলে দিব 😀
😀 😀 😀 😀
:khekz: :khekz:
আরমান একটা পার্টি দে ৷ নাইলে তোরে ফাসায় দিমু কইলাম ৷
ঐ
আমি ঐ ঘটনার পাশেই ছিলাম। তখন হাসবো নাকি কানবো নাকি অংক করবো কিছুই বুঝতেছিলাম না। :just: hang হয়ে ছিলাম। দোস্ত এই ভাবে হাটে হাড়ি ভাংগিস না cross :gulli2: :gulli2: এ পড়ে যাবি তো।
শা...রা, ডুবাবি রে আমারে...... x-( x-(
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :goragori: :khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =))
হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার
হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার পড়লাম......পড়লাম......আবার হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার পড়লাম......হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার পড়লাম......
:just: :pira:
ভালই :))