সেদিন মনে হলো – এইতো সেদিন মেম্বার হলাম এই ব্লগে। তারপর কাজের ভীড়ে তলিয়ে গেলাম। হঠাত মেইল পেলাম পার্সোনাল মেইল এ। তখন খেয়াল হলো পরিবারে এসে নাম লিখিয়ে রেখেছিলাম, কিন্তু কাজ তো করি নি কোনো। তাই চেষ্টা করলাম লিখতে কেমন লাগে সেটা বোঝার জন্য। দিলাম ছোট্ট একটা লেখা। স্বাগতমের ভীড়ে চাপা পড়ে গেলাম, যা আমাকে মনে করিয়ে দিলো দায়বদ্ধতার কথা। মনে করিয়ে দিলো খেটে খাওয়ার কথা। ব্লগে লেখালেখি করছি বেশীদিন নয়। মাস দুয়েক হলো “সামু” বা somewherein নামের একটা ব্লগে লিখছিলাম। সময় বেশী না থাকায় সেখানকার কিছু লেখা এখানে দিলাম। ভয়ে ছিলাম – লেখাগুলো গ্রহনযোগ্য হবে কিনা।
প্রাপ্তির হিসাবে পুরোটাই প্রাপ্তি, তাই কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা পড়েছো তাদের কে ছোট করতে চাই না। তুমি করে বলছি, কারন বড় ভাইদের কে খুব একটা দেখি নি এখানে। কোন বড় ভাই লেখা টা পড়লে মাফ কইরা দিবেন, দুইডা আগাম ফ্রন্টরোল দিয়া রাখলাম, ছোডোরা চক্কু বন্দ কইরা রাকচে, নু পোগলেম। আসলে আমাদের বয়সকালের কারো জন্য ব্লগে সময় দেয়াটা কিছুটা কঠিন বলে মনে হয়। ট্রাই করে যাচ্ছি, যতদুর পারা যায় দিয়ে যাচ্ছি, সাড়া ও ভালো, তাই উতসাহ ও লাগে।
আসলে এই লেখা টা লিখলাম, কারন কিছু কিছু বাচ্চু রা আমাকে বললো, লেখাগুলো নাকি চিন্তার খোরাক দেয়। জীবনের উপলব্ধি থকে যতদুর মনে হয় ততদুর পর্যন্ত লিখি। মোল্লার দৌড় মসজিদের বারান্দা পর্যন্ত র মতো ব্যপার। তোমাদের থেকে যে ভালোবাসা পেয়েছি শব্দে লেখা, তাতে হিসাব করার মতো একাউন্টেন্ট ও হার মেনে যাবে, কারন হিসাব মিলবে না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। যা লিখি, তা হয়তো বেশীর ভাগ সময় গুছিয়ে লিখতে পারি না, এটা আমার চিরন্তন অক্ষমতা।
ঈদের আগে এসে হঠাত ই মনে হলো, আনন্দ টা আসলে সবচেয়ে বেশী এটাই আমার, বিশেষ করে এই ঈদে। সবাইকে আগাম ঈদ মোবারক। দেখা হবে, ইনশাল্লাহ লেখা ও হবে।
১ বুকিং 😀 😀 😛
:)) :)) , যাহ অসব্য, ফাজিল, তোর বাপ ভাই নাই, দুষ্টু ছেলে, গেলি, =)) =)) 😛 😛
কয়েকটা লাগায়া নি
:frontroll: :frontroll: :frontroll:
এইডা ফাইন অইছে, ফলিন কইরা , মুগাম্বু খুশ হুয়া, হু হু হা হা
thats the lighter part of life, 😀 😀 😀
রফিক ভাই,ব্লগে এসেই আমাদের ভান্ডার সমৃদ্ধ করবার জন্য ধন্যবাদ।আপনার চিন্তাশীল মনের পরিশীলিত লেখাগুলি আসলেই আমাদের মনে কিছুটা চিন্তার উপকরন দিবে।
ব্লগে যে গুছিয়ে লিখতে হবে এরকম কথা নেই।কারন আমরা কেউই পেশাদার নই।আস্তে আস্তেই দেখবেন লেখার হাতের দক্ষতা বাড়বে।
আর হ্যাঁ,ঈদ মোবারক আপনাকেও 🙂
সত্যি বলতে, সব তোমাদের উতসাহ, আর ওপরের ওগুলো, ফান হু হু হু 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
তোমার ভাই আমার ভাই রফিক ভাই রফিক ভাই-এই কে আছিস,রফিক ভাইকে কড়া লিকার ফ্রেশ পাত্তি এক কাপ চা দে তো 😀
অই মিয়া,চা বাদ দেন,এখন কফির যুগ।রকিবরে কন কফি সার্ভিস চালু করতে।
কফি সার্ভিস চালু না রাখলে ব্যবসা এখনের যুগে মাইর খাইবার পারে। 😉
নাম দিবো "কুপি ইনুভার্স" আমরা ব্যাকতে বাকীতে খাইলে ভালাই চলবো, রকিবে গেলো কোম্মে? :))
ছোট ভাইয়ারে দেখা যায়না। তোমরা দুইজনের একজন কুইক দুই কাপ কফি নিয়ে আসো তো,
B-)
ওয়েট করেন,চুলায় কেরোসিন ধরায়া লই 😀 😛 🙂
রফিক ভাই কোন কফি খাইবার চান বলেন...ন্যাসকেফে?
এই লন :teacup: :teacup:
ভাবতাছি বাসের ড্রাইভারি বাদ দিয়া কফির ব্যবসাটা আমিই খুলুম। 🙂
আমার নামে বাকীর খাতা ডা খুইল্যা হেরপরে শুরু কইরো, পরে আবার কইও না "উন্নতি হের হইবে না কি মোর অইবে" =)) =)) =))
বাকির লিষ্টে ১ম পৃষ্ঠাতেই আপনের নাম আছে 😀
যাক, উন্নতি অনিবার্য, হু হু :khekz: :khekz: :khekz:
খাইচে, কেরোসিন ধরাইও না, ঐডাতে আবার কোন ফুলু আচে কেডা জানে, :bash:
হ রে ভাই, কফি খাইলে আরেট্টু বেশী সময় থাইক্যাম, হু হু 😉
কাপ ডা গরম পানি দিয়া ধুইতে কইলা না ক্যা? কাপে মাস্ক লাগানো আচে তো? 😉 , থাঙ্কু থাঙ্কু থাঙ্কু :boss:
চিন্তা কইরেন্না ভাইয়া, এদেরকে টেরেনিং দিসিলাম আইসাই। 😀
তারপরও ফাঁকির উপ্রে থাকে। x-( আপনি আইসেন, দেন ধইরা পাঙ্গা, :grr:
তোমার টেরেনিং, তাইলে ই হইচে, তাইতো কই রকিবে গুমায় ক্যা খালি, সাধারন টিনের চাল ব্যবহার করে, উন্নতি নাই হের লাইগগা, =)) =))
:duel: :duel: :chup: :chup: নাহ...এত কষ্ট কইরা দোকানডা খুল্বার ভাবছিলাম...ভাবীসাব মান ইজ্জতটা দিলেন শেষ কইরা। :no:
তাও খুলুম ;;)
খাইচে রে, আমি ও তো বুঝি নাইক্কা, দিহানের পুরফাইল এহন চেক কইরা দেহি, ভাবীসাব, চরি চরি :shy:
এইটা কি কন ভাইয়া? বইনের উপ্রে ডাউট দিসেন? নাহ!!! আসলেই ইন্সাফ উইঠ্যা গেসে গা ... 🙁 দিহান ভাবীর বাসায় বেড়াতে গেসে ;))
আরে না, আমি তোমারে চিনতাম পুলা হিসাবে, এহন দেহি ভাবী, তাই বেফাস কিচু কইলাম কিনা কে জানে, খিক খিক, :shy:
আয় হায় !!! আপনেও এই ভুল করসেন???? 🙁 ~x( :duel:
সবাই করে নাকি? :clap: :clap:
😛 জ্বী ... আহসান ভাই ভুইলা দিহান ভাই কইসে, সেই থিকা আমার নাম হইয়া গেসে দিহান ভাই 🙁 :((
কই আছো মইন? কানাডা তে নাকি?
আমি মঈন না ... :(( :(( মঈনের বউ 😀 দিহান :shy:
জ্বী ভাইয়া, কানাডা। 🙂
আবারো কনফিজড ~x( হইতে হইতে বাইচ্যা গেলাম, :shy: থাঙ্কু থাঙ্কু, আমি ও এই মাসে এপ্লাই কইরা দিলাম, কেমন আছো তোমরা?
জ্বী, আল্লাহ'র রহমতে ভালো আছি। আপনি ভালো??? 😀
কোথাও কনফিউসান থাকলে আমারে জিগাইবেন 🙂
শিউর শিউর 😀 , কোন সিটিতে আছো তোমরা?
অনেকদূরে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, একদম ইষ্টে ... 🙂
আচ্ছা, আমি এপ্লাই করলাম ০২ সেপ্টেম্বরে, দেখা যাক কি হয় 🙁
কোন জায়গায় ভাইয়া?? 🙂 আমাদের এইখানে ???
হু হু, কানাডায়, skilled ক্যাটাগরী তে
ওহো ভাইয়া ... ঈদ মোবারক 😀
😀 ঈদ মোবারক, তোমাকে, পিচ্চিদের আর মইন কে ও 😀
কমেন্ট বক্স টা আরেকটু ছুটু করি।
আমি আরেকটু ছুডো করলাম 😀
আমি তো ইরেগুলার ব্লগার তাই আপনার সব পোস্ট পড়ি নাই।
আগাম ঈদের শুভেচ্ছা।
আর মির্জাপুরের পোস্ট কাউন্ট বাড়াতে আওয়াজ টুলতেছি,
রফিক ভাই
ছক্কা চাই,
ছক্কা ছাড়া
উপায় নাই....
চ্রমসাম্প্রদায়িকতার্জন্য আমিনভাইয়ের্ব্যাঞ্চাই x-( x-(
আমি ও, ধিক ধিক , শতধিক :chup:
খেলবার পারি কম, আম্পায়ার হিসাবে ভালাই, চাইর রে ছয় বানাইয়া দিয়াম? =))
খেলতে কম পপারেন!!!
কি কন নামে নামে জমে টানে!!!!
বাংলাদেশের সেরা অলরাউন্ডার (ঠিক কইলাম তো) এর নামে নাম.......।
অবশ্য দুজন কবি এবং ক্যাডেট কলেজের শিক্ষক কের নামে নাম কবি হিসাবেও বস..
ধেৎ কী সব কইতাসি!! মাথয়া খ্রাপ হয়া গেচে।
হাহা, আমার উরফের রুমে থাকতো যহন হাউজ মাষ্টার আছিলো, তিনতালার রুমে, ব্যাচেলর আচিলো তহন, হু হু :)) :))
এইডা কে? রফিক কায়সার না রফিক নওশাদ?
রফিক কায়সাররে পাইছি প্রিন্সিপাল আর নওশাদ রে হাউস মাস্টার। তয় দুইজনেই পেইন তবে সাহিত্যিক হিসাবে ভালো।
পেরথম জন, পরের জন তো অনেক পরের টিচার মনে কয়
আপনে কোন হাউজের ছিলেন রফিক ভাই??
সিয়াম ভাই কি আপনার ক্লাসমেট ছিলেন?
হ, আচিলো, অয় আচিলো ফজলুল হক হাউজে, আর আমি নজরুল হাউজে
কোনডাই আমার হাউস না বইলা রফিক ভাইয়ের ব্যঞ্চাই।
(সাম্প্রদায়িক মন্তব্যের জন্যে আমার ব্যঞ্চাই। )
:khekz: :khekz: :khekz: শুন্যা প্রীত হইলাম, :goragori: :goragori: :goragori:
রফিক ভাই...আপনে আমার কলেজ ভাই+হাউজ ভাই আসেন :hug: কোলাকুলি কইরা নি।
:hug: , ঈদের ডা পরে হইবো, বাকী থাকলো কইলাম, 😀
একটানা সাম্প্রদায়িক কমেন্ট 😡 😡 😡
দ্যাশ ও ঝাতি র পক্ক থিকা দিক্কার ঝানাই :gulli2:
ঐ বিলাডি মাষ্ফু...grr
যা, নিজে গিয়া কফি নিয়া আয়...মাস্ক দিয়া ছাইকা আনিস...আর বানানো আগেই হয়ে গেলে মাস্ক সহ দিবি...বসে মাস্ক পইড়া খাইব...
আর হ্যাঁ, দুই কাপ নিয়া আসিস...অনেকক্ষণ চা কফি খাইনা...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:teacup: :teacup: এই লন...এইডা আমার সার্ভিস।
কুইক সার্বিস আচানের, গেটলক নি? ভালা ভালা, রকিবের ব্যবসা গেচে লাডে =)) =))
পুরাই কুইক...হানিফ এন্টারপ্রাইজ(সড়ক পথে বিমানের ছোঁয়া)।
চিনির দাম বাড়ার কারনে রকিব এখন চায়ে চিনি কম দেয়। ;)) :chup:
রকিবে দাকতর নি? তাইলে কইবো চিনি কম খাওয়া ভালা ;;)
এইত্তো জুনা আইয়া পড়ছে, এইবার কফির লগে স্যান্ডুইচ ও আইবো শিউর :thumbup:
আয় হায়...আসল কথাই তো কইলাম না...
বস, আপনেরেও ঈদ মোবারক...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঈদ মোবারক সব ফাজিল গুলা রে 😀
বস, শুধু ফাজিল গুলারে দিলেন!
আমগো ঈদ মোবারক দিবেন না!!!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ ডা তো তোমারে দিলাম, বাকী গুলারে পরে দিমু :khekz: :khekz:
=)) :goragori:
:thumbup: :khekz: =))
জুনারে সিসিবিতে দেখা যায়???? পরবলেম শেষ??? :-B
এইডা ই জুনা না? 😮
হ ভাই আমিই জুনা...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোমার ইচপিশাল ব্যবসা ডা কি? পোগলেম খাদক? 😮
নারে আফা, তয় বড় আফায় আমারে চিনেন নাই বলে মিবাইল থিকিই লিগ ইনি কিরলাম...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আইসাই পিরা ভাষা শিরি কিরি দিলি রি 😛
:khekz: :khekz:
বড় আফা ডা কেডা ? :-/ , জাইন্না রাখোন ভালা, কহন কি আবোল তাবোল কইয়া ফালাই 😛
বড় আফা হইলো গিয়া শান্তা আপি ( ওয়াহিদা নূর আফজা আপা ) 😀
আইচ্চা, আফারে দেকা যাইতাসে, থাঙ্কু থাঙ্কু 🙂
আপনার মিবাইল কি আমার মত ? তিন বাটন নষ্ট ?
:khekz: :khekz: :goragori: :goragori:
মনে হয় আমার ডাক পড়লো। এসে গেলাম।
রফিক ভাই লেখা খুবই ভালো। চিন্তা করতে না চাইলেও চিন্তা এসে যায়। আসলে অন্ধ হলেই কি আর প্রলয় বন্ধ থাকবে।
দিহান ভালোই তো জমিয়ে বসছো। মনে হয় বেশ কম দেখি।
এইবার জুনাকে চিনা গেছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
জ্বী আপি, এইতো অনেকদিন পর সবাইরে পাওয়া গেসে, শুধু কামরুল ভাই নাই আজকে। 🙂
আপনি ভালো আছেন??? ঈদ মোবারাক 😀
আসলে ত্যক্ত বিরক্ত হয়ে লিখেছিলাম, থাঙ্কু, সাধারন কিছু চাই, সেটা যখন পাই না কিংবা, কেউ সেটা পেতে চায় না দেখলে রাগ লাগে
বান্দা হাজির...... কাহানী হইলো গেছিলাম সুদূর ফেরাঞ্চের পারী নগরীতে, ওয়ার্ল্ড টি-বিজনেসম্যান কনফারেন্সে যোগ দিতে B-) । ছুডখাটো একখান ভাষণও দিলাম, মেলা তালিয়া পাইছি। যাউকগা... কিন্তু আইসা দেখি অবস্থা তো ভালো না, আহসান ভাই কফির নাম কইরা সবাইরে ভেজাল মবিল মিশাইয়া কি একটা যেন দিতাছে। হায় হায়!!! এইবার কি হইবো। লন ঐটা খায়েন না, এট্টু আগে জুনা ভাইয়ের ফুন আইছিলো নার্সারী(গাছেদের হাসপাতাল) থেইকা, অবস্থা বেগতিক। উনারে বাঁচাইতে নাকি চাইর ব্যাগ পটাশ সার দিতে হইছে। 😕 😕
যাউকগা...নেন সবাই গরমের দিনে খুল্ড খপি :teacup: খান। যারা রোযা আছেন তারা সেহরীতে খায়েন। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যাওয়ার আগে কইয়া যাইবিনা??? 😡 😡
আপু কইতে চাইছিলাম কিন্তু ভিল ঘেঁটস গাধাটা টাইম দিলো কই 😡 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তারে ধমক দিলিনা ক্যান??? x-( 😛
অফটপিকঃ সর্দি-জ্বর কমেছে??? ভাইয়া খেয়াল রাইখো নিজের 🙂
আহারেআমারওসরদিজর 🙁 🙁
আহারে !!! বিয়া কইরা ফালান তাড়াতাড়ি 🙂
জ্বর কমছে, কন্তু সর্দি কাশি যেমনে আকড়ে বসে আছে, বেশ ডিষ্টার্ব দিবে বলেই মনে হচ্ছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট ভাইয়া যত্ন নিস, ঔষধ খাচ্ছিস তো??? 🙁
নাহ ঔষুধ খাই নাই, খামুও না, দেখি কতদিন না খেয়ে থাকা যায়। সেই ২০০৩ এর মে মাসের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো ঔষুধ খাই নাই, কবিরাজের কাছেও যাই নাই (একবার ভুয়া রিজনে এক্সকিউজ নেবার জন্য ডাক্তারের কাছে যাওয়া পড়েছিল টুয়েলভে)। টেনশন কইরেন না, আমি ঠিক হয়া যামু। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওয়াও রকিব
দারুণ! পারলে ভালো... এর বেশি হয়ে গেলে খেয়ে নিস কিন্তু
বেশী চান্স লইয়ো না কইলাম, :-/
২০০৩ এর মে মাসে কি হইছিল?আমি তখন কলেজে ছিলাম-কি কইবার চাস? x-(
কিরে আমার ব্যবসার লালবাত্তি জ্বলানির লাইগা আমার নামে এইসব শুরু করছস??? x-( এক্কেরে গ্রামীন ফোনের লাগান দেহি তোর মার্কেটিং(গ্রামীনে কর্মরত ভাইজানের মাইন্ডে লয়েন না 😀 )।আরেক কোম্পানিরে ঠেক দিয়া নিজে উপরে!
এইতা হইবো না...কফি অলরেডি খিলানো হয়া গেছে। 🙂
হ এইটা তো হাসপাতাল থেইকা জুনা ভাইয়ের কল পাইয়াই বুঝছি। আহা বড় ভালো লোক ছিলো আমাগোর জুনা ভাই। আর আপনেই তো আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চায়ের ব্যবসায় লাল নীল কমলা বাতি জ্বালাইতেছেন। এমনেই রোযার মাসে বিক্রি বাট্টা কম, তার উপর আপনি :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জুনা ভাইয়ের আবার কিতা হইলো??
আমার কফির দোকানে জিনিষ খায়া উনার কিছু হয় নাই,লিখা দিতে পারি।
ভালা কথা,তোর দোকানে নাকি ম্যাজিস্ট্রেট আইছিল!!জরিমানাও নাকি করছিল??? :grr: :grr:
কয় কি? রকিবের চা ষ্টলে ফুলিশ আইচিলো, খাইচে রে, তাইলে তো বাকীর খাতায় আমার নামডা দেইক্কা গেচে, নাহ আর খামু না ওহানে :khekz:
রকিবের নাকি জরিমানাও হইছে......চায়ের পাত্তির মাঝে কি সব জানি ইটের গুঁড়া মিশায়া চা দিত :grr:
রকিব, কইয়া ফালাও, আচান রে কি কইরাম, তোমার ব্যবসার লাল বাইত্তি জ্বালাইতে আইএ নি? x-(
জুনা ইয় কি চা খাইয়া চিত পডাং নি? রকিব মিয়া তোমার দোকানের খবর আচে কইলাম :-B
আচান, তোমার কপি ডা এ ওয়ান আচিলো, :thumbup:
রকিব...দেখছস???তোর ব্যবসা শেষ :grr: :grr: :grr:
আরে নাহ, এতদিন তো রকিবের চা খাইয়াই আচিলাম, তয় কাচা পাত্তি আর আদা দিলে আরেট্টু জোশ হইবো, খেক খেক :boss:
এই লন কাচা পাত্তি আর আদা দিয়া আনছি...। আচান ভাইয়ের চা ভালো না, খাইলে পেটে কামড়ায়, আমার চা খান। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এরাম না অইলে রকিব, শাব্বাস, মুগাম্বো খুশ হুয়া, হু হু হা হা :grr:
এটা তো আমাদের সবার পরিবার ভাইয়া। আর পরিবারে সবসময় প্রাপ্তি বেশীই হয়। 🙂
ঈদ মুবারক রফিক ভাই।
আমরা আমরাই তু
হেইডা বারবার কইতে হইবো কিল্লাই? 😀
ঈদ মোবারক বাচ্চু সকল, সবাই কেমন আছো? :hatsoff:
ঈদ মোবারক রফিক ভাই। 🙂
ঈদ মোবারক তোমাকে ও
রফিক ভাই...আমারে কলেজে ক্লাসমেটরাও আচান আচান করতো...
আমারে এই নামেই ডাইকেন্,দিলে শান্তি পাই। :boss:
কিরে আচান ডেরাইভার,তুই বাস চালক-চায়ের দোকানদার রকিবের লগে তোর কি সমিস্যা? x-(
জন্য- আচান ডেরাইভার
পড়ুন- কাশেম ডেরাইভার 😀
রকিবের দোকানে কফি সার্ভিচ আচিল না।আমি খুলছি,এই কারনে আমার ব্যবসার লালবাত্তি জ্বালানোর লাইগা হে উইঠাপইড়া লাগছে।
আমার বয়স কমানোর লাইগগা কি ধন্যবাদ দিমু? =))
ভাই এই কালজয়ী ডায়লগ কই পাইছেন?
আমাগো যুগে এইডা ই তো ডায়ালগ আচিলো রে ভাই 😀